Bangla Current Affairs - 20 & 21 September 2022 | Question and Answer
AdminSeptember 21, 2022
0
Question and Answer Bengali Current Affairs with extra details
Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি
Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন
না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ
সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে
উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ
Current Affairs গুলি দেখে নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন
→
Q ➤ Durand Cup 2022 কোন দল জিতেছে?Ans ➤ Bengaluru FC মুম্বাই সিটি এফসিকে হারিয়ে Durand Cup 2022 জয়লাভ করেছে। 2022-এ এটি 131তম সংস্করণ। 2022 ডুরান্ড কাপ প্রথমবারের মতো তিনটি রাজ্য জুড়ে খেলা হয়েছিল। কলকাতা, গুয়াহাটি এবং ইম্ফল 16ই আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর 2022 পর্যন্ত খেলা হয়েছিল। প্রথম ডুরান্ড কাপ হয়েছিল 1888 সালে।
Q ➤ বজরং পুনিয়া World Wrestling Championship 2022 – এ কিসের পদক জিতেছেন?Ans ➤ বজরং পুনিয়া World Wrestling Championship 2022 – এ ব্রোঞ্জ জিতেছেন। 18 সেপ্টেম্বর 2022 তারিখে বজরং পুনিয়া বেলগ্রেডে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের 65 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে। প্রথম ভারতীয় হিসাবে বজরং পুনিয়া বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে 4টি পদক জিতেছেন। তিনি পুয়ের্তো রিকোর সেবাস্তিয়ান রিভেরাকে 11-9 এ পরাজিত করে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করেছেন। এর আগে 14 সেপ্টেম্বর, ভিনেশ ফোগাট মহিলাদের 53 কেজি প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিলেন।
Q ➤ সম্প্রতি কোন রাজ্য সরকার ST-এর জন্য সংরক্ষণ 6% থেকে বাড়িয়ে 10% করেছে?Ans ➤ তেলেঙ্গানা সরকার ST-এর জন্য সংরক্ষণ বর্তমান 6% থেকে বাড়িয়ে 10% করেছে। এছাড়াও উপজাতিদের জন্য গিরিজানা বন্ধু প্রকল্পও বাস্তবায়ন করা হয়েছ। এই প্রকল্পের অধীনে, রাজ্যের প্রতিটি আদিবাসী পরিবারকে তাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য 10 লক্ষ টাকা দেওয়া হবে।
Q ➤ ভারতের প্রথম স্বচ্ছ সুজল প্রদেশ এর নাম কি?Ans ➤ ভারতের প্রথম স্বচ্ছ সুজল প্রদেশ এর নাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ভারতের প্রথম স্বচ্ছ সুজল প্রদেশ হিসাবে ঘোষণা করেছেন। বর্তমানে আন্দামান ও নিকোবর দ্বীপের সমস্ত গ্রাম হর ঘর জল হিসাবে শংসাপত্রিত হয়েছে।
Q ➤ জম্মু ও কাশ্মীর, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কাশ্মীরের পুলওয়ামায় কত ফুট লম্বা একটি জাতীয় পতাকা জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন?Ans ➤ জম্মু ও কাশ্মীর, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা 18 সেপ্টেম্বর 2022-এ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় 120 ফুট লম্বা একটি জাতীয় পতাকা জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এছাড়াও তিনি জেলায় 9.11 কোটি টাকার বিভিন্ন যুব-ভিত্তিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
Q ➤ আন্তর্জাতিক রেড পান্ডা দিবস কবে পালন করা হয়?Ans ➤ প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার আন্তর্জাতিক রেড পান্ডা দিবস পালিত হয়। 2022 সালে, এই দিনটি 17 সেপ্টেম্বর পড়েছে। রেড পান্ডা সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে এই দিনটিকে স্মরণ করা হয়। রেড পান্ডারা ভারত, নেপাল, ভুটান, উত্তর মায়ানমার এবং মধ্য চীনের বৃষ্টির পাহাড়ি বনের আদি নিবাস। এই দিনটি 2010 সালে প্রথম পালিত হয়েছিল।
Q ➤ দেবেন্দ্র ঝাঝারিয়া ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে কি পদক জিতেছেন?Ans ➤ দেবেন্দ্র ঝাঝারিয়া ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে রৌপ্য জিতেছেন ভারতীয় জ্যাভলিন নিক্ষেপকারী এবং প্যারালিম্পিকের স্বর্ণপদক বিজয়ী দেবেন্দ্র ঝাঝারিয়া 17 সেপ্টেম্বর 2022 তারিখে মরক্কোতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে রৌপ্য পদক জিতেছেন। দেবেন্দ্র রৌপ্য পদক জিততে ৬০.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেছেন। দেবেন্দ্র তিনবারের প্যারালিম্পিক পদক বিজয়ী। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 15 থেকে 17 সেপ্টেম্বর 2022 পর্যন্ত মরক্কোতে অনুষ্ঠিত হয়েছিল।
Q ➤ কোন রাজ্য NITI আয়োগের মতো প্রতিষ্ঠান স্থাপন করতে চলেছে?Ans ➤ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নীতি আয়োগের আদলে একটি প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছেন। বিস্তৃত তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন ক্ষেত্রে অধ্যয়নকৃত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিষ্ঠানটি স্থাপন করা হবে। NITI Aayog কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ জননীতি থিঙ্ক ট্যাঙ্ক। 2015 সালে স্থাপিত হয়েছিল।
Q ➤ কাকে সম্প্রতি UNICEF Goodwill Ambassador হিসেবে নিয়োগ নিয়োগ করা হয়েছে?Ans ➤ জলবায়ু কর্মী ভেনেসা নাকাতেকে UNICEF Goodwill Ambassador হিসেবে নিয়োগ নিয়োগ করা হয়েছে। 25 বছর বয়সী উগান্ডার জলবায়ু কর্মী ভেনেসা নাকাতে ইউনিসেফের নতুন শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের জন্য জলবায়ু ন্যায়বিচারের জন্য তার অসামান্য বিশ্বব্যাপী সমর্থনের জন্য ইউনিসেফ দ্বারা স্বীকৃত হয়েছেন। ইউনিসেফ এর সদর দপ্তর- নিউইয়র্ক।
Q ➤ সম্প্রতি তামিলনাড়ুর কোন স্থান পাখি অভয়ারণ্য হিসেবে ঘোষনা করা হয়েছে?Ans ➤ তামিলনাড়ুর নাঞ্জারায়ন ট্যাঙ্ক পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ু সরকার তিরুপুর জেলার নাঞ্জারায়ন ট্যাঙ্কে একটি পাখির অভয়ারণ্য স্থাপনের আদেশ জারি করেছে। এটি তামিলনাড়ুর 17 তম পাখি অভয়ারণ্য হবে। এর আগে 2021 সালের ডিসেম্বরে, রাজ্য সরকার ভিলুপুরমের কাছে অবস্থিত কাজুভেলি জলাভূমিকে কাজুভেলি পাখি অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছিল।
Q ➤ গ্লোবাল ক্লিন এনার্জি অ্যাকশন ফোরামে প্রতিনিধি দলের ভারতের হয়ে কে নেতৃত্ব দেবেন?Ans ➤ কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং গ্লোবাল ক্লিন এনার্জি অ্যাকশন ফোরামে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় 21 থেকে 23 সেপ্টেম্বর 2022 পর্যন্ত ক্লিন এনার্জি মিনিস্ট্রিয়াল এবং মিশন ইনোভেশন এর যৌথ আহ্বানে অংশ নেবেন।
Q ➤ সামুদ্রিক মহড়া ❝JIMEX❞ কোন কোন দেশের মধ্যে হয়?Ans ➤ জাপান ও ভারতের মধ্যে এই সামুদ্রিক মহড়া হয়। 2022-এ এটি ষষ্ঠ সংস্করণ। মেরিটাইম এক্সারসাইজ JIMEX-এর 6তম সংস্করণ 17 সেপ্টেম্বর 2022-এ বঙ্গোপসাগরে শেষ হয়েছে।
Q ➤ শিক্ষার্থীদের উপর চাপ কমানোর জন্য কোন রাজ্য সরকার সপ্তাহে অন্তত একবার বাধ্যতামূলক খেলার সময় ❝no-bag day❞ নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে?Ans ➤ শিক্ষার্থীদের উপর চাপ কমানোর জন্য বিহার সরকার সপ্তাহে অন্তত একবার বাধ্যতামূলক খেলার সময় সহ স্কুলগুলিতে একটি 'নো-ব্যাগ ডে' নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের এই নতুন উদ্যোগটি জাতীয় শিক্ষা নীতি 2020-এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current
Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in
bengali, Question and Answers Bengali Current Affairs, Competitive
Exams Current Affairs