Daily important Current affairs in bengali - 01 & 02 September 2022

Bangla current affairs by wbexams

◾ Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।

➡ 29 অগাস্ট আন্তর্জাতিক পরমাণু পরীক্ষা বিরোধী দিবস পালিত হয়।
➡ মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় 29 আগস্ট।
➡ সম্প্রতি "Free Fall: My Experiments with Living” শিরোনামে বইটি লিখেছেন মল্লিকা সারাভাই।
➡ সম্প্রতি খাদি উৎসব অনুষ্ঠিত হলো গুজরাটের আহমেদাবাদে।
➡  IDFC Limited এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন মহেন্দ্র শাহ।
➡ সম্প্রতি "লিখে কিছু হয় না" শিরোনামে কবিতার জন্য সাহিত্য একাডেমী যুব পুরস্কার 2022 পেলেন সুমন পাতারী।
$ads={1}
➡ সম্প্রতি রাশিয়ান নিউক্লিয়ার কোম্পানির সাথে ২.২৫ বিলিয়ন ডলারের চুক্তি করলো দক্ষিণ কোরিয়া।
➡ সম্প্রতি বেআইনিভাবে তৈরি করার কারণে ভেঙ্গে ফেলা Twin Towers বিল্ডিংটি উত্তরপ্রদেশের নয়ডাতে অবস্থিত ছিল।
➡ নীতি আয়োগ হরিদ্বার জেলাকে ভারতের best Aspirational district হিসাবে ঘোষণা করেছে।
➡ ভারতের ১ লক্ষ্য ডেভেলপারদের জন্য বিশেষ গ্রোগাম লঞ্চ করছে GOOGLE.
➡ 2022 এর Miss Diva Universe খেতাব জিতেছেন দিভিদা রায়।
➡ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্তবর্তী সভাপতি পদে নিযুক্ত হয়েছেন আদিলে সুমারিওয়ালা।
➡ সমগ্র রাজ্যে ভিনাইল ব্যানার বা পোস্টার ব্যান করলো অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার।
➡ দেশের হয়ে ১০০ টি ম্যাচ খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি।
➡ SEBI এর whole time member নিযুক্ত হলেন অধ্যাপক অনন্ত নারায়ণ গোপালকৃষ্ণন।
➡ সম্প্রতি 'India's Economy From Nehru To Modi:: A Brief History' শিরোনামে বইটির লিখেছেন পুলাপ্রে বালাকৃষ্ণান।
➡ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি পথচারীদের জন্য সবরমতি নদীর উপর Atal setu-র উদ্বোধন করলেন।
➡ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে প্রজননের হার কম দক্ষিন কোরিয়া দেশে। 
➡ পশ্চিমবঙ্গের রাজ্যপালের নতুন প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন নন্দিনী চক্রবর্তী।
➡ MONUMENT OF NATIONAL IMPORTANCE হিসাবে ঘোষিত হওয়া অনঙ্গ তাল হ্রদটি দক্ষিণ দিল্লিতে অবস্থিত।

C.A - 30-08-22
C.A - 03-09-22
C.A - 04-09-22





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad