আজকের অলোচ্য বিষয় বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থার নাম, সদর দপ্তর এবং প্রতিষ্ঠা সাল ছকের তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই। নিম্নে Name, headquarters and year of establishment of important organisation in the World সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Competitive Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
সংস্থার নাম | সদর দপ্তর | প্রতিষ্ঠা সাল |
---|---|---|
UN (ইউনাইটেড নেশনস) | নিউইয়র্ক, আমেরিকা | 1945 |
UNDP (United Nations Development Programme) | নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | 1965 |
UNICEF (ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমারজেন্সি ফান্ড) | নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | 1946 |
IMF (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড) | ওয়াশিংটন ডি সি, মার্কিন যুক্তরাষ্ট্র | 1945 |
WB (ওয়ার্ল্ড ব্যাংক) | ওয়াশিংটন ডি সি, মার্কিন যুক্তরাষ্ট্র | 1944 |
IBRD (ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অফ রিকনস্ট্রাকশন) | ওয়াশিংটন ডি সি, মার্কিন যুক্তরাষ্ট্র | 1944 |
IDA (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন) | ওয়াশিংটন ডি সি, মার্কিন যুক্তরাষ্ট্র | 1960 |
NASA (ন্যাশনাল এরোনেটিক্স এন্ড দ্য স্পেস অ্যাডমিনিস্ট্রেশান) | ওয়াশিংটন ডি সি, মার্কিন যুক্তরাষ্ট্র | 1958 |
ILO (ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন) | জেনেভা, সুইজারল্যান্ড | 1919 |
WHO (ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন) | জেনেভা, সুইজারল্যান্ড | 1948 |
WMO (ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন) | জেনেভা, সুইজারল্যান্ড | 1950 |
UNCTAD (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট) | জেনেভা, সুইজারল্যান্ড | 1946 |
WTO (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) | জেনেভা, সুইজারল্যান্ড | 1995 |
GATT (জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস্ এন্ড ট্রেড) | জেনেভা, সুইজারল্যান্ড | 1947 |
UNHCR (ইউনাইটেড নেশনস্ হাই কমিশনার ফর রিফিউজি | জেনেভা, সুইজারল্যান্ড | 1950 |
ICRC(ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রশ) | জেনেভা, সুইজারল্যান্ড | 1963 |
UNESCO (ইউনাইটেড নেশনস এডুকেশনল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন) | প্যারিস, ফ্রান্স | 1945 |
FAO (ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন) | রোম, ইতালি | 1945 |
IAEA (ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি) | ভিয়েনা, অস্ট্রিয়া | 1957 |
ASEAN (অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশানস্) | জাকার্তা, ইন্দোনেশিয়া | 1967 |
ADB (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক) | ম্যানিলা, ফিলিপাইন্স | 1966 |
OAPEC (অর্গানাইজেশন অব আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ) | কুয়েত | 1968 |
Interpol | লিঁও, ফ্রান্স | 1923 |
EU (ইউরোপিয়ান ইউনিয়ান) | ব্রাসেলস, বেলজিয়াম | 1992 |
NATO (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন) | ব্রাসেলস, বেলজিয়াম | 1949 |
The International Court of Justice (আন্তজার্তিক বিচারালয়) | দ্য হেগ, নেদারল্যান্ড | 1945 |
OPEC (অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম) | ভিয়েনা, অস্ট্রিয়া | 1960 |
SAARC (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) | কাঠমান্ডু, নেপাল | 1985 |
APEC (এশিয়া স্পেসিফিক ইকোনমিক কো-অপারেশন) | কুইন্সটন, সিঙ্গাপুর | 1989 |
WADA (ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি) | কিউবেক, কানাডা | 1999 |