Dear Students,
আজকের অলোচ্য বিষয় বিভিন্ন দেশের জাতীয় খেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক
পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায়
এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে
Various Countries National Sports name সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
দেশের নাম | জাতীয় খেলা |
---|---|
স্কটল্যান্ড | গল্ফ |
ভুটান | তিরন্দাজি |
ইন্দোনেশিয়া | ব্যাডমিন্টন |
নিউজিল্যান্ড | রাগবি ইউনিয়ন |
অস্ট্রেলিয়া | রাগবি, ক্রিকেট |
বাংলাদেশ | কবাডি |
আফগানিস্তান | বুজকাশি |
ফ্রান্স | ফুটবল |
ইংল্যান্ড | ক্রিকেট |
রাশিয়া | ফুটবল |
ব্রাজিল | ফুটবল |
স্পেন | ষাঁড়ের লড়াই |
কিউবা | বেসবল |
ভেনেজুয়েলা | বেসবল |
আমেরিকা | বেসবল |
ইতালি | ফুটবল |
শ্রীলঙ্কা | ভলিবল |
জাপান | সুমো রেসলিং |
কানাডা | আইস হকি(শীতকালীন), ল্যাক্রোস(গ্রীষ্মকালীন) |
চীন | টেবিল টেনিস |
পাকিস্তান | ফিল্ড হকি |