Current Affairs July 11/07/22 to 15/07/22 in bengali PDF

 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 




Current Affairs 11/07/22 

1.সম্প্রতি শ্রীনগরে " statue of peace" এর উদ্বোধন করলেন স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ।

2.ভারতের প্রথম রাজ্য হিসাবে ১৩টি এক্সপ্রেসওয়ে তৈরি করছে উত্তরপ্রদেশ।

3.সম্প্রতি ভারতের ডেপুটি ইলেকশন কমিশনার পদে নিযুক্ত হলেন আর. কে. গুপ্ত।

 4.কনস্ট্রাকশন ওয়ার্কারদের দক্ষতার বিকাশ ঘটাতে "Mission Kushal karmi" প্রোগাম লঞ্চ করলো দিল্লি সরকার।

 5.IISC Bangalore এর সহযোগিতায় centre of excellence চালু করলো Nokia কোম্পানি।

6.ফিনল্যান্ডে অনুষ্ঠিত world masters athletics championships 2022 এ ১০০ মিটার দৌড়ে সোনার মেডেল জিতলেন ভারতের ৯৪ বছর বয়সী ভাগবনী দেবী ডগর।

7."Monument of national importance" হিসাবে ঘোষিত হতে চলা মানগড় টিলা গুজরাট -রাজস্থান বর্ডারে অবস্থিত।

8.সম্প্রতি ICC test batting rakings এ বিরাট কোহলির স্থান ১৩ ; প্রথম স্থানে রয়েছে ইংল্যান্ডের জো রুট।

9.Market research society of India (MRSI) এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন মণীশ মাখিজানি।

10.ইউনেস্কোর ইন্টার- গভর্নমেন্টাল প্যানেলে ৪ বছরের জন্য নির্বাচিত হলো ভারত

Current Affairs 12/07/22 

1.বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় ১১ ই জুলাই ; এবছরের থিম হলো - "A World of 8 billion : towards a resilient future for all - harnessing opportunities and ensuring rights and choices for all".

2.Mrs. Universe divine 2022 শিরোপা জিতলেন ভারতের পল্লবী সিং।

3. Wimbledon women's single title জিতলেন রাশিয়ায় জন্মগ্রহণকারী কাজাখস্তানের টেনিস খেলোয়াড় Elena Rybakina.

4.Wimbledon men's single title জিতলেন সার্বিয়ান টেনিস খেলোয়াড় Novak Djokovic.

5.International fund for agricultural development (IFAD) এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন Alvaro lario . 

6.সম্প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন Ranil wickremsinghe.

7.সম্প্রতি খারচি উৎসব পালিত হলো ত্রিপুরা রাজ্যে।

8.সম্প্রতি পর্যটন এবং পরিবহন ক্ষেত্রে সিকিমের সাথে চুক্তি স্বাক্ষর করলো  পশ্চিমবঙ্গ।

9.সম্প্রতি Global findex database 2021 রিলিজ করলো world Bank.

10. সম্প্রতি Early childhood education programs এর জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করল মেঘালয়।


Current Affairs 13/07/22 

 1. World paper bag day পালন করা হয় ১২ ই জুলাই , এবছরের থিম হলো -"If you are fantastic' , do something 'dramatic' To cut the 'plastic' , use 'paper bags".

 2. World Yoga cup 2022 এ বিশ্ব চ্যাম্পিয়ন হলো হুগলী জেলার আরামবাগের সূর্য মুখার্জী।

3. National High- speed Rail corporation limited (NHSRCL) এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রাজেন্দ্র প্রসাদ।

4. Austrian grand prix 2022 শিরোপা জিতলেন মোনাকোর রেসিং কার ড্রাইভার Charles Leclerc.

 5. সম্প্রতি ৮২ বছর বয়সে মারা গেলেন "ভারতীয় ইন্টারনেটের জনক" বিজেন্দ্র কুমার সিংগাল"।

 6. T20 ক্রিকেটের ইতিহাসে ৫০০টি ডট বল করা প্রথম ক্রিকেটার হলেন ভুবনেশ্বর কুমার।

 7. জাতি সংঘের রিপোর্ট অনুযায়ী , ২০২৩ সালে চীনের জনসংখ্যাকে অতিক্রম করবে ভারত।

 8. ভারতের নতুন পার্লামেন্ট বিল্ডিংয়ের উপরে উদ্ধোধন করা জাতীয় প্রতীকটি ব্রোঞ্জের তৈরি ; যেটির মোট ওজন ৯৫০০ কেজি এবং উচ্চতা ৬.৫ মিটার।

 9. জুন মাসে Syama Prasad Mookherjee Rurban mission এর আওতায় delta ranking এ শীর্ষস্থানে রয়েছে ঝাড়খণ্ড।

 10. ভারতে প্রথম Augmented reality (AR) screens লাগানো হবে মুম্বাই রেলওয়ে স্টেশনে।


Current Affairs 14/07/22 

1. সম্প্রতি ৬৮ তম রাষ্ট্র হিসাবে Interpol's Child Sexual Abuse Database- এ জয়েন করলো ভারত

2. Gijon Chess Masters টাইটেল জিতলো ভারতের দাবা গ্র্যান্ড মাস্টার ডি . গুকেশ করলো ভারত ; 


 3. সম্প্রতি নাগপুরে দীর্ঘতম ডবল ডেকার ব্রিজ তৈরি করে বিশ্ব এটির দৈর্ঘ্য ৩.১৪ কিমি 


4. জাপান সরকারের দ্বারা " Order of the Ri Sun " অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন নারায়ণ কুমার

 5. স্কুল ছুট শিক্ষার্থীদের সমীক্ষা করতে কলে থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য " Earn with Learn " স্কিম লঞ্চ করলো 

6. সম্প্রতি ঝাড়খন্ডে দেওঘর এয়ারপোর্টের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী

 7. দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ISSF World Cup- এ ভারতের হয়ে প্রথম সোনার মেডেল জিতলেন অর্জুন বাবুতা 

8. বাহরাইনে অনুষ্ঠিত Asian U - 20 Wrestling Championships- এ ভারত মোট ২২ টি মেডেল জিতলো ; যার মধ্যে ৪ টি সোনা , ৯ টি রূপো এবং ৯ টি ব্রোঞ্জ

 9. সম্প্রতি ৮৫ বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক এনামুল হক

 10. স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের উপর গুজরাটি ভাষায় ‘ Swadhinata Sangram Na Surviro ' শিরনামে বই রিলিজ করলেন মীনাক্ষী লেখি


Current Affairs 15/07/22 

1. Global Gender Gap Index 2022 - এ ভারতের স্থান ১৩৫ ; প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড

 2. সম্প্রতি ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন মুস্তাফিজুর রহমান

 3. জুন ২০২২ মাসে পুরুষ বিভাগে ICC Players of the Month হলেন ইংল্যান্ডের Jonny Bairstow 

4. ২০২২ জুন মাসে মহিলা বিভাগে ICC Players the Month হলেন দক্ষিণ আফ্রিকার Marizanne Kapp

 5. ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ এয়ারপোর্ট হিসাবে তৈরি হচ্ছে লে এয়ারপোর্ট

 6. RailTel Corporation of India Ltd ( RCIL ) - এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সঞ্জয় কুমার

 7. 10th World Pea Forum আয়োজিত হলো চীনের বেজিংয়ে

 ৪. সম্প্রতি Raymond কোম্পানির একজিকিউটিভ ভাইস
 চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অতুল সিং

 9. সম্প্রতি চেন্নাইয়ে ভারতের প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন ফ্যাক্টরি তৈরি করলো Agnikul Cosmos 

10. Goa Shipyard limited- এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ব্রজেশ উপাধ্যায়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad