1) সম্প্রতি ভারতে আরও 11টি জলাভূমি রামসার সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। এই নিয়ে ভারতে মোট রামসার সাইটের সংখ্যা 75টি। তামিলনাড়ুতে 4টি, ওড়িশায় 3টি, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের 1টি করে জলাভূমি যুক্ত হয়েছে।
2) ভারতে প্রথম বার আন্ডার ওয়াটার মেট্রো প্রোজেক্টের উদঘাটন করা হবে কোলকাতায়। কোলকাতার হুগলি নদীর নীচে এই মেট্রো প্রোজেক্ট নির্মিত করা হয়েছে।
3) আমেরিকার প্রসিদ্ধ লেখক পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত বিজেতা ❝গব মেকুলা❞ সম্প্রতি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 89.
4) সম্প্রতি ভারত সরকার ❝CorbeVax❞ নামক ভ্যাক্সিনের বুস্টারডোজকে সম্মতি প্রদান করেছে। এই ভ্যাকসিনের নির্মাতা হলেন বায়োলজিকাল ই লিমিটেড।
5) সম্প্রতি Power Grid Corporation of India এর Executive Director পদে নিযুক্ত হয়েছেন আর.কে ত্যাগী।
6) উত্তর পূর্ব অলিম্পিক 2022 এর দ্বিতীয় সংষ্করণ মেঘালয়ের শিলং এ অনুষ্ঠিত হবে। আসম, মনিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুনাচল প্রদেশ, ত্রিপুরা, সিকিম এই সব রাজ্যের খেলোয়াড়েরা এতে অংশগ্রহণ করবে।
7) ভারত ও ওমান দেশের মধ্যে ❝আল নজাহ❞ নামক দ্বীপাক্ষিক সামরিক মহড়া সম্প্রতি সমাপ্ত হয়েছে।
8) সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার ❝মুখ্যমন্ত্রী বাল আশির্বাদ যোজনা❞ চালু করেছে। এই যোজনার মাধ্যমে অনাথ শিশুদের আর্থিক সাহায্য করা হবে।
9) ভারতী এয়ারটেল এর নতুন Chief Executive Officer হিসাবে নিযুক্ত হয়েছেন গোপাল মিট্টল।
10) সম্প্রতি হিমাচল প্রদেশ সরকার ধর্মীয় স্বাধীনতা (সংশোধন) বিল রাজ্য বিধানসভায় পাশ করেছে। এতে ❝গন ধর্মান্তর❞ শব্দটির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে একসাথে দুজনের বেশি মানুষের ধর্মান্তরন করা যাবে না।