Daily Important Current Affairs in Bengali - 30 August 2022 | বাংলায় দৈনিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

Current affairs by wbexams.in


Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।

➡ ভারত-মার্কিন যৌথ সামরিক মহড়া 'বজ্র প্রহর' সম্প্রতি হিমাচল প্রদেশে সমাপ্ত হয়েছে। 2022-এ এই সামরিক মহড়া 13 তম সংস্করণ।

➡ 2022 বেলজিয়ান F1 গ্র্যান্ড প্রিক্স জয়লাভ করেছেন Max Verstappen, রেড বুলের সার্জিও পেরেজ এবং ফেরারির কার্লোস সেঞ্জ যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন।

➡ বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন ❝কোরাডিয়া আইলিন্ট❞ এর  উদ্বোধন করেছে জার্মানি। জার্মানির একটি আঞ্চলিক রুটে মোট 14টি হাইড্রোজেন পাওয়ার ট্রেন চলবে৷ এই ট্রেনগুলি সর্বোচ্চ 140 কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারে।

➡ 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়। হকি কিংবদন্তি মেজর ধ্যান চন্দের জন্মবার্ষিকী স্মরণে এই দিবস পালন করা হয়। 2012 সালে প্রথম ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসাবে মনোনীত হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি এই দিনে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কারের মতো ক্রীড়া-সম্পর্কিত পুরস্কার প্রদান করেন।

➡ অটল ইনোভেশন মিশন (AIM) এবং NITI Aayog হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে একটি উদ্ভাবনী মানসিকতা লালন করতে জম্মু ও কাশ্মীরে 500 টিরও বেশি অটল টিঙ্কারিং ল্যাব (ATLS) প্রতিষ্ঠা করবে। এর উদ্দেশ্য হল সারা দেশে উদ্ভাবন এবং উদ্যোক্তার একটি ইকোসিস্টেম তৈরি ও প্রচার করা।

➡ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল পেসার বোলার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন 27 আগস্ট 2022-এ আন্তর্জাতিক ক্রিকেটে 950 উইকেট পূর্ণ করার প্রথম ফাস্ট বোলার হয়েছেন।  

➡ সম্প্রতি জ্যাভলিন থ্রো”তে ❝লুসান ডায়মন্ড❞ লিগ মিটের শিরোপা জিতেছেন নীরজ চোপড়া। 89.08 মিটারের সেরা থ্রো করে লসান ডায়মন্ড লিগে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতা জিতেছেন। নীরজ চোপড়া প্রথম ভারতীয় হিসেবে মর্যাদাপূর্ণ ডায়মন্ড লিগ মিট শিরোপা জিতেছেন।

➡ রাজস্থানে, রাজীব গান্ধী গ্রামীণ অলিম্পিক গেমস 29শে অগাস্ট 2022 থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট যোধপুরে আয়োজিত রাজ্য স্তরের অনুষ্ঠানে গেমগুলির উদ্বোধন করেছেন।

➡ RuPay ক্রেডিট কার্ড চালু করতে ICICI ব্যাঙ্ক NPCI-এর সাথে অংশীদারিত্ব করেছে৷

➡ পুরুষদের একক ফাইনালে, ভিক্টর অ্যাক্সেলসেন BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন।

➡ মহিলাদের একক ফাইনালে আকানে ইয়ামাগুচি BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন।


পূর্ববর্তী কারেন্ট অ্যাফেয়ার্স
29-08-2022 Click Here
পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স
31-08-2022 Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad