Current Affairs 1/07/22
1. World asteroid day পালন করা হয় ৩০ শে জুন ; এবছরের থিম হলো - "Small is beautiful".
2. Reliance jio infocomm Ltd. এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন আকাশ আম্বানি।
3. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের Eoin Morgan.
4. Hero FIH hockey 5s Lausanne 2022 জিতলো ভারতীয় পুরুষ হকি দল এবং উরুগুয়ে মহিলা দল।
5. সম্প্রতি ৯৩ বছর বয়সে মারা গেলেন Shapoorji pallonji group এর চেয়ারম্যান পালোনজি মিস্ত্রি , যাঁর সম্পত্তির পরিমাণ ২৯ বিলিয়ন মার্কিন ডলার।
6. সম্প্রতি তীর্থযাত্রীদের জন্য "কাশী যাত্রা স্কিম" লঞ্চ করলো কর্ণাটক সরকার।
7. কর্ণাটক সরকারের তরফ থেকে এবছর Kempegowda international award পাচ্ছেন এস.এম. কৃষ্ণ , নারায়ণ মূর্তি এবং প্রকাশ পাড়ুকোন।
8. কাজাখস্তানে অনুষ্ঠিত Qosanov memorial 2022 এ ডিসকাস থ্রো ইভেন্টে সোনার মেডেল জিতলেন ভারতের নবজীত ধিলোন।
9. সম্প্রতি নাগাল্যান্ডে Honey testing lab এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার।
10. ২০০ মিটার দৌড়ে ভারতের তৃতীয় দ্রুততম দৌড়বিদ হলেন ধনলক্ষ্মী সেকর ।
Current Affairs 2/07/22
1.ড. বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ডাক্তার দিবস পালন করা ১ লা জুলাই
2.সম্প্রতি মহারাষ্ট্রের নতুন মুখমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করলেন একনাথ শিন্ডে
3. “ PADMA ” নামে সেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেম লঞ্চ করলো ইন্ডিয়ান কোস্ট গার্ড
4.সম্প্রতি ৭৫ বছর বয়সে মারা গেলেন ভারতের প্রখ্যাত খেলোয়াড় Varinder Singh
5.সম্প্রতি ফিলিপিন্সেরর রাষ্ট্রপতি হিসাবে শপথ হন করলেন Ferdinand Marcos
6.সম্প্রতি ইউক্রেনকে ১ বিলিয়ন মিলিটারি সহযোগিতা দিচ্ছে ব্রিটেন
7.সিঙ্গাপুরের ৩ টি স্যাটেলাইট সহ PSLV - C53 নামে রকেট লঞ্চ করলো ISRO
৪.চারটি গ্র্যান্ড স্লামে ম্যাচ জেতা প্রথম টেনিস খেলোয়াড় হলেন
9.সম্প্রতি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে রাখা হলো সম্ভাজী নগর এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করে রাখা হলো ধারাশিব
10.GAIL ( India ) Limited- এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং পদে নিযুক্ত হচ্ছেন সন্দীপ কুমার গুপ্ত
Current Affairs 3/07/22
1. World UFO day পালন করা হয় প্রতিবছর ২ রা জুলাই।
2. সম্প্রতি ইংল্যান্ডের ODI এবং T20 টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন জোশ বাটলার।
3. সম্প্রতি ইজরায়েলের ১৪ তম নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন Yair lapid.
4. সম্প্রতি ৫৮ বছর বয়সে মারা গেলেন মালায়ালম অভিনেত্রী অম্বিকা রাও।
5. Stockholm diamond league এ ৮৯.৯৪ মিটার জ্যাভলিন ছুঁড়ে রুপোর মেডেল জিতলেন ভারতের নিরাজ চোপড়া।
6. চাঁদের উদ্দেশ্যে CAPSTONE মিশন লঞ্চ করলো আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা NASA .
7. 4th synergy conference অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে।(ভারতীয় সেনাবাহিনী এবং প্রতিরক্ষা হিসাব বিভাগের মধ্যে)।
8. Skykovivan নামে করোনা ভ্যাকসিন উৎপাদন ও বিক্রি অনুমোদন দিল দক্ষিণ কোরিয়া।
9. ৫১ ফুট লম্বা ভগবান পরশুরামের ব্রোঞ্জের স্ট্যাচু তৈরি করা হচ্ছে অরুনাচল প্রদেশে।
10. সম্প্রতি "Single- use plastic buy back scheme" লঞ্চ করলো হিমাচল প্রদেশ।
Current Affairs 4/07/22
1. আমেরিকান সুপ্রিমকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন Ketanji Brown Jackson.
2. CII Quality Ratna Award 2021 পেলেন অশোক সুতা।
3. জাতিসংঘের প্রজেক্ট অনুযায়ী , ২০৩৫ সালে ভারতের জনসংখ্যা হবে ৬৭৫ মিলিয়ন।
4. সম্প্রতি Pinterest কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন Ben Silbermann .
5. FanCode কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন রবি শাস্ত্রী।
6. PokerBaazi কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত বলিউড অভিনেতা শাহিদ কাপুর।
7. সরকারি বাস ভাড়ায় মহিলাদের ৫০% কনসেশন দিতে "Naari ko Naman" স্কিম লঞ্চ করলো হিমাচলপ্রদেশ।
8. financial action task force (FATF) এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভুত টি. রাজা কুমার।
9. টেস্ট ক্রিকেটে ইতিহাসে এক ওভারে ৩৫ রান করে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার জাসপ্রিত বুমরা।
10. ২০২২ জুন মাসে মোট GST সংগ্রহের পরিমাণ ১.৪৪ লক্ষ কোটি টাকা।
Current Affairs 5/07/22
1. Ayurveda Ratna Award 2022 দ্বারা সম্মানিত হলেন তনুজা নেসারি।
2. QS best student cities ranking 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে লন্ডন ; মুম্বাইয়ের স্থান ১০৩.
3. সম্প্রতি মুম্বাই পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হলেন বিবেক ফানসালকার।
4. সম্প্রতি NATO জয়েন করার জন্য আমন্ত্রণ পেল সুইডেন ও ফিনল্যান্ড।
5. ২০২২ সালে ভারতের বৃহত্তম ডাই অ্যামোনিয়াম ফসফেট সার সরবরাহকারী দেশ হলো রাশিয়া।
6. Indian Olympic association (IOA) এর সাথে দীর্ঘকালীন স্পনসরশীপ চুক্তি স্বাক্ষর করলো Adani sportsline.
7. ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে কে.কে. ভেনুগোপালের কার্যকালের মেয়াদ আরো ৩ মাস বৃদ্ধি করা হল।
8. প্রতিটা পরিবারের জন্য " Family card" ইস্যু করতে চলেছে উত্তরপ্রদেশ।
9. সম্প্রতি বেঙ্গালুরুতে Bosch India - র স্মার্ট ক্যাম্পাস উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
10. দেরাদুনে অস্ট্রেলিয়ার সাথে 9th Army to Army staff talks এর আয়োজন করলো ভারত।