বাংলা গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ | Primary & Upper Primary TET, SLST

 

Bengali synonymous word

আগত Primary TET & SLST এর পরীক্ষার জন্য বাছাই করে গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ গুলি আপনাদের কাছে নিয়ে এসেছি। আশা করা যায় এর বাইরে আসবে না। এখান থেকে কমন আসবেই, পরীক্ষার পরে মিলিয়ে নেবেন। এছাড়াও কোন টপিকের ওপর আপনাদের নোট লাগবে কমেন্টে জানাবেন। যদি আপনাদের কিছু ডাউট থাকে কমেন্টে জানাতে পারেন।

বাংলা গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ

◾অগ্নি : আগুন, হুতাশন, বৈশ্বানর, বিভাবসু, অনল,পাবক, বহ্নি, সর্বভুক।


◾জল : পানি, অম্বু, নীর, বারি, অপ, উদক, সলিল।

 

 ◾পৃথিবী : ভুবন, ধরণী, বসুন্ধরা, ভূ, ধরা, ধরিত্রী, মহী, অবনী।

 

 ◾সূর্য : রবি, মিহির, মার্তণ্ড, সহস্রাংশু, অর্ক, অংশুমালী, অরুণ, তপন, ভানু।

 

◾ চন্দ্র : শশী, মৃগাংক, শশাংক, সুধাকর, নিশাপতি, ইন্দু, বিধু, চাঁদ, সােম। 

 

 ◾সমুদ্র : সাগর, পাথার, বারীশ, সিন্ধু, বারিনিধি, পারাবার, রত্নাকর, অব্ধি।

 

 ◾পর্বত : গিরি, শৈল, অচল, ভূধর, অদ্রি, গােত্র, ধরাধর, নগ।

 

◾ আকাশ : গগন, অন্তরীক্ষ, অম্বর, ব্যোম, নভ।

 

 ◾নদী : স্রোতস্বিনী, তরঙ্গিনী, তটিনী, প্রবাহিনী, স্রোতস্বতী, কল্লোলিনী।

 

 ◾বন : কান্তার, অরণ্য, অটবী, কানন, গহন, বিপিন, জঙ্গল।


◾বায়ু : পবন, অনিল, সমীর, বাতাস, সমীরণ, মরুৎ, মারুত, হাওয়া।

 

◾অতিথি : আগন্তুক, গৃহাগত, অভ্যাগত।


◾অশ্ব : তুরঙ্গ, তুরঙ্গম, ঘােড়া, হয়, বাজী, ঘােটক।

◾অঙ্গ : গাত্র, কায়, তনু, কায়া, দেহ, বপু, কলেবর, শরীর।


◾অতি : নিরতিশয়, পরম, একান্ত, অধিক, উৎকর্ষ। 


◾অক্ষি  : চোখ, লােচন, নেত্র, নয়ন, আঁখি, চক্ষু, দর্শনেন্দ্রিয়।


◾অমৃত : পীযুষ, সুধা, অমিয়। 


◾আনন্দ : আমােদ, হর্য, প্রীতি, সন্তোষ, পুলক, আহ্লাদ, সুখ।


◾ইচ্ছা : মনােরথ, অভিলাষ, অভিপ্রায়,স্পৃহা, বাঞ্ছা,বাসনা। 


◾ঈশ্বর : বিধাতা, পরমেশ্বর, ঈশ, ভগবান, দেবতা, জগদীশ্বর, প্রভু, ধাতা। 


◾উত্তম : উপাদেয়, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট।


◾ঊষা : প্রাতঃ, প্রত্যুষ, সকাল, প্রভাত, ভাের।


◾ঋণ : কর্জ, ধার, দেনা।


◾কন্যা : নন্দিনী, পুত্রী, তনয়া, দুহিতা, মেয়ে, সূতা।


◾কর্ণ : শ্রোত্র, শ্রুতি, কান, শ্রবণেন্দ্রিয়।


◾কেশ : অলক, চিকুর, কুন্তল, চুল, শিরােরুহ।


◾খড়্গ : অসি, কৃপাণ, তরবারি, তলােয়ার।

◾গৃহ : নিকেতন, নিলয়, সদন, আলয়, ঘর, ভবন, আগার, আবাস।


◾গঙ্গা : জাহ্নবী, ভাগীরথী, সুরধুনী।


◾ছলনা : কপটতা, প্রতারণা,বঞ্চনা, শঠতা, ধোঁকা।


◾ঝড় : বাত্যা, প্রভঞ্জন, ঝটিকা।


◾ঝগড়া : বিবাদ, কলহ, বচসা, তর্কাতর্কি।

 

◾কিরণ : দীপ্তি, প্রভা, ঔজ্জ্বল্য, কর, জ্যোতি, রশ্মি, অংশু। 


◾ভ্রাতা : ভাই, সােদর, সহােদর, অগ্রজ, অনুজ।


◾দীন : দরিদ্র, গরিব, অকিঞ্চন, নিঃস্ব, দুঃখী।


◾তট : পুলিন, কুল, সৈকত, তীর, উপকূল, কিনারা।


◾তরঙ্গ : লহরী, ঢেউ, ঊর্মি।


◾দয়া : অনুকম্পা, করুণা, অনুগ্রহ।


◾ধনু : কোদণ্ড, কামুক, শাসন, চাপ। 


◾ধেনু : গরু, গাভী, গাে।


◾নারী : কামিনী, অঙ্গনা, ললনা, কান্তা, রমণী।


◾পদ্ম : কোকনদ, পঙ্কজ, শতদল, অরবিন্দ, উৎপল, সরসিজ, সরোজ।


◾পক্ষী : খগ, বিহঙ্গম, খেচর, শকুন্ত, পাখি, বিহগ, দ্বিজ, বিহঙ্গ।


◾বস্ত্র : কাপড়, বসন, পরিধেয়, আচ্ছাদন, পরিধান, বাস। 

◾বৃক্ষ : গাছ, তরু, পাদপ, বিটপী, মহীরুহ।


◾বিদ্যুৎ : চপলা, সৌদামিনী, তড়িৎ, চঞ্চলা, ক্ষণপ্রভা, বিজলী।


◾বিবাহ : পাণিপীড়ন, পাণিবন্ধন, পরিণয়, পাণিগ্রহণ, উদ্বাহ।


◾মাতা : মা, অম্বা, গর্ভধারিণী, প্রসবিনী, জননী, জন্মদাত্রী।

 

◾মেঘ : অভ্র, পর্জন্য, জীমূত, নীরদ, ঘন, জলধর, বারিদ।

◾মৃত্যু : নাশ, মরণ, স্বর্গলাভ, মহানিদ্রা, মহাপ্রয়াণ, মহাযাত্রা, নিধন, অন্ত।


◾মানুষ : মানব, নর, মনুষ্য, লোক।


◾রাজা : নৃপ, ক্ষিতিপাল, প্রজাপালক, অধিপতি, নৃপতি, ভূপতি, নরপতি, ভূপাল।


◾রাত্রি : নিশা, শর্বরী, ত্রিযামা, যামিনী, বিভাবরী, রজনী, রাত, ক্ষণদা।


◾লক্ষ্মী : শ্রী, সৌন্দর্য, শোভা, কমলা, রমা।


◾শত্রু : অরাতি, রিপু, বৈরী, অরি, বিপক্ষ, প্রতিপক্ষ।


◾সমূহ : রাশি, শ্রেণি, নিকর, নিচয়, আবলী, গম, সমুদায়, আবালি।


◾সর্প : সাপ, আশীবিষ, নাগ, পন্নগ, অহি, ফণী, ভুজগ, উরগ, ভুজঙ্গ।


◾স্বর্ন : সোনা, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হিরণ্য, অষ্টাপদ।

 

◾স্ত্রী : পত্নী, ভার্যা, সহধর্মিণী, বউ, জায়া, নারী, রমণী, বামা, কামিনী, ললনা।


◾হরিণ : কুরঙ্গম, কুরঙ্গ, মৃগ, কুরঙ্গক।


◾হস্তী : দন্তী, গজ, করী, দ্বিপ, করভ, হাতি, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দ্বিরদ।


◾শিব : মহাদেব, মহেশ্বর, চন্দ্রশেখর, উমাপতি, শঙ্কর, শম্ভু।


◾সরস্বতী : বাণী, বীণাপানি, বাগদেবী, সারদা, ভারতী, বিদ্যা।


 ◾মাথা : মস্তক, মুণ্ড, শির, বরাঙ্গ, শীর্ষ, চূড়া, অগ্রভাগ, উত্তমাঙ্গ।

আরও জানুন >>

কারক ও তাঁর শ্রেণীবিভাগ (link)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad