Important General Knowledge part-1 | Rail group D | Questions and Answer

 গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান 


১. প্রশ্ন : আকাশ নীল দেখায় কেন?

উত্তর : নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি।


২. প্রশ্ন : মুখ্য রং কোন তিনটি?

উত্তর : লাল, নীল, সবুজ।


৩. প্রশ্ন : দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?

উত্তর : বেগুনি।


৪. প্রশ্ন : দৃশ্যমান বর্ণালির বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?

উত্তর : লাল।


৫. প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে?

উত্তর : ৮ মিনিট ২০ সেকেন্ড।


৬. প্রশ্ন : বায়ু মন্ডলের ওজনস্তর ধংসের জন্য দায়ী কে?

উত্তর : ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি)।


৭. প্রশ্ন : বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয়?

উত্তর : একই হয়।


৮. প্রশ্ন : সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়?

উত্তর : নাইট্রোজেন।


৯. প্রশ্ন : বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য কার অবদান বেশি?

উত্তর : বিজ্ঞানী ভোল্ট।


১০. প্রশ্ন : শুষ্ক কোষে তড়িৎ চালক শক্তি কত?

উত্তর : ১.৫ ভোল্ট।

১১. প্রশ্ন : বৈদ্যুতিক একক কী?

উত্তর : ওয়াট।


১২. প্রশ্ন : বৈদ্যুতিক এক ইউনিট সমান?

উত্তর : এক কিলোওয়াট/আওয়ার।


১৩. প্রশ্ন : বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কী?

উত্তর : ওহম।


১৪. প্রশ্ন : চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায়?

উত্তর : মেরু বিন্দুতে।


১৫. প্রশ্ন : মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন?

উত্তর : নিউটন।


১৬. প্রশ্ন : বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কী?

উত্তর : ফোটার চারদিকে বাতাসের সমান চাপ।


১৭. প্রশ্ন : কে প্রথম রোবট আবিষ্কার করেন?

উত্তর : উইলিয়াম গে ওয়ালটার।


১৮. প্রশ্ন : সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?

উত্তর : পরমাণু ফিউশন।


১৯. প্রশ্ন : প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত?

উত্তর : ৫০টি।


২০. প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্রের নাম কী?

উত্তর : ট্যাকমিটার।


1. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর? কী কী?

উঃ তিনটি (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ)।


2. গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়?

উঃ প্রধান।


3. পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি?

উঃ গ্রাম পঞ্চায়েত।


4. কোন গ্রাম পঞ্চায়েতের কত অংশ মহিলাদের জন্য সংরক্ষিত?

উঃ এক-তৃতীয়াংশ।


5. গ্রাম পঞ্চায়েতে কে সভাপতিত্ব করেন?

উঃ পঞ্চায়েত প্রধান।


6. পঞ্চায়েতের সভায় কতজনের উপস্থিতিতে ‘কোরাম’ হয়?

উঃ এক-তৃতীয়াংশের।


7. কতদিন অন্তর গ্রাম পঞ্চায়েতের সভা হয়?

উঃ মাসে অন্তত একবার।


8. গ্রাম পঞ্চায়েতের প্রথমসভা কে আহ্বান করেন?

উঃ বিডিও।


9. গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয়?

উঃ সব ভোটারদের নিয়ে।


10. গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে কে সহায়তা করেন?

উঃ কর্ম সচিব।

11. গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কত?

উঃ ৫ বছর।


12. পূর্বে পঞ্চায়েত সমিতির কি নাম ছিল?

উঃ আঞ্চলিক পরিষদ।


13. পঞ্চায়েত সমিতির কর্তাকে কি বলা হয়?

উঃ সভাপতি


14. পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক কে?

উঃ ব্লক উন্নয়ন আধিকারিক।


15. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কী?

উঃ জেলা পরিষদ।


Also Read >>

General Knowledge in bengali Part- 2 (link)

General Knowledge in bengali Part- 3 (link)


16. জেলা পরিষদের প্রধান কে কি বলা হয়?

উঃ সভাধিপতি।


17. জেলা পরিষদের প্রশাসনিক আধিকারিক কে?

উঃ জেলাশাসক।


18. পঞ্চায়েতের একটি স্থায়ী সমিতির নাম লেখ।

উঃ শিক্ষা সংক্রান্ত সমিতি।


19. জেলা পরিষদের একটি স্থায়ী সমিতির নাম লেখ।

উঃ পূর্ত ও পরিবহন সমিতি।


20. গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি উৎসের নাম লেখ।

উঃ কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান।

21. পঞ্চায়েতের কটি সভায় অনুপস্থিত থাকলে কোনো সদস্যের সদস্যপদ বাতিল হয়?

উঃ পরপর তিনটি।


22. প্রাচীন ভারতের কোন গ্রন্থে স্বায়ত্তশাসনের ইতিহাস পাওয়া যায়?

উঃ কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে।


23. আবুল ফজলের কোন গ্রন্থে স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে?

উঃ আইন-ই-আকবরি।


24. কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়?

উঃ কমপক্ষে ৫ জন থেকে অনধিক ৩০ জন।


25. প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে কতগুলি নির্বাচন কেন্দ্রে ভাগ করা হয়?

উঃ ৩-১৪ টি।


26. গ্রাম পঞ্চায়েতের এক-একটি কেন্দ্র থেকে সর্বাধিক কতজন প্রতিনিধি নির্বাচিত হতে পারেন?

উঃ তিনজন।


27. গান্ধীজীর গ্রাম-স্বরাজের আদর্শ অনুসারে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন কমিটি গঠিত হয়েছিল?

উঃ বলবন্তরাই মেহতা কমিটি।


28. শহরের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানকে কী বলে?

উঃ পৌরসভা।


29. পৌরসভার প্রধান কার্যনির্বাহী কে?

উঃ কাউন্সিলর।


30. পৌরসভার কত আসন তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত রাখার কথা সংবিধানে বলা হয়ছে?

উঃ মোট জনসংখ্যার আনুপাতিক হার অনুযায়ী।

31. পৌরসভার কত আসন মহিলাদের জন্য সংরক্ষিত?

উঃ এক-তৃতীয়াংশ।


32. কলকাতা কর্পোরেশনের প্রধানকে কী বলা হয়?

উঃ মেয়র।


33. মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত?

উঃ কমিশনার।


34. পুর-কমিশনার কীভাবে নিযুক্ত হন?

উঃ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশে।


35. পুর-কমিশনারের কার্যকাল কত বছর?

উঃ ৬ বছর।


Bengali general knowledge, general knowledge in bengali, GK in bengali, bengali GK, GK questions in bengali, bengali gk question and answer

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad