Daily Important Current Affairs In Bengali with extra details
Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি
Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন
না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ
সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে
উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ
Current Affairs গুলি দেখে নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।
Q ➤ ন্যাশনাল অন্ত্যোদয় দিবস কবে পালন করা হয়?Ans ➤ অন্ত্যোদয় দিবস ভারতে প্রতি বছর ২৫ সেপ্টেম্বর পালিত হয়। এটি ভারতীয় নেতা পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীকে চিহ্নিত করে এবং তার জীবনকে স্মরণ করার জন্য তার সম্মানে পালিত হয়।
Q ➤ কোন দেশ 2023 সালে প্রথম Moto GP রেসের আয়োজন করবে?Ans ➤ ভারত 2023 সালে প্রথম Moto GP রেসের আয়োজন করবে। 2023 সালে গ্রেটার নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে ভারত তার প্রথম MotoGP ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেস আয়োজন করবে। এটিকে 'ভারতের গ্র্যান্ড প্রিক্স' বলা হবে। 19টি দেশের রাইডাররা অংশ নেবেন।
Q ➤ ভারতীয় রেল কোন সংস্থার তৈরি RTIS সিস্টেম ইনস্টল করতে চলেছে?Ans ➤ ভারতীয় রেল ঘোষণা করেছে যে, ইসরোর সহযোগিতায় তৈরি করা রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম(RTIS) ইন্সটল করছে লোকোমোটিভ ট্রেনে। এর সাহায্যে, ট্রেন কন্ট্রোল, ট্রেনের অবস্থান এবং গতি আরও ঘনিষ্ঠভাবে ট্র্যাক করতে সক্ষম হবে, কোনো ম্যানুয়াল হস্তক্ষেপ ছাড়াই।
Q ➤ সম্প্রতি কে হকি ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হলেন?Ans ➤ দিলীপ তিরকি, প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক এবং 1998 এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী দলের সদস্য, সর্বসম্মতিক্রমে 23 সেপ্টেম্বর 2022-এ হকি ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন। ইতিহাসে প্রথমবার, একজন প্রাক্তন ক্রীড়াবিদ এবং একজন অলিম্পিয়ান হকি ইন্ডিয়ার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
Q ➤ সম্প্রতি কে ICMR মহাপরিচালক নিযুক্ত হয়েছেন?Ans ➤ ডাঃ রাজীব বাহল ICMR মহাপরিচালক নিযুক্ত হয়েছেন। ডাঃ রাজীব বাহলকে তিন বছরের জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর মহাপরিচালক এবং স্বাস্থ্য গবেষণা বিভাগের সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। রাজীব বাহল বর্তমানে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করছেন।
Q ➤ ভারত ও কোন দেশের মধ্যে Sapta Kosi high dam project নির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে?Ans ➤ ভারত ও নেপালের মধ্যে Sapta Kosi high dam project -কে এগিয়ে নিতে সম্মত হয়েছে। সপ্ত কোসি উচ্চ বাঁধ একটি বহুমুখী প্রকল্প যা নেপালের সপ্তকোশি নদীতে নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এর লক্ষ্য দক্ষিণ-পূর্ব নেপাল এবং উত্তর বিহারে বন্যা নিয়ন্ত্রণ করা এবং জলবিদ্যুৎ উৎপাদন করা।
Q ➤ কে সম্প্রতি দুই দিনের ভার্চুয়াল কনফারেন্স ❝সিম্ফোন❞ চালু করেছেন?Ans ➤ পর্যটন ও সংষ্কৃতি কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি ভার্চুয়াল কনফারেন্স সিমফোন চালু করলেন। এটি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক দ্বারা আয়োজন করছে। এর লক্ষ্য উত্তর-পূর্ব অঞ্চলের পর্যটন খাতকে উত্সাহিত করা।
Q ➤ সম্প্রতি কাকে ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স(NCGG)-এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে?Ans ➤ গুজরাট ক্যাডারের অবসরপ্রাপ্ত ভারতীয় বন পরিষেবা অফিসার ভরত লালকে ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স (NCGG)-এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স প্রশাসনিক সংস্কার ও জনঅভিযোগ বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় নয়াদিল্লিতে এবং শাখা অফিস মুসৌরিতে অবস্থিত।
Q ➤ সম্প্রতি কে 2020-21-এর জন্য ন্যাশনাল সার্ভিস স্কিম পুরস্কার প্রদান করেছেন?Ans ➤ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2020-21-এর জন্য ন্যাশনাল সার্ভিস স্কিম(NSS) পুরস্কার প্রদান করেছেন। মোট 42টি পুরস্কার দেওয়া হয়েছে। 2টি বিশ্ববিদ্যালয়, 10টি এনএসএস ইউনিট, তাদের প্রোগ্রাম অফিসার এবং 30 জন এনএসএস স্বেচ্ছাসেবককে পুরস্কৃত করা হয়েছে। NSS হল একটি কেন্দ্রীয় সেক্টর স্কিম যা 1969 সালে স্বেচ্ছাসেবী সম্প্রদায় পরিষেবার মাধ্যমে ছাত্রদের ব্যক্তিত্ব বিকাশের লক্ষ্যে চালু করা হয়েছিল।
Q ➤ বুকার পুরস্কার বিজয়ী হিলারি ম্যান্টেল ৭০ বছর বয়সে প্রয়াত হয়েছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?Ans ➤ তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন। 2009 সালে "উলফ হল" এবং 2012 সালে এর সিক্যুয়াল "ব্রিং আপ দ্য বডিস" এর জন্য দুবার বুকার পুরস্কার জিতেছিল। সর্বাধিক বিক্রিত উলফ হল ট্রিলজির লেখক ডেম হিলারি ম্যান্টেল 70 বছর বয়সে মারা গেছেন।
Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current
Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in
bengali, Question and Answers Bengali Current Affairs, Competitive
Exams Current Affairs