Daily Bangla Current Affairs- 22 September 2022 | Questions & Answer extra details
AdminSeptember 22, 2022
0
Daily important Current Affairs in Bengali | Questions and Answer with
extra details
Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি
Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন
না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ
সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার
চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে
নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন→
Q ➤ আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালন করা হয়?Ans ➤ প্রতি বছর 21শে সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়। এটি সমস্ত জাতির মানুষের মধ্যে শান্তির আদর্শকে শক্তিশালী করার জন্য এই দিনটি পালন করা হয়। এটি 1981 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 2022 এর থিম ❝End racism, Build peace❞।
Q ➤ SAFF Women's Championship 2022 কোন দেশ জয়লাভ করেছে?Ans ➤ নেপালকে হারিয়ে SAFF Women's Championship 2022 শিরোপা জিতেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ তার প্রথম SAFF মহিলা চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। ফাইনালে নেপালকে 3-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। 5 ম্যাচে 8 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। এটি ছিল টুর্নামেন্টের 6 তম সংস্করণ যা নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল।
Q ➤ প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা বাড়ানোর জন্য ভারত ও কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক MoU স্বাক্ষরিত হয়েছে?Ans ➤ ভারত ও মিশর দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এতে স্বাক্ষর করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজন্থ সিং, যিনি কায়রোতে দুই দিনের সফরে আছেন এবং তার মিশরীয় প্রতিপক্ষ জেনারেল মোহাম্মদ জাকি। ভারত ও মিশরের প্রতিরক্ষা শিল্পের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাবগুলি চিহ্নিত করতেও সম্মত হয়েছে।
Q ➤ 2023 সালের অস্কারের জন্য ভারতের কোন চলচিত্র আনুষ্ঠানিক প্রবেশ হিসাবে নির্বাচিত হয়েছে?Ans ➤ গুজরাটি ফিল্ম ❝Chhello Show❞ 2023 95তম অস্কার পুরস্কারের জন্য আনুষ্ঠানিক প্রবেশ হিসাবে নির্বাচিত হয়েছে। এই ছবির নাম লাস্ট ফিল্ম শো ইন ইংলিশ এবং এটি পরিচালনা করেছেন প্যান নলিন।
Q ➤ জনপ্রিয় ব্যাক্তি রাজু শ্রীবাস্তব সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?Ans ➤ জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব সম্প্রতি মারা গিয়েছেন। রাজু শ্রীবাস্তব দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ, কমেডি সার্কাস, দ্য কপিল শর্মা শো, শক্তিমান ইত্যাদির অংশ ছিলেন। তিনি, ম্যায়নে পেয়ার কিয়া, তেজাব, বাজিগর এবং আরও অনেক কিছুর মতো বলিউডের ছবিতেও অভিনয় করেছেন। সম্প্রতি ভারতের লাফটার চ্যাম্পিয়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেখা গেছে তাকে।
Q ➤ World Alzheimer's Day কবে পালন করা হয়?Ans ➤ World Alzheimer's দিবস 21 সেপ্টেম্বর পালন করা হয়। এটি একটি প্রগতিশীল মস্তিষ্কের রোগ যার ফলে স্মৃতিশক্তি এবং চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এটি মস্তিষ্কের কোষগুলিকে ধ্বংস করে যা স্মৃতিশক্তি হ্রাস, স্মৃতির পরিবর্তন, অনিয়মিত আচরণ এবং শরীরের কার্যকারিতা হ্রাস করে। বিশ্ব আলঝেইমার 2022 এর থিম - ❝ Know dementia, Know Alzheimer's❞।
Q ➤ সম্প্রতি উত্তর চ্যানেল অতিক্রমকারী ভারতের সবচেয়ে বয়স্ক ব্যাক্তির নাম কি? Ans ➤ আসামের সাঁতারু এলভিস আলি হাজারিকা নর্থ চ্যানেল পেরিয়ে প্রথম অসমিয়া হয়ে উঠেছেন। এছাড়াও তিনি ভারতের সবচেয়ে বয়স্ক সাঁতারু যিনি নর্থ চ্যানেল সাঁতার কেটেছেন। উত্তর চ্যানেল হল উত্তর-পূর্ব উত্তর আয়ারল্যান্ড এবং দক্ষিণ-পশ্চিম স্কটল্যান্ডের মধ্যবর্তী প্রণালী।
Q ➤ সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড 20 সেপ্টেম্বর 2022 কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে?Ans ➤ সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড 20 সেপ্টেম্বর 2022 11তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। SECI হল নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের একটি সংস্থা, যা জাতীয় সৌর মিশন বাস্তবায়নের সুবিধার্থে প্রতিষ্ঠিত। এটি একমাত্র কেন্দ্রীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং যা সৌর শক্তি সেক্টরে নিবেদিত। এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত।
Q ➤ সম্প্রতি টেস্ট ক্রিকেট খেলা থেকে অবসর ঘোষণা করেছেন রুবেল হোসেন, তিনি কোন দেশের নাগরিক?Ans ➤ সম্প্রতি টেস্ট ক্রিকেট খেলা থেকে অবসর ঘোষণা করেছেন রুবেল হোসেন, তিনি বাংলাদেশের নাগরিক।
Q ➤ সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মারাঠা সংরক্ষণ সংক্রান্ত একটি সাব-কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন?Ans ➤ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মারাঠা সংরক্ষণ সংক্রান্ত একটি সাব-কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন। রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষামন্ত্রী চন্দ্রকান্ত পাতিলের নেতৃত্বে 6 সদস্যের এই কমিটির নেতৃত্ব দেবেন। সম্প্রদায়ের অবস্থার উপর রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশন থেকে প্রাপ্ত রিপোর্টের উপর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করবে।
Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current
Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in
bengali, Question and Answers Bengali Current Affairs, Competitive
Exams Current Affairs