14th August 2022 Important Current Affairs in Bengali | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।

1) 13th অগাস্ট বিশ্ব অঙ্গ দান দিবস পালন করা হয়। অঙ্গ দানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিবস পালন করা হয়।

2) 2023 সালের মার্চ মাসে মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) খেলা শুরু হবে। 2023 এ এটি প্রথম সংষ্করন।

3) মালয়েশিয়ান এয়ার ফোর্স এবং ভারতীয় এয়ার ফোর্স এর মধ্যে দ্বীপাক্ষিক সামরিক মহড়া ❝উদারশক্তি❞  অনুষ্ঠিত হতে চলেছে।

4) আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12 অগাস্ট। এ বছরের থিম- ❝Intergeneration Solitary Creating a World for all exist❞

5) সম্প্রতি 600টি T20 ক্রিকেট ম্যাচ খেলা বিশ্বের প্রথম ব্যাক্তি হলেন কিরন পোলার্ড। ইনি ওয়েস্ট ইন্ডিজ দেশের ক্রিকেট প্লেয়ার। 

6) সম্প্রতি ভারতীয়-আমেরিকান বিশিষ্ট সাংবাদিক উমা পম্মারাজু প্রয়াত হয়েছেন।

7) সপ্রতি চীনে এক ধরনের নতুন ইউনটিক ভাইরাসের খোজ পাওয়া গেছে। এই ভাইরাসের নাম  ❝লেঙ্গা❞। আনুমানিক 40 থেকে  50 জন এই ভাইরাসের কারনে সংক্রমিত হয়েছে।

8) সম্প্রতি UNCTAD দ্ব্রারা জারি করা রিপোর্ট অনুযায়ী সব থেকে বেশি ❝ক্রিপ্টো কারেন্সি ❞ ব্যাবহারকারী দেশ হল ইউক্রেন। ভারত সপ্তম স্থানে রয়েছে। 

9) শ্রীলঙ্কার স্পোর্টস পরিষদের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন অর্জুন রনতুঙ্গা।

10) ISRO স্পার্ক নামে একটি নতুন ভার্চুয়াল স্পেস মিউজিয়াম চালু করতে চলেছে। ইসরোর কয়েকটি মিশন প্রদর্শনের জন্য এই মিউজিয়ামটি তৈরি করা হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad