◾ Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।
➡ ভারতীয় জুডো খেলোয়াড় Linthoi Chanambam জুডো বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের 57 কেজি বিভাগে সোনা জিতেছেন এবং ভারতের হয়ে প্রথম পদক জিতে ইতিহাস রচনা করেছেন৷15 বছর বয়সী জুডোকা 57 কেজি বিভাগে ফাইনালে ব্রাজিলের বিয়াঙ্কা রেইসকে এই খেতাব অর্জন করেছেন।
➡ গুজরাটের 'স্মৃতি ভ্যান' স্মৃতিসৌধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি দেশের প্রথম জাতীয় স্মৃতিসৌধ।
➡ বিচারপতি উদয় উমেশ ললিত ভারতের 49তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান।
➡ সৌরভ গাঙ্গুলিকে ড্রিমসেটগো এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে
➡ 2022 এর উয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন করিম বেনজেমা। Karim Benzema ফ্রান্সের একজন ফুটবল খেলোয়াড়। বর্তমানে এখন রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলছেন। ফ্রান্সের স্ট্রাইকার বেনজেমা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে জয়লাভ করতে সাহায্য করেন।
➡ 2022 এর উয়েফা বর্ষসেরা মহিলা ফুটবলার হয়েছেন Alexia Putellas, Alexia Putellas স্পেনের একজন ফুটবল খেলোয়াড়। বর্তমানে এখন বার্সেলোনা ক্লাবের হয়ে খেলছেন। Alexia Putellas মহিলা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন, যা বার্সেলোনাকে ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিল।
➡ অলিম্পিক চ্যাম্পিয়ন এবং জ্যাভলিন নিক্ষেপকারী, নীরজ চোপড়া ইতিহাস রচনা করেছেন, তিনি প্রথম ভারতীয় হিসেবে লসান ডায়মন্ড লিগ জয় করেছেন, তার প্রথম প্রচেষ্টায়, তিনি 89.08 মিটার নিক্ষেপ করেন এবং প্রথম স্থান অর্জন করেছেন।
➡ সম্প্রতি "Lies Our Mothers Told Us: The Indian Woman's Burden" শিরোনামে বইটি লিখলেন নীলাঞ্জনা ভৌমিক।
➡ উত্তর-পূর্ব রাজ্য নাগাল্যান্ডের। শোখুভিতে একটি নতুন সুবিধা চালু করার সাথে 119 বছরেরও বেশি সময় পরে তার দ্বিতীয় রেলওয়ে স্টেশন পেয়েছে। ডিমাপুর রেলওয়ে স্টেশন 1903 সালে উদ্বোধন করা হয়েছিল।
➡ কর্নাটক রাজ্য সরকার ইশা ফাউন্ডেশনের সহযোগিতায় কৃষির উন্নতির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকের প্রধান উদ্দেশ্য হল মাটির গুণমান বাড়ানো।
পূর্ববর্তী কারেন্ট অ্যাফেয়ার্স | |
---|---|
28-08-2022 | Click Here |
পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স | |
---|---|
30-08-2022 | Click Here |