Important General Knowledge in Bengali - 4

 

General knowledge for Competitive exams

Hello friends, 

General Knowledge এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই বাদ দিতে পারবেন না। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ General Knowledge এর পার্ট - 4, এখান থেকে প্রতিটি চাকরির পরীক্ষায় কমন আসবেই। এখানে শুধু Question and Answer এর মতো করে উপস্থাপন করা হয়েছে।

Bengali General Knowledge Question and Answer,  General Knowledge in Bengali, GK in Bengali, Bengali GK, GK Questions in Bengali, Bengali Gk Question and Answer

Q ➤ লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে?


Q ➤ ব্যাঙ্গালুরু শহরের জনক কে?


Q ➤ ইউরােপের প্লে গ্রাউন্ট বলা হয় কাকে?


Q ➤ পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?


Q ➤ এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?


Q ➤ জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে?


Q ➤ জাপানের পার্লামেন্টের নাম কি?


Q ➤ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে


Q ➤ সৌর তাপের কত শতাংশ বায়ুমণ্ডল শােষণ করে ?


Q ➤ নিউজিল্যান্ডের নাতিশীতােষ্ণ তৃণভূমির নাম কি?


Q ➤ পৃথিবীর সর্বাধিক অরণ্য যুক্ত মহাদেশের নাম কি?


Q ➤ সেলভা অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়?


Q ➤ তৈগা অরণ্য কোথায় অবস্থিত?


Q ➤ ভারতে কোন নদীর উপরে লন্ডন ব্রিজ এর আদলে সিগনেচার ব্রিজ তৈরি হচ্ছে ?


Q ➤ অতিবাদী জগন্নাথ দাস সম্মান কোন রাজ্যের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার?


Q ➤ কোন স্টেডিয়ামকে ক্রিকেটের মক্কা বলা হয়?


Q ➤ গ্যাংলিয়ন কিভাবে গঠিত হয়?


Q ➤ আরশােলার কয় জোড়া পা থাকে?


Q ➤ যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না তার নাম কি?


Q ➤ নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরােধে নজরুল কোন কবিতাটি লেখেন?


Q ➤ হামাস কোন দেশের গেরিলা সংগঠন?


Q ➤ ইসরাইল ও লেবাননের সীমান্ত রেখার নাম কী?


Q ➤ গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?


Q ➤ জাপানের সবচেয়ে বড় দ্বীপ এর নাম কি?


Q ➤ ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে?


Q ➤ ফটো ইলেকট্রিক কোষের উপড় আলাে পড়লে কি উৎপন্ন হয়?


Q ➤ চা উৎপাদনে শীর্ষে কোন দেশ রয়েছে?


Q ➤ OPEC এর সদর দপ্তর কোথায়?


Q ➤ পৃথিবীর কোন দেশে কোনাে রেলপথ নেই?


Also Read>>

GK in Bengali, Part - 3 (link)

GK in Bengali, Part - 2 (link)

GK in Bengali, Part - 5 (link)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad