আজকের অলোচ্য বিষয় ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধি বা চুক্তি গুলি সম্পর্কে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই। নিম্নে Important historical treaties or agreements in the history of India সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Competitive Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
সন্ধি বা চুক্তির নাম | সাল | কদের মধ্যে হয়েছিল |
---|---|---|
আলিনগরের সন্ধি | 1757 | সিরাজ-উদ-দৌল্লা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি |
সলবাই সন্ধি | 1782 | মারাঠা ও ইংরেজ |
ম্যাঙ্গালোর সন্ধি | 1784 | ইংরেজ ও টিপু সুলতান |
ওয়ার্নার সন্ধি | 1731 | দ্বিতীয় শম্ভুজী ও শাহ্ |
সুরাটের সন্ধি | 1775 | ইংরেজ ও মারাঠা |
মাদ্রাজ সন্ধি | 1769 | হায়দার আলি ও ইংরেজ |
বেসিনের সন্ধি | 1802 | পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজ |
ত্ৰিশক্তি চুক্তি | 1787 | মারাঠা, নিজাম ও ইংরেজ |
ইয়ান্দাবুর সন্ধি | 1826 | ইংরেজ ও ব্রহ্মরাজ |
পুরন্দর সন্ধি | 1776 | মারাঠা ও ইংরেজ |
শ্রীরঙ্গপত্তনমের সন্ধি | 1792 | ইংরেজ ও টিপু সুলতান |
সগৌলির সন্ধি | 1816 | নেপালরাজ ও ইংরেজ |
অমৃতসরের সন্ধি | 1809 | চার্লস মেটাকফ ও রঞ্জিত সিংহ |
লাহোরের সন্ধি | 1846 | শিখ ও ইংরেজ |
লক্ষ্ণৌ চুক্তি | 1916 | কংগ্রেস ও মুসলিম লীগ |
গণ্ডমার্কের সন্ধি | 1877 | আফগান ও ইংরেজ |
পুনা চুক্তি | 1932 | বি.আর. আম্বেদকর ও মহাত্মা গা |
গান্ধী ও আরউইন চুক্তি | 1931 | গান্ধী ও আরউইন |