দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স -06/07/2022
1. Femina Miss India 2022 শিরোপা জিতলেন কর্ণাটকের ভারতনাট্যম নৃত্যশিল্পী সিনি শেট্টি।
2. সম্প্রতি অন্ধ্রপ্রদেশে স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু -র ৩০ ফুট লম্বা ব্রোঞ্জের মূর্তি উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
3. যুক্তরাজ্যে অনুষ্ঠিত NRI world summit - এ Shiromani award পেলেন মিশেল পুনাবাল্লা।
4. সম্প্রতি তেলেঙ্গানায় ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্রজেক্ট চালু করলো NTPC.
5. Microsoft partners of the year awards 2022 জিতলো HCL technologies কোম্পানী।
6. রাজস্থানের যোধপুরে "সুরক্ষা মন্থন ২০২২" এর আয়োজন করলো Indian Army.
7. সম্প্রতি ৯১ বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত বাঙালি চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার।
8. British F1 grand prix 2022 জিতলেন স্প্যানিশ রেসিং কার ড্রাইভার Carlos Sainz .
9. সম্প্রতি কর্ণাটকে ভারতের প্রথম চালকবিহীন ফাইটার এয়ারক্রাফট সফলভাবে পরীক্ষা করলো DRDO.
10. 36th national games 2022 হোস্ট করবে গুজরাট।
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স -07/07/2022
1. ভারতের কনিষ্ঠতম স্পিকার হিসাবে মহারাষ্ট্র বিধানসভায় নির্বাচিত হলেন রাহুল নারবেকার।
2. States' start- up ranking 2021 তালিকায় "Best performer" হলো গুজরাট ও কর্ণাটক।
3. সম্প্রতি Pariksha sangam পোর্টাল লঞ্চ করল CBSE.
4. মহিলাদের ৩০০০ মিটার দৌড়ে বিগত ৬ বছরের জাতীয় রেকর্ড ভেঙে দিল পারুল চৌধুরী।
5. সম্প্রতি ৭৬ বছর বয়সে মারা গেলেন ফুটবলার EN sudhir.
6. National food security act(NFSA) এর বাস্তবায়নে শীর্ষস্থানে আছে উড়িষ্যা , দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ এবং তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ।
7. সম্প্রতি মুম্বাইয়ে 5th global film tourism conclave এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভী।
8. 2022 Malaysia open এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ডেনমার্কের Viktor Axelsen এবং মহিলা বিভাগে জিতলেন থাইল্যান্ডের Ratchanok Intanon .
9. Asia Pacific sustainability index 2021 এ শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর , দ্বিতীয় স্থানে সিডনি এবং তৃতীয় স্থানে রয়েছে ওয়েলিংটন।
10. " Most preferred workplaces 2022" তালিকায় প্রথম স্থানে রয়েছে NTPC.
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স -08/07/2022
1. গনিত ক্ষেত্রে Fields madel 2022 পেলেন ইউক্রেনের গনিত প্রফেসর Maryna viazovska.
2. কাজাখস্তানে অনুষ্ঠিত Elorda Cup এ ভারতীয় বক্সার আলফিয়া পাঠান এবং গীতিকা সোনার মেডেল জিতলেন।
3. Aviva India র নতুন CEO এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অসিত রথ।
4. Insecticides India কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন অভিনেতা অজয় দেবগন।
5. সম্প্রতি ১০০ বছর বয়সে মারা গেলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী পি. গোপীনাথন নায়ার।
6. শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতায় ড. রাজেন্দ্রপ্রসাদ মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রতিষ্ঠা করার ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
7. সম্প্রতি পুরুষ ও মহিলা উভয় ক্রিকেটারদের সমান পারিশ্রমিক দেওয়ার ঘোষণা করলো নিউজিল্যান্ড।
8. Assosiation of Indian universities (AIU) এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন সুরঞ্জন দাস।
9. "ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন" চালু হয়েছে ভারত ও নেপালের মধ্যে।
10. সম্প্রতি উড়িষ্যার একটি জঙ্গলের অংশ সরোজিনী মোহন্তর নামে রাখা হলো , যিনি ২ বছরে ৪ একর জায়গায় ৯৫% বৃক্ষি রোপণ করেছেন।
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স -09/07/2022
1. ভারতের প্রথম রাজ্য হিসাবে "Right to helath " বিল উত্থাপন করতে চলেছে রাজস্থান।
2. সম্প্রতি রাজ্যসভায় নমিনেটেড হলেন মহিলা অ্যাথলেটিক পি.টি. ঊষা।
3. সম্প্রতি নিউ দিল্লিতে ভারতের প্রথম Animal health summit উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পরষোত্তম রুপালা।
4. ভারতের নতুন G20 Sherpa হিসাবে নিযুক্ত হচ্ছেন অমিতাভ কান্ত।
5. Garmin Ltd. এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় ট্রাইঅ্যাথলেট কৌস্তব রাদকার।
6. United Nations mission in south Sudan( UNMISS) এর জন্য ফোর্স কমান্ডার হিসাবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহন সুব্রমনিয়ান।
7. ' Startup school India' নামে ৯ সপ্তাহব্যাপী ভার্চুয়াল প্রোগ্রাম লঞ্চ করলো Google.
8. America's top self -made woman billionaires তালিকায় ১৫ তম স্থান পেল ভারতীয় বংশোদ্ভুত জয়শ্রী উল্লাল।
9. সম্প্রতি SBI general insurance এর CEO এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন পরিতোষ ত্রিপাঠী।
10. ড্রাগ পাচার রুখতে "Operation narcos" লঞ্চ করলো Railway protection force (RPF)
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স -10/07/2022
1. ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্যাপ্টেন হিসাবে ১৩টি আন্তর্জাতিক T20 match জিতলেন রোহিত শর্মা।
2. Film festival Melbourne 2022 এ "Guest of honour" হিসাবে আমন্ত্রিত হলেন ক্রিকেটার কপিল দেব।
3. সম্প্রতি ৬৭ বছর বয়সে গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী জিনেজো অ্যাবে।
4. "Getting the bread : the Gen- z way to success" শিরোনামে বই লিখলেন প্রার্থনা বাত্রা।
5. ২০২৩ সালে ভারতের বৃহত্তম shopping festival হোস্ট করবে দিল্লি।
6. সম্প্রতি যুক্তরাজ্যের (UK) প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন Boris Johnson.
7. Confederation of Indian industry (CII) এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন আর. দীনেশ।
8. প্রথম মহিলা অর্থনীতিবিদ হিসাবে International monetary fund(IMF) এর "Wall of former chief economist" এ স্থান পেলেন গীতা গোপীনাথ।
9. কাজাখস্তানে অনুষ্ঠিত Eldora boxing cup 2022 এ ভারত মোট ১৪ টি মেডেল জিতলো , যার মধ্যে ২ টি সোনার , ২টি রুপোর এবং ১০টি ব্রোঞ্জের।
10. সম্প্রতি পাঞ্জাবের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বিজয় কুমার জানহুয়া।