ভারতে যে সমস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ গুলি সংঘটিত হয়েছে, সেগুলিকে এক জায়গায় এনে খুব ভালো ভাবে ছকের সাহায্যে উপস্থাপন করা হয়েছে। Desktop Site অন করে নেবেন তাহলে ভালো ভাবে বোঝা যাবে--
যুদ্ধের নাম |
সাল |
বিজয়ী |
যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল |
হিদাসপিসের যুদ্ধ |
326 খ্রীস্টপূর্ব |
আলেকজান্ডার |
আলেকজান্ডার ও পুরুর মধ্যে |
কলিঙ্গ যুদ্ধ |
261 খ্রীস্টপূর্ব |
অশোক |
অশোক ও কলিঙ্গ রাজার মধ্যে |
বিজয়ওয়াড়ার যুদ্ধ |
1068 খ্রীস্টাব্দ |
চোল |
চোল ও চালুকা রাজাদের মধ্যে |
তরাইনের প্রথম যুদ্ধ |
1191 খ্রীস্টাব্দ |
পৃথ্বিরাজ চৌহান |
মদম্মদ ঘোরী ও পৃথ্বিরাজ চৌহান |
তরাইনের দ্বিতীয় যুদ্ধ |
1192 খ্রীস্টাব্দ |
মহম্মদ ঘোরী |
মহম্মদ ঘোরী ও পৃথ্বিরাজ চৌহান |
চাঁদওয়ারের যুদ্ধ |
1193 খ্রীস্টাব্দ |
মহম্মদ ঘোরী |
মহম্মদ ঘোরী ও কনৌজের জয়চন্দ্র |
জলন্ধরের যুদ্ধ |
1298 খ্রীস্টাব্দ |
দিল্লির সুলতান |
দিল্লির সুলতান ও মোঘলদের মধ্যে |
পানিপথের প্রথম যুদ্ধ |
1526 খ্রীস্টাব্দ |
বাবর |
বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে |
পানিপথের দ্বিতীয় যুদ্ধ |
1556 খ্রীস্টাব্দ |
বৈরাম খান |
বৈরাম খান ও হিমুর মধ্যে |
খানুয়ার যুদ্ধ |
1527 খ্রীস্টাব্দ |
বাবর |
বাবর ও রানা সংগ্রাম সিং এর মধ্যে |
চন্দেরির যুদ্ধ |
1528 খ্রীস্টাব্দ |
বাবর |
বাবর ও মেদিনী রায়ের মধ্যে |
ঘর্ঘরার যুদ্ধ |
1529 খ্রীস্টাব্দ |
বারর |
বাবর ও আফগান সেনার মধ্যে |
দাদরার যুদ্ধ |
1532 খ্রীস্টাব্দ |
শেরশাহ |
শেরশাহ ও মামুদ লোদির মধ্যে |
চৌসার যুদ্ধ |
1539 খ্রীস্টাব্দ |
শেরশাহ |
শেরশাহ ও হুমায়ুনের মধ্যে |
বিলগ্রামের যুদ্ধ |
1540 খ্রীস্টাব্দ |
শেরশাহ |
শেরশাহ ও হুমায়ুনের মধ্যে |
যুদ্ধের নাম |
সাল |
বিজয়ী |
যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল |
তালিকোটার যুদ্ধ |
১৫৫৬ খ্রিস্টাব্দ |
আহমেদ নগর, বিজাপুর, গোলকুন্ডা-এর মিলিত শক্তি |
আহমেদ নগর, বিজাপুর, গোলকুন্ডা vs বিজয়নগর সাম্রাজ্য |
হলদিঘাটের যুদ্ধ |
১৫৭৬ খ্রিস্টাব্দ |
আকবর |
আকবর ও মহারানা প্রতাপ সিংহের মধ্যে |
সামুর গড়ের যুদ্ধ |
১৬৬৮ খ্রিস্টাব্দ |
ঔরঙ্গজেব |
ঔরঙ্গজেব ও দারাসিকের মধ্যে |
ভূপালের যুদ্ধ |
১৭৩৭ খ্রিস্টাব্দ |
বাজিরাও |
বাজিরাও ও মোহাম্মদ শাহ |
কার্নালের যুদ্ধ |
১৭৩৯ খ্রিস্টাব্দ |
নাদির শাহ |
মোহাম্মদ শাহ ও নাদির শাহ এর মধ্যে |
অম্বরের যুদ্ধ |
১৭৪৯ খ্রিস্টাব্দ |
চাঁদ সাহেব |
আনোয়ার উদ্দিন ও চাঁদ সাহেবের মধ্যে |
প্রথম কর্নাটকে যুদ্ধ |
১৭৪৬ থেকে ৪৮ খ্রিস্টাব্দ |
ইংরেজ বাহিনী |
ফরাসি ও ইংরেজদের মধ্যে |
দ্বিতীয় কর্নাটকের যুদ্ধ |
১৭৪৯ থেকে ১৭৫৪ খ্রিস্টাব্দ |
ইংরেজ বাহিনী |
ইংরেজ ও ফরাসিদের মধ্যে |
তৃতীয় কর্নাটকের যুদ্ধ |
১৭৫৭ থেকে ১৭৬৩ খ্রিস্টাব্দ |
ইংরেজ বাহিনী |
ইংরেজি ও ফরাসিদের মধ্যে |
পলাশীর যুদ্ধ |
১৭৫৭ খ্রিস্টাব্দ |
ইংরেজ |
ইংরেজ ও সিরাজউদ্দৌলার মধ্যে |
বিদারার যুদ্ধ |
১৭৫৯ খ্রিস্টাব্দ |
ইংরেজ |
ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে |
বন্দিবাসের যুদ্ধ |
১৭৬০ খ্রিস্টাব্দ |
ইংরেজ |
ইংরেজ ও ফরাসিদের মধ্যে |
বক্সারের যুদ্ধ |
১৭৬৪ খ্রিস্টাব্দ |
ইংরেজ |
ইংরেজ ও মীরকাসিম এর মধ্যে |
খেদের যুদ্ধ |
১৭০৮ খ্রিস্টাব্দ |
সাহু |
শাহু ও তারাবাই এর মধ্যে |
যুদ্ধের নাম |
সাল |
বিজয়ী |
যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল |
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ |
১৭৬৭ থেকে ১৭৬৯ খ্রিস্টাব্দ |
হায়দার আলী |
হায়দার আলী ও ইংরেজিদের মধ্যে |
দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ |
১৭৮০ থেকে ১৭৮৪ খ্রিস্টাব্দ |
ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে সমাপ্তি |
টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে |
তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ |
১৭৮৯ থেকে ১৭৯২ খ্রিস্টাব্দ |
ইংরেজ বাহিনী |
টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে |
চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ |
১৭৯৯ খ্রিস্টাব্দ |
ইংরেজ বাহিনী |
টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে |
প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ |
১৭৭৫ থেকে ১৭৮২ খ্রিস্টাব্দ |
মারাঠা |
ইংরেজ ও মারাঠাদের মধ্যে |
দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ |
১৮০৩ থেকে ১৮০৫ খ্রিস্টাব্দ |
ইংরেজ বাহিনী |
ইংরেজ ও মারাঠাদের মধ্যে |
তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ |
১৮১৭ থেকে ১৮১৯ খ্রিস্টাব্দ |
ইংরেজ বাহিনী |
ইংরেজ ও মারাঠাদের মধ্যে |