15 August 2022 Important Current Affairs | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।


1) 15ই আগস্ট 2022, ভারত স্বাধীনতার 75 বছর পূর্ণ হয়েছে। আমরা ভারতীয় হিসেবে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাই যারা অতীতে আমাদের দেশের স্বাধীনতার জন্য বীরত্বের সাথে লড়াই করে, দেশের জন্য প্রান বিসর্জন দিয়েছেন। 2022 সালের স্বাধীনতা দিবসে, ভারতের প্রধানমন্ত্রী দিল্লির লাল কেল্লায় আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন।

2) 14 অগাস্ট ❝বিভাজন বিভিষীকা স্মৃতি❞ দিবস পালন করা হয়। 2022 এ দ্বিতীয় সংষ্ক রন।

3) সম্প্রতি পাঞ্জাব সরকার ❝এক বিধায়ক এক পেনশন❞ স্কিম চালু করেছে। এক ব্যাক্তি একের বেশি বার বিধায়ক হলেও সে এক বারই পেনশন পাবে।

4) দিল্লিতে প্রথম খেলো ইন্ডিয়া মহিলা U-16 হকি লীগ অনুষ্ঠিত হবে। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত হবে।

5) প্রসিদ্ধ কন্নড় সংগীত শিল্পী শিবমোজ্ঞা সুব্বানা সম্প্রতি প্রয়াত হয়েছেন।

6) মহারাষ্ট্র রাজ্যের রাজ্যপাল ভগত সিং কোশীয়ারি ❝ভারত রঙ মহোৎসব❞ উদ্বোধন করেছে। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই উৎসব পালিত হয়।

7) সম্প্রতি অসম রাজ্যের নতুন মূখ্য সচীব পদে নিযুক্ত হয়েছেন পবন কুমার রোবঠাকুর। 

9) সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের মূখ্যমন্ত্রী ❝নিথান্না বীমা যোজনা❞ চালু করেছে। তাঁত শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই যোজনা চালু করেছে। 

10) দক্ষিন এশিয়ার প্রথম মহিলা মরীলা তবসুম ❝লিসবন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড❞ পেয়েছেন। ইনি বাংলাদেশের বাসিন্দা। 

11) সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভা শহুরে ❝প্রধানমন্ত্রী আবাস যোজনা❞র সময়সীমা 2024 সাল পর্যন্ত বৃদ্ধি করেছে।

12) প্রসিদ্ধ লেখক সলমন রুশদী নিউইয়র্ক শহরে অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এক দুষ্কৃতি তাকে অ্যাটাক করে। সলমন রুশদী ভারতে জন্ম হলেও তিনি বর্তমানে আমেরিকান নাগরিক।  1981 সালে তার বিখ্যাত উপন্যাস ❝মিডনাইট চিলড্রেন❞ উপন্যাসের জন্য তিনি ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad