ভারতের ইতিহাসে বিভিন্ন রাজবংশের নাম, সময়কাল, প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা

Dear Students,

আজকের অলোচ্য বিষয় ভারতের ইতিহাসে বিভিন্ন রাজবংশের নাম, সময়কাল, প্রতিষ্ঠাতা, শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা সম্পর্কে ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে "Names of different dynasties in Indian history, founders, last kings and greatest kings" সম্পর্কে  আলোচনা করা হল।

বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয়  এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)

রাজবংশ সময়কাল প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা শেষ রাজা
হর্ষঙ্ক বংশ আনুমানিক 542-412 খ্রি.পূ. বিম্বিসার অজাতশত্রু নাগদশক
শিশুনাগ বংশ আনুমানিক 412-344 খ্রি. পূ. শিশুনাগ কালাশোক মহানন্দিন
নন্দবংশ আনুমানিক 344-321 খ্রি.পূ. মহাপদ্মনন্দ ধননন্দ ধননন্দ
মৌর্য বংশ আনুমানিক 321-187/185 খ্রি.পূ. চন্দ্রগুপ্ত মৌর্য অশোক বৃহদ্রথ
শুঙ্গ বংশ আনুমানিক 185-75 খ্রি. পূ. পুষ্যমিত্র শুঙ্গ পুষ্যমিত্র শুঙ্গ দেবভূতি
সাতবাহন বংশ আনুমানিক 230 খ্রি.পূ. - 220 খ্রি. সিমুক গৌতমীপুত্র সাতকর্ণি যজ্ঞশ্রী সাতকর্ণি
কুষাণ বংশ 30-375 খ্রি. কুজুল কদ্‌ফিসেস কণিষ্ক দ্বিতীয় বাসুদেব
গুপ্ত বংশ 320-550 খ্রি. শ্রীগুপ্ত সামুদ্রগুপ্ত বিষ্ণুগুপ্ত
পুষ্যভূতি বংশ ষষ্ঠ শতাব্দী থেকে 647 খ্রি. প্রভাকরবর্ধন হর্ষবর্ধন হর্ষবর্ধন
পাল বংশ 750-1162 খ্রি. গোপাল দেবপাল গোবিন্দ পাল
সেন বংশ 1095-1230 খ্রি. হেমন্ত সেন বিজয় সেন কেশব সেন
প্রতিহার বংশ ষষ্ঠ শতাব্দী থেকে 1036 খ্রি. হরিচন্দ্র মিহির ভোজ যশপাল
বাতাপির চালুক্য 543-746 খ্রি. প্রথম পুলকেশী প্রথম পুলকেশী দ্বিতীয় কীর্তিবর্মন
রাষ্ট্রকূট বংশ 753-973/982 খ্রি. দন্তিদূৰ্গ তৃতীয় গোবিন্দ চতুর্থ অমোঘবর্ষ
কাশ্মির পল্লব বংশ দ্বিতীয় শতাব্দী - নবম শতাব্দী সিংহবিষ্ণু প্রথম নরসিংহবর্মন অপরাজিত বর্মন
চোল বংশ আনুমানিক 800 খ্রি. -1250 খ্রি. প্রথম ঐতিহাসিক রাজা কারিকল। পুঃনপ্রতিষ্ঠা করেন বিজয়ালয় চোল প্রথম রাজেন্দ্র চোল তৃতীয় রাজেন্দ্র চোল
চান্দেল্লা বংশ দশম থেকে ত্রয়োদশ শতাব্দী নানুক যশোবর্মন ____
দাস বংশ 1206-1290 খ্রি. কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিস মইজউদ্দিন কায়কোবাদ
খলজি বংশ 1290-1320 খ্রি. জালালউদ্দিন আলাউদ্দিন খলজি কুতুবউদ্দিন মুবারক শাহ
তুঘলক বংশ 1320-1413 খ্রি. গিয়াসউদ্দিন তুঘলক ফিরোজ শাহ তুঘলক নাসিরউদ্দিন মামুদ শাহ তুঘলক
সৈয়দ বংশ 1414-1451 খ্রি. খিজির খাঁ মোবারক শাহ আলাউদ্দিন আলম শাহ
লোদি বংশ 1451-1526 খ্রি. বহলুল লোদি সিকন্দর লোদি ইব্রাহিম লোদি
সুর বংশ 1540-1556 খ্রি. শেরশাহ সুরি শেরশাহ সুরি আদিল শাহ সুরি
মুঘল 1526-1857 খ্রি. বাবর আকবর দ্বিতীয় বাহাদুর শাহ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad