আজকের অলোচ্য বিষয় বিশ্বের প্রধান প্রধান মরুভূমির নাম এবং তাদের অবস্থান সম্পর্কে ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে "World's Major Desert Names and Their Locations" সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
মরুভূমির নাম | দেশ/মহাদেশ |
---|---|
সাহারা মরুভূমি | উত্তর আফ্রিকা |
কালাহারি মরুভূমি | দক্ষিণ আফ্রিকা |
আরবীয় মরুভূমি | মধ্য-পূর্ব এশিয়া |
থর মরুভূমি | ভারত/পাকিস্তান |
গোবি মরুভূমি | চিন/মঙ্গোলিয়া |
তাকলামাকান মরুভূমি | চিন |
প্যাটাগোনিয়া মরুভূমি | আর্জেন্টিনা |
কলোরাডো মরুভূমি | কালিফোর্নিয়া প্রদেশ |
আটাকামা মরুভূমি | চিলি-পেরু সীমান্ত |
সেনোরান মরুভূমি | দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র |
হু হিয়ান হুয়ান মরুভূমি | মেক্সিকো |
কিজুলকুম মরুভূমি | পশ্চিম এশিয়া |
গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি | অস্ট্রেলিয়া |
গ্রেট স্যান্ডি মরুভূমি | অস্ট্রেলিয়া |
গিবসন মরুভূমি | অস্ট্রেলিয়া |