Daily Important Current Affairs in Bengali with extra details
Table Of Content (toc)
Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন →
❝সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস❞ নামে বই প্রকাশ
◾প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বইটি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচিত বক্তৃতার একটি সংগ্রহ 23 সেপ্টেম্বর, 2022-এ নতুন দিল্লির আকাশবাণী ভবনে প্রকাশিত হয়েছিল। বইটির নাম 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস রাখা হয়েছে।
দিল্লির AIIMS -এ নতুন ডিরেক্টর
◾কেন্দ্রীয় সরকার ডাঃ এম শ্রীনিবাসকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) দিল্লির ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে। তিনি পাঁচ বছরের জন্য নিযুক্ত হয়েছেন।
রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি এবং কাউন্সিল ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ উভয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
◾রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি এবং কাউন্সিল ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। উভয়েই লিগ্যাসা প্রোগ্রামে একসাথে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। একটি ভারত-ব্যাপী আউটরিচ প্রোগ্রাম যা স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে রাসায়নিক বিজ্ঞানের প্রচারের জন্য ডিজাইন করা হয়েছে।
ভারতের প্রতিটি গ্রামে 4G ও 5G সংযোগ
◾ভারত প্রতিটি গ্রামে 4G এবং 5G পরিষেবার শেষ মাইল অ্যাক্সেসযোগ্যতা নিশ্চিত করার জন্য $30 বিলিয়ন বিনিয়োগ করবে। সরকার বর্তমানে একটি ইন্টারেক্টিভ ফ্রেমওয়ার্ক তৈরি করতে নতুন টেলিকম বিল, ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল এবং 2000 সালের আইটি আইন সমন্বিতভাবে 3-4টি আইনের দিকে নজর দিচ্ছে।
Arogya Manthan – এর উদ্বোধন
◾স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া 25 সেপ্টেম্বর 2022-এ "আরোগ্য মন্থন 2022" এর উদ্বোধন করবেন। জন আরোগ্য যোজনা (AB PM-JAY) বাস্তবায়নের চার বছর উদযাপন করার জন্য এটি উদ্বোধন করা হবে। PM-JAY 23 সেপ্টেম্বর 2018-এ চালু করা হয়েছিল 10.74 কোটিরও বেশি দরিদ্র এবং দুর্বল পরিবারকে প্রতি বছর প্রতি পরিবারে 5 লাখ পর্যন্ত স্বাস্থ্য ভাতা দেওয়া হয়।
G-4 and BRICS মিটিং
◾ডাঃ এস জয়শঙ্কর G-4 এবং ব্রিকস মিটিংয়ে অংশ নিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2022 সালের সেপ্টেম্বরে বিদেশ মন্ত্রীদের G-4 বৈঠকে অংশ গ্রহণ করেছেন। তিনি 22শে সেপ্টেম্বর, 2022-এ ব্রিকস এর পররাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রীদের বৈঠকেও অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী ড. নালেদি পান্ডোর।
লেহ ব্যাঙ্কিং এর কার্যক্রম 100 শতাংশ ডিজিটাইজেশন অর্জন করেছে।
◾লাদাখের লেহ জেলা ব্যাঙ্কিং কার্যক্রমের 100 শতাংশ ডিজিটালাইজেশন অর্জন করেছে। লেহ জেলা এক বছরের অল্প সময়ের মধ্যে সমস্ত অপারেটিং ব্যাঙ্কের ডিজিটাইজেশন সম্পন্ন করেছে। লেহ গড়ে প্রায় 3500 মিটার উচ্চতায় অবস্থিত।
Hamar Beti-Hamar Maan ক্যাম্পেইন
◾ছত্তিশগড় সরকার ‘হামার বেটি হামার মান’ প্রচার শুরু করবে
ছত্তিশগড় সরকার নারীদের নিরাপত্তা এবং সমাজে তাদের ক্ষমতায়নের উদ্বেগের কথা মাথায় রেখে রাজ্যে ‘হামার বেটি-হামার মান’ প্রচারণা ঘোষণা করেছে। এই ক্যাম্পেইনের আওতায় মেয়েদের আইনগত অধিকার, ভালো স্পর্শ-খারাপ স্পর্শ, যৌন অপরাধসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সম্পর্কে পড়ানো হবে।
সিকিম ভারতের প্রথম তুষারপাত নিরীক্ষণের রাডার স্থাপন
◾ভারতীয় সেনাবাহিনী এবং ডিফেন্স জিওইনফরমেটিক্স অ্যান্ড রিসার্চ এস্টাব্লিশমেন্ট যৌথভাবে উত্তর সিকিমে অ্যাভাল্যাঞ্চ মনিটরিং রাডার স্থাপন করেছে। এটি তিন সেকেন্ডের মধ্যে তুষারপাত শনাক্ত করার ক্ষমতা রাখে এবং সেনা ও বেসামরিকদের মূল্যবান জীবন বাঁচাতে সহায়তা করবে। তুষারপাত ছাড়াও এটি ভূমিধস শনাক্ত করতে পারে।আসাম রাজ্য সরকার রাজ্যে জল দূত নিযুক্ত করবে
◾আসাম সরকার জল সংরক্ষণ এবং সম্পর্কিত বিষয়ে সচেতনতা তৈরি করতে রাজ্যে 2.5 লক্ষ জল দূতকে নিযুক্ত করবে। নবম থেকে দশম শ্রেণীর 10 জন ছাত্রকে মিশনের প্রতিটি প্রকল্পে জল দূত হিসাবে নিযুক্ত করা হবে। নির্বাচিত ছাত্ররা জল, স্যানিটেশন এবং স্বাস্থ্য বিষয়ক দুই দিনের কর্মশালার পাশাপাশি কমিউনিটি জড়িত থাকবে।
Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in bengali, Question and Answers Bengali Current Affairs, Competitive Exams Current Affairs
Current Affairs – 22 September 2022 (link)