Current Affairs in Bengali - 03 & and 04 September 2022 | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Current affairs by wbexams

◾Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।

➡ সম্প্রতি "ওয়ার্ল্ড হেলথ সামিট ফর প্রাইড অফ হোমিওপ্যাথি -2022” এর প্রথম সংস্করণ দুবাইতে অনুষ্ঠিত হল। লক্ষ্য হোমিওপ্যাথিক পদ্ধতির প্রচার করা।  2022 এর থিম "Diseases caused by climate change and global warming".

➡ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টি-টোয়েন্টিতে 3,500 রানের রেকর্ড করা প্রথম ব্যাটসম্যান হয়েছেন। দুবাইতে চলমান এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন রোহিত এই কৃতিত্ব অর্জন করেছেন।

➡ অল ইন্ডিয়া রেডিও এর নিউজ সার্ভিস ডিভিশনের ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন বাসুধা গুপ্তা।

➡ নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম সম্প্রতি  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন।

➡ ONGC এর নতুন অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন রাজেশ কুমার শ্রীবাস্তব।

➡ বিশ্ব নারকেল দিবস প্রতি বছর 2শে সেপ্টেম্বর ভারত সহ প্রধান নারকেল উৎপাদনকারী দেশগুলিতে পালিত হয়। নারকেলের গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি উদযাপন করা হয়। 2022 এর থিম "Cultivate coconut for a happy life and future"।

➡ জাতীয় পুষ্টি সপ্তাহ  1 থেকে 7 সেপ্টেম্বর পালন করা হয়।

➡ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর প্রেসিডেন্ট নিযুক্ত হলেন কল্যাণ চৌবে।

➡ প্রখ্যাত ইতিহাসবিদ এবং ম্যাঙ্গালোর এবং গোয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক বি. শেখ আলী সম্প্রতি প্রয়াত হয়েছেন।

➡ সম্প্রতি মনিপুরে 50তম Shumang Leela উৎসব শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরের গভর্নর লা গণেশন এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

➡ সম্প্রতি "Indian Banking in Retrospect - 75 years of Independence" শিরোনামে বইটি লিখেছেন ডঃ আশুতোষ রারাভিকর।

➡ প্রধানমন্ত্রী মোদি 1 সেপ্টেম্বর 2022-এ কোচি মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি আরও তিনটি রেল প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন।

➡ যমুনা কুমার চৌবে NHPC-এর চেয়ারম্যান এবং CMD হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

➡ ১ সেপ্টেম্বর থেকে 5তম 'Rashtriya Poshan Maah' উৎযাপন শুরু হয়েছে। প্রথম 2018 সালে রাজস্থানে চালু করা হয়েছিল। 2022 সালে, পোষান মাহ-এর মূল ফোকাস ❝Mahila aur Swasthya" and "Bacha aur Shiksha❞।

➡ সম্প্রতি রাশিয়ায় আয়োজিত 'Vostok' বহুপাক্ষিক সামরিক মহড়া শুরু হয়েছে। এই মহড়া চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। গোর্খা রাইফেলসের সৈন্যদের নিয়ে গঠিত ভারতীয় সেনা দল রাশিয়ায় অনুশীলনে অংশ গ্রহণ করেছে এবং চীন সহ বেশ কয়েকটি দেশ অংশ নিয়েছে।

➡ 2022-এ 67তম Filmfare Award মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। 2021 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলিকে সম্মানিত করা হয়েছে। 

🔹সেরা অভিনেতা: রণবীর সিং (83)। 

🔹সেরা অভিনেত্রী: কৃতি স্যানন  (মিমি)।

🔹সেরা পরিচালক: বিষ্ণুবর্ধন('শেরশাহ')

🔹সেরা চলচ্চিত্র (Popular Category): 'শেরশাহ'

🔹সেরা চলচ্চিত্র (Critics Choice): 'সর্দার উধম'

C.A - 01 Sept. 2022

C.A - 02 Sept. 2022

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad