Daily Important Current Affairs in Bengali with extra details
Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি
Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন
না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ
সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে
উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ
Current Affairs গুলি দেখে নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন→
Q ➤ World River Day কবে পালন করা হয়?Ans ➤ প্রতি বছর সেপ্টেম্বরের 4র্থ রবিবার বিশ্ব নদী দিবস পালন করা হয়। 2022 সালে 25 সেপ্টেম্বর পড়েছে। নদীর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিবস পালন করা হয়। 2022 সালের থিম ❝ The importance of Rivers to Biodiversity❞.
Q ➤ ইয়েস ব্যাঙ্কের নতুন পার্ট-টাইম চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, তার নাম কি? Ans ➤ প্রাক্তন RBI ডেপুটি গভর্নর আর গান্ধী ইয়েস ব্যাঙ্কের পার্ট-টাইম চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। আর গান্ধী বর্তমানে একজন আর্থিক খাতের নীতি বিশেষজ্ঞ এবং উপদেষ্টা। তিনি 2014 থেকে 2017 পর্যন্ত তিন বছর RBI এর ডেপুটি গভর্নর ছিলেন।
Q ➤ কোন রাজ্যের মন্ত্রিসভা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য গৃহশিক্ষক প্রকল্পে সম্মতি দিয়েছে?Ans ➤ হিমাচল প্রদেশের মন্ত্রিসভা জাতীয় শিক্ষা নীতির অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য ❝আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন টিউটর স্কিম-2022❞ অনুমোদন করেছে। এই স্কিমটি প্রাথমিক বয়সে শিশুদের সুস্থ মস্তিষ্কের বিকাশ এবং বৃদ্ধি নিশ্চিত করার জন্য সাহায্য করবে।
Q ➤ কোন রাজ্যে ❝বাথুকাম্মা❞ ফুলের উৎসব শুরু হয়েছে?Ans ➤ সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যে বাথুকাম্মা ফুলের উৎসব শুরু হয়েছে। নয় দিনের বার্ষিক উৎসবে মহিলা এবং মেয়েরা বিশেষভাবে সাজানো ফুলের চারপাশে গান এবং নাচ করে। উৎসব শেষে স্থানীয় পুকুরে ফুলের বিসর্জন দেওয়া হয়। বাথুকাম্মা মানে ❝জীবনের দেবী❞।
Q ➤ কোন ব্যাংক ভারতীয় রুপিতে বাণিজ্য করার জন্য রাশিয়ার Gazprombank-এর সাথে একটি বিশেষ vostro অ্যাকাউন্ট খোলার জন্য RBI-এর অনুমোদন পেয়েছে?Ans ➤ UCO ব্যাঙ্ক ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির জন্য রাশিয়ার Gazprombank-এর সাথে একটি বিশেষ vostro অ্যাকাউন্ট খোলার জন্য RBI-এর অনুমোদন পেয়েছে। এর সাথে, এটি ভারতীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তির জন্য আরবিআই-এর অনুমোদন পাওয়া প্রথম ব্যাঙ্ক হয়ে উঠেছে।
Q ➤ আর্যদান মহম্মদ সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? Ans ➤ কেরালার প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেসের সিনিয়র নেতা আর্যদান মুহাম্মদ 2022 সালের সেপ্টেম্বরে প্রয়াত হয়েছেন। আর্যদান মুহম্মদ 8 বারের বিধায়ক ছিলেন এবং মালাপ্পুরম জেলার নীলাম্বুর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন।
Q ➤ কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যাক্তি প্রথম রানি দ্বিতীয় এলিজাবেথ পুরস্কার পেয়েছেন? Ans ➤ ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রাভারম্যান প্রথম রানি দ্বিতীয় এলিজাবেথ পুরস্কার পেয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যানকে প্রথমবারের মতো রানী এলিজাবেথ II ওমেন অফ দ্য ইয়ার পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হয়েছে। লন্ডনে এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস 2022 অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
Q ➤ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন কোন দেশের জাতীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের সাথে ভারতে অপরিশোধিত তেলের নিরাপত্তার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?Ans ➤ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন ব্রাজিল দেশের জাতীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের সাথে ভারতে অপরিশোধিত তেলের নিরাপত্তার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
Q ➤ কোন ভারতীয় লেখিকা Hermann Kesten award জিতেছেন?Ans ➤ ভারতীয় লেখিকা মীনা কান্দাসামি হারমান কেস্টেন পুরস্কার জিতেছেন। ভারতীয় লেখক ও কবি মীনা কান্দাসামি PEN আন্তর্জাতিক লেখক সমিতির জার্মান অধ্যায়ের হারমান কেস্টেন পুরস্কার জিতেছেন। জাতি ও জাতিগত নিপীড়নের থিম নিয়ে কাজ করার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। জার্মান ঔপন্যাসিক হারমান কেস্টেনের সম্মানে এর নামকরণ করা হয়েছে। প্রথম পুরস্কৃত করা হয়েছিল 1985 সালে।
Q ➤ চণ্ডীগড় বিমানবন্দরের নাম পরিবর্তন করে কোন স্বাধীনতা সংগ্রামীর নামে রাখা হবে?Ans ➤ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, চণ্ডীগড় বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহান স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং এর নামে রাখা হবে। পাঞ্জাব ও হরিয়ানা সরকার স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের নামে বিমানবন্দরের নামকরণ করতে সম্মত হয়েছে।
Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current
Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in
bengali, Question and Answers Bengali Current Affairs, Competitive
Exams Current Affairs