Important GK class of geography পর্ব-১ | সাধারণ জ্ঞান - ভূগোল

 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 


১। র‍্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উঃ ভারত ও পাকিস্তানের মধ্যে।

২। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উঃ ভারত ও চীনের মধ্যে।

৩। হিন্ডেন বার্গ লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উঃ জার্মানী ও পোল্যান্ডের মধ্যে।

৪। লাইন ওব কন্ট্রোল কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উঃ ভারত ও পাকিস্তান।

৫। অর্ডার নাইসেলাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উঃ পূর্বতন পূর্ব জার্মানী ও পোল্যান্ডের মধ্যে।

৬। সেগ ফ্রেড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত?​
উঃ জার্মান ও ফ্রান্সের মধ্যে।
৭। ম্যাগিনট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত ?
উঃ জার্মান ও ফ্রান্সের মধ্যে।

৮। ১৭তম প্যারালাল - কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উঃ উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে।

৯। ২৪ তম প্যারালাল - কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উঃ ভারত ও পাকিস্তানের মধ্যে।

১০। ৩৮ তম প্যারালাল - কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উঃ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে।

১১। ৪৯ তম প্যারালাল - কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উঃ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে।

১২। ডুরান্ড লাইন - কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উঃ পাকিস্তান ও আফগানিস্থানের মধ্যে।
১৩। হট লাইন - কোথায় অবস্থিত?
উঃ রাশিয়া ও হোয়াইট হাউস এর মধ্যে।

১৪। ম্যানার হেম লাইন - কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উঃ রাশিয়া ও ফিনল্যান্ড।

১৫। ডানকান প্যাসেজ - কোথায় অবস্থিত?
উঃ সাউথ আন্দামান ও লিটল আন্দামান।

১৬। ৯ ডিগ্রী চ্যানেল - কোথায় অবস্থিত?
উঃ লাক্ষ্মা দ্বীপ ও মিনিকয় দ্বীপ।

১৭। ১০ ডিগ্রী চ্যানেল - কোথায় অবস্থিত?
উঃ আন্দামান ও নিকোবার এর মধ্যে।

১৮। সাত-এল- আরব - কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উঃ ইরাক ও ইরান এর মধ্যে।

১৯। বিষুবরেখা বা নিরক্ষরেখার অক্ষাংশ কত 
উঃ ০ ডিগ্রী অক্ষরেখা।

২০। অনুসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত থাকে?
উঃ ১৪.৭ কোটি কিমি।
২১। উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন কবে হয়?
উঃ ২১শে জুন।

২২। অপসূর অবস্থান কত তারিখে হয় ?
উঃ ৪ঠা জুলাই।

২৩। বিষুব কথার অর্থ কি?
উঃ দিন ও রাত্রী সমান।

২৪। জল বিষুব কত তারিখে হয়?
উঃ ২৩শে সেপ্টেম্বর।

২৫। দক্ষিণ গোলার্ধে সবথেকে বড় দিন কবে ?
উঃ ২২শে ডিসেম্বর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad