Indian Constitution Important GK pdf | ভারতের রাষ্ট্রবিজ্ঞান পর্ব-১

 Indian Constitution থেকে বাছাই করে প্রশ্নোত্তর পর্ব শুরু করা হয়েছে। এখান থেকে যে কোন পরীক্ষায় প্রশ্ন আসতে বাধ্য।



1. ভারতের সংবিধান কে রচনা করেন?
উ: ডঃ বি আর আম্বেদকর

2. গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উ: ড. সচ্চিদানন্দ সিনহা

3. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ?
উ: ডঃ রাজেন্দ্র প্রসাদ

4. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে?
উ: ডঃ বি আর আম্বেদকর

5. সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আমেরিকা

6. ভারতের সংবিধান কবে গৃহীত হয় ?
উ: 1949 সালের 26 নভেম্বর

7. ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?
উ: 1950 সালের 26 জানুয়ারী

8. ভারতের সংবিধান কতবার সংশোধন হয়েছে ?
উ: 104 বার

9 ভারতীয় সংবিধানের জনক কে ?
উ: ডঃ বি আর আম্বেদকর

10. ভারতীয় সংবিধানের ধারনা কে দেন ?
উ: এম .এন.রায়

11. প্রথম সংবিধান সংশোধন হয় কত সালে ?
উ: 1951 সালে – ভূমি ও রাজস্ব

12. রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে ?
উ: 30 বছর

13. লোকসভার সদস্য হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হয় ?
উ: 25 বছর

14. রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হয়?
উ: কমপক্ষে 35 বছর

15. উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে?
উ: কমপক্ষে 35 বছর

16. অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় উল্লেখিত আছে ?
উ: 17 নম্বর ধারায়

17. কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেয় ?
উ: 65 বছর বয়সে

18 পঞ্চায়েতীরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন
রাজ্যে ?
উ: রাজস্থান

19. সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় কত নম্বর ধারাকে ?
উ: 32 নম্বর ধারা কে

20. সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আমেরিকা

21. সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: সোভিয়েত রাশিয়া

22. সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: দক্ষিণ আফ্রিকা

23. সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আয়ারল্যান্ড

24. সংবিধানের রাষ্টপতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: ব্রিটেন

25. অর্থবিল কখনো উত্থাপিত হয় না কোথায় ?
উ: রাজ্যসভায়

26. সংসদ কি কি নিয়ে গঠিত ?
উ: রাষ্ট্রপতি ,লোকসভা এবং রাজ্যসভা

27. প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে ?
উ: রাষ্ট্রপতি

28. ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ?
উ: গণেশ বাসুদেব মাভলাংকার ( জি.ভি )

29. মূল সংবিধানে কটি মৌলিক অধিকার স্বীকৃত ছিল?
উ: 7 টি

30. ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার কোন ধারায় বর্ণিত হয়েছে ?
উ: 19 নম্বর ধারায়

31. আইনের দৃষ্টিতে সবার সমান অধিকার কোন ধারায় বর্ণিত আছে ?
উ: 14 নম্বর ধারায়

32. বর্তমানে ভারতের সংবিধানে কয়টি ধারা ও কটি তালিকা রয়েছে ?
উ: 448 টি ধারা এবং 12 টি তালিকা রয়েছে

33. ভারতের পঞ্চায়েতিরাজ ব্যবস্থা কয় স্তরীয় ?
উ: ত্রিস্তর

34. সংবিধানের জিরো আওয়ার বলতে কী বোঝায়?
উ: যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়

35. কত বছর বয়সে হাইকোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করে ?
উ: 62 বছর

36. সম্পত্তির অধিকার এটি মূলত ?
উ: আইনি অধিকার

37. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ?
উ: জাকির হোসেন

38. সংসদে জিরো আওয়ার কখন থেকে শুরু হয় ?
উ: 12 টা

39. সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় উল্লেখিত রয়েছে ?
উ: 368 নম্বর ধারায়

40. মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন ?
উ: সেই রাজ্যের রাজ্যপাল

41. ভারতের রাষ্ট্রের প্রধান কে ?
উ: রাষ্ট্রপতি

42. ভারতীয় সংবিধানে কত প্রকার জরুরি অবস্থার কথা রয়েছে ?
উ: তিন প্রকার

43. ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন সংবিধান সংশোধন  ?
উ: 61 তম সংবিধান সংশোধন 

44. ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
উ: 3:2 অনুপাত

45. জনগণমন গানটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয় কত সালে ?
উ: 1950 সালে 26 জনুয়ারি

46. জাতীয় সংগীত গানের প্রথম ও শেষ লাইন গাইবার সময় কত ?
উ: 20 সেকেন্ড

47. ভারতে GST চালু হয় কত নম্বর সংশোধনী ধারায়?
উ: 101

48. ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ?
উ: সুকুমার সেন

49. কোরাম কাকে বলে ?
উ: লোকসভার মোট সদস্যের 1/10 অংশকে বলে

50 পার্লামেন্টে কত প্রকার অধিবেশন বসে বছরে ?
উ: তিন প্রকার

51. কোন দুই মাসে শীতকালীন অধিবেশন সংঘটিত হয়?
উ: NOV -DECEMBER

52. সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারতরত্ন পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়?
উ: 18 নম্বর

53. ভোট দেওয়ার অধিকার মূলত ?
উ: আইনি অধিকার

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad