আজকের অলোচ্য বিষয় ব্রিটিশ আমলে ভারতে সংঘটিত কৃষক বিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি Competitive Exams এবং অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিম্নে Peasant revolts in India during the British period সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Competitive Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
বিদ্রোহের নাম | বিদ্রোহের সময় | বিদ্রোহের স্থান | বিদ্রোহের নেতা |
---|---|---|---|
নীল বিদ্রোহ | 1859-60 | বাংলা | বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস |
পারলাকিমেড়ি বিদ্রোহ | 1829-35 | ওড়িশা | জগন্নাথ গজপতি এবং নারায়ণ রাও |
পাবনা বিদ্রোহ | 1873-76 | বাংলা | ঈশানচন্দ্র রায়, শম্ভু পাল এবং খোদি মোল্লাহ |
রামোসি বিদ্রোহ | 1879 | মহারাষ্ট্র | বাসুদেব বলবন্ত ফাড়কে |
চম্পারণ সত্যাগ্রহ | 1917 | বিহার | মহাত্মা গান্ধি |
খেদা আন্দোলন | 1918 | গুজরাত | মহাত্মা গান্ধি এবং বল্লভভাই প্যাটেল |
মোপলা বিদ্রোহ | 1921 | কেরালা | সৈয়দ আলি এবং সৈয়দ ফাজল |
বরদৌলি সত্যাগ্রহ | 1928 | গুজরাত | বল্লভভাই প্যাটেল |
তেভাগা আন্দোলন | 1946 | বাংলা | অজিত বসু, বিষ্ণু চট্টোপাধ্যায় এবং ইলা মিত্র |
তেলেঙ্গানা বিদ্রোহ | 1946-51 | অন্ধ্রপ্রদেশ | পি সুন্দরাইয়া |
ইউ.পি. কৃষক সভা বিদ্রোহ | 1918 | উত্তরপ্রদেশ | ইন্দ্রনারায়ণ দ্বিবেদী এবং গৌরিশঙ্কর মিশ্র |
অবধ কৃষক সভা বিদ্রোহ | 1920 | উত্তরপ্রদেশ | বাবা রামচন্দ্র এবং জওহরলাল নেহরু |
ইকা বিপ্লব | 1921-22 | উত্তরপ্রদেশ | মাদারি পাসি |
ফরেস্ট সত্যাগ্রহ | 1931 | দক্ষিণ ভারত | এন.ভি. রামানাইডু এবং এন.জি. রাঙ্গা |
সারা ভারত কৃষক সভা | 1936 | লক্ষ্ণৌ | স্বামী সহজানন্দ |