Some of the Famous Historical Battles in India | ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ


ভারতে যে সমস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ গুলি সংঘটিত হয়েছে, সেগুলিকে এক জায়গায় এনে খুব ভালো ভাবে ছকের সাহায্যে উপস্থাপন করা হয়েছে। Desktop Site  অন করে নেবেন তাহলে ভালো ভাবে বোঝা যাবে--
যুদ্ধের নাম সাল বিজয়ী যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল
হিদাসপিসের যুদ্ধ 326 খ্রীস্টপূর্ব আলেকজান্ডার আলেকজান্ডার ও পুরুর মধ্যে
কলিঙ্গ যুদ্ধ 261 খ্রীস্টপূর্ব অশোক অশোক ও কলিঙ্গ রাজার মধ্যে
বিজয়ওয়াড়ার যুদ্ধ 1068 খ্রীস্টাব্দ চোল চোল ও চালুকা রাজাদের মধ্যে
তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রীস্টাব্দ পৃথ্বিরাজ চৌহান মদম্মদ ঘোরী ও পৃথ্বিরাজ চৌহান
তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রীস্টাব্দ মহম্মদ ঘোরী মহম্মদ ঘোরী ও পৃথ্বিরাজ চৌহান
চাঁদওয়ারের যুদ্ধ 1193 খ্রীস্টাব্দ মহম্মদ ঘোরী মহম্মদ ঘোরী ও কনৌজের জয়চন্দ্র
জলন্ধরের যুদ্ধ 1298 খ্রীস্টাব্দ দিল্লির সুলতান দিল্লির সুলতান ও মোঘলদের মধ্যে
পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রীস্টাব্দ বাবর বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে
পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রীস্টাব্দ বৈরাম খান বৈরাম খান ও হিমুর মধ্যে
খানুয়ার যুদ্ধ 1527 খ্রীস্টাব্দ বাবর বাবর ও রানা সংগ্রাম সিং এর মধ্যে
চন্দেরির যুদ্ধ 1528 খ্রীস্টাব্দ বাবর বাবর ও মেদিনী রায়ের মধ্যে
ঘর্ঘরার যুদ্ধ 1529 খ্রীস্টাব্দ বারর বাবর ও আফগান সেনার মধ্যে
দাদরার যুদ্ধ 1532 খ্রীস্টাব্দ শেরশাহ শেরশাহ ও মামুদ লোদির মধ্যে
চৌসার যুদ্ধ 1539 খ্রীস্টাব্দ শেরশাহ শেরশাহ ও হুমায়ুনের মধ্যে
বিলগ্রামের যুদ্ধ 1540 খ্রীস্টাব্দ শেরশাহ শেরশাহ ও হুমায়ুনের মধ্যে
যুদ্ধের নাম সাল বিজয়ী যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল
তালিকোটার যুদ্ধ ১৫৫৬ খ্রিস্টাব্দ আহমেদ নগর, বিজাপুর, গোলকুন্ডা-এর মিলিত শক্তি আহমেদ নগর, বিজাপুর, গোলকুন্ডা vs বিজয়নগর সাম্রাজ্য
হলদিঘাটের যুদ্ধ ১৫৭৬ খ্রিস্টাব্দ আকবর আকবর ও মহারানা প্রতাপ সিংহের মধ্যে
সামুর গড়ের যুদ্ধ ১৬৬৮ খ্রিস্টাব্দ ঔরঙ্গজেব ঔরঙ্গজেব ও দারাসিকের মধ্যে
ভূপালের যুদ্ধ ১৭৩৭ খ্রিস্টাব্দ বাজিরাও বাজিরাও ও মোহাম্মদ শাহ
কার্নালের যুদ্ধ ১৭৩৯ খ্রিস্টাব্দ নাদির শাহ মোহাম্মদ শাহ ও নাদির শাহ এর মধ্যে
অম্বরের যুদ্ধ ১৭৪৯ খ্রিস্টাব্দ চাঁদ সাহেব আনোয়ার উদ্দিন ও চাঁদ সাহেবের মধ্যে
প্রথম কর্নাটকে যুদ্ধ ১৭৪৬ থেকে ৪৮ খ্রিস্টাব্দ ইংরেজ বাহিনী ফরাসি ও ইংরেজদের মধ্যে
দ্বিতীয় কর্নাটকের যুদ্ধ ১৭৪৯ থেকে ১৭৫৪ খ্রিস্টাব্দ ইংরেজ বাহিনী ইংরেজ ও ফরাসিদের মধ্যে
তৃতীয় কর্নাটকের যুদ্ধ ১৭৫৭ থেকে ১৭৬৩ খ্রিস্টাব্দ ইংরেজ বাহিনী ইংরেজি ও ফরাসিদের মধ্যে
পলাশীর যুদ্ধ ১৭৫৭ খ্রিস্টাব্দ ইংরেজ ইংরেজ ও সিরাজউদ্দৌলার মধ্যে
বিদারার যুদ্ধ ১৭৫৯ খ্রিস্টাব্দ ইংরেজ ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে
বন্দিবাসের যুদ্ধ ১৭৬০ খ্রিস্টাব্দ ইংরেজ ইংরেজ ও ফরাসিদের মধ্যে
বক্সারের যুদ্ধ ১৭৬৪ খ্রিস্টাব্দ ইংরেজ ইংরেজ ও মীরকাসিম এর মধ্যে
খেদের যুদ্ধ ১৭০৮ খ্রিস্টাব্দ সাহু শাহু ও তারাবাই এর মধ্যে
যুদ্ধের নাম সাল বিজয়ী যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৬৭ থেকে ১৭৬৯ খ্রিস্টাব্দ হায়দার আলী হায়দার আলী ও ইংরেজিদের মধ্যে
দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৮০ থেকে ১৭৮৪ খ্রিস্টাব্দ ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে সমাপ্তি টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে
তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৮৯ থেকে ১৭৯২ খ্রিস্টাব্দ ইংরেজ বাহিনী টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে
চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৭৯৯ খ্রিস্টাব্দ ইংরেজ বাহিনী টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে
প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ ১৭৭৫ থেকে ১৭৮২ খ্রিস্টাব্দ মারাঠা ইংরেজ ও মারাঠাদের মধ্যে
দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ ১৮০৩ থেকে ১৮০৫ খ্রিস্টাব্দ ইংরেজ বাহিনী ইংরেজ ও মারাঠাদের মধ্যে
তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ ১৮১৭ থেকে ১৮১৯ খ্রিস্টাব্দ ইংরেজ বাহিনী ইংরেজ ও মারাঠাদের মধ্যে

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad