Daily Important Current Affairs in Bengali with extra details
Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি
Competitive Exams-এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন
না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ
সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে
উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ
Current Affairs গুলি দেখে নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন→
Q ➤ কে সম্প্রতি মাদাগাস্কারে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছে?Ans ➤ বান্দারু উইলসনবাবু সম্প্রতি মাদাগাস্কারে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। তিনি ইউরেশিয়া বিভাগে যুগ্ম সচিব হিসাবে কাজ করেছেন, তিনি রাষ্ট্রদূত অভয় কুমারের স্থলাভিষিক্ত হবেন।
Q ➤ লুইস ফ্লেচার সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?Ans ➤ তিনি একজন বিখ্যাত মার্কিন অভিনেত্রী ছিলেন। মার্কিন অভিনেত্রী লুইস ফ্লেচার, যিনি 1976 সালে অস্কার জিতেছিলেন। এছাড়াও তিনি একটি BAFTA এবং একটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছিলেন।
Q ➤ বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়?Ans ➤ বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয় 26 সেপ্টেম্বর। পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিবস পালন করা হয়। 2022 সালের থিম ❝Our planet, our Earth❞.
Q ➤ 2022 সাল পর্যন্ত সর্বোচ্চ বেতন বৃদ্ধি পেয়েছে কোন দেশে?Ans ➤ ভারত একমাত্র দেশ যেখানে 2022 সাল পর্যন্ত সর্বোচ্চ বেতন বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী, অন্যান্য দেশের তুলনায় ভারতই একমাত্র দেশ যেখানে 2022 সাল পর্যন্ত সর্বোচ্চ বেতন বৃদ্ধি পেয়েছে। Aon plc দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে, 2022 সালে বার্ষিক 10.6% বৃদ্ধির তুলনায় 2023 সালে ভারতে বেতন 10.4% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
Q ➤ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) – এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন?Ans ➤ ড. রাজীব বাহল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) – এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন।
Q ➤ INS সুনয়না কোথায় একটি বার্ষিক প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে?Ans ➤ INS সুনয়না Seychelles এ একটি বার্ষিক প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে। এটি কম্বাইন্ড মেরিটাইম ফোর্সের অপারেশন সাউদার্ন রেডিনেস বার্ষিক প্রশিক্ষণ মহড়ায় অংশগ্রহণ করবে। এটি সম্মিলিত সামুদ্রিক বাহিনীর মহড়ায় ভারতীয় নৌবাহিনীর জাহাজের প্রথম অংশগ্রহণ। এতে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য ও স্পেনের জাহাজ অংশগ্রহণ করবে।
Q ➤ IIFL Wealth Hurun 2022 রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী ব্যাক্তির নাম কি? Ans ➤ IIFL Wealth Hurun 2022 রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী ব্যাক্তি হলেন গৌতম আদানি। দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি এবং তৃতীয় স্থানে রয়েছেন সাইরাশ পুনাওয়ালা।
Q ➤ কোন দেশ 2023 ব্রিকস শীর্ষ সম্মেলন - এ সভাপতিত্ব করবে?Ans ➤ 2023 ব্রিকস শীর্ষ সম্মেলন - এ সভাপতিত্ব করবে দক্ষিণ আফ্রিকা।
Q ➤ সম্প্রতি কে ভারতের ইন্টিগ্রেটেড ক্রায়োজেনিক ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি উদ্বোধন করবেন?Ans ➤ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের ইন্টিগ্রেটেড ক্রায়োজেনিক ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি উদ্বোধন করবেন। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বেঙ্গালুরুতে ইন্টিগ্রেটেড ক্রায়োজেনিক ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি(ICMF) প্রতিষ্ঠা করেছে। এই সুবিধাটি ISRO-এর জন্য সমগ্র রকেট ইঞ্জিন তৈরির ব্যবস্থা করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ICMF উদ্বোধন করবেন, যেখানে 70 টিরও বেশি উচ্চ-প্রযুক্তি সরঞ্জাম উৎপাদন করা হবে।
Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current
Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in
bengali, Question and Answers Bengali Current Affairs, Competitive
Exams Current Affairs