8th to 15th August 2022 Weekly Current Affairs in Bengali PDF | ২০২২ অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স pdf
AdminAugust 15, 2022
0
Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি।২০২২ অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি এক জায়গায় এনে PDF আকারে আপনাদের কাছে নিয়ে এসেছি। সম্পুর্ন ফ্রী তে ডাউনলোড করে নিন। নীচে লিংক দেওয়া হয়েছে --
কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি এখানে দেওয়া হল-
1) 9th অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। আদিবাসীদের স্বাধীনতা ও অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই দিবস পালন করা হয়।
2) সম্প্রতি ইজরায়েল দেশের বৈজ্ঞানিকেরা বিশ্বের প্রথম কৃত্রিম ভ্রুন আবিষ্কার করেছে।
3) ইজরায়েল দেশের তেল আবিব শহরের এক স্টেটের নাম পরিবর্তন করে গুরুদেব রবীন্দ্র নাথ ঠাকুরের নামে রাখা হয়েছে।
5) নীতি আয়োগ এর রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া ইনোভেশন ইনডেক্স 2021 প্রথম স্থানে রয়েছে কর্নাটক রাজ্য।
6) ন্যাশনাল স্পোর্টস ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে উত্তরাখন্ড রাজ্য।
7) ভারতের প্রথম হিমালয়ান মশলা উদ্দান উত্তরাখন্ডের রানিখেতে স্থাপন করা হয়েছে। সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে দ্বীপাক্ষিক যুদ্ধ অভ্যাস ❝বজ্র প্রহার 2022❞ হিমাচল প্রদেশে শুরু হয়েছে।
8) 2022 IDF ওয়াল্ড ডেইরি সমিট, নতুন দিল্লিতে আয়োজিত হতে চলেছে।