Dear Students,
Get exam-ready with our 200+ Life Science important One Liner Answers — specially designed for SSC, Railway, WBPSC, TET, WBCS, WBSSC, WBP, KP ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। টু দ্য পয়েন্টে এই এক লাইনের উত্তরগুলি জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন: কোষতত্ত্ব, মানব দেহতত্ত্ব, উদ্ভিদ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, জেনেটিক্স ইত্যাদি বিষয়কে কভার করে। এই এক লাইনের উত্তরগুলি খুব তারাতাড়ি রিভিশন করার জন্য উপযোগী।
Each one-liner is crafted to help with quick revision and last-minute preparation. Whether you’re a beginner or final-stage aspirant, this resource is ideal for saving time while covering maximum Life Science topics.
এই এক লাইনের উত্তরগুলি জেনারেল সায়েন্স সেকশনের জন্য অত্যন্ত কার্যকরী, বিশেষ করে যেসব পরীক্ষায় বিজ্ঞান বিষয়ক জিকে থেকে প্রশ্ন আসে।
Start your smart preparation today and strengthen your Life Science basics with our accurate, exam-focused one liners!
Life Science One Liner answers
- কোশ এবং যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কর্তা রবার্ট হুক।
- কোশতত্ত্বের প্রবক্তা প্লেইডেন ও সোয়ান।
- DNA-এর ডাবল হেলিক্স মডেলের নক্শা আবিষ্কার করে নোবেল বিজয়ী হন বিজ্ঞানীদ্বয় ওয়াটসন ও ক্রিক।
- জেনেটিক কোড আবিষ্কার-এর জন্য নোবেল পুরস্কৃত ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খোরানা।
- ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির জনক হলেন ক্যারোলাস লিনিয়াস।
- বিজ্ঞানী আইভান প্যাভলভ শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া পরীক্ষার দ্বারা প্রমাণ করেন।
- সালোকসংশ্লেষের সময় উদ্ভিদ অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, তা প্রথম প্রমাণ করেন জোসেফ প্রিস্টলে।
- গুটি বসন্তের টীকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার।
- জিনতত্ত্বের জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল কে।
- বায়োলজি শব্দের জনক ও অভিব্যক্তিবাদের প্রবক্তা জ্যাঁ ব্যাপ্তিস্তে ল্যামার্ক।
- চার্লস ডারউইনের লেখা জীব-বিবর্তন সংক্রান্ত গ্রন্থটির নাম 'Origin of species by means of natural সেলেচতিওন'
- জীববিজ্ঞানের প্রথম প্রতিষ্ঠাতা অ্যারিস্টটল্।
- অ্যারিস্টটল্ সর্বপ্রথম তিমি ও ডলফিনকে মৎস্য জগত থেকে পৃথক করেন।
- আধুনিক অ্যানাটমির জনক হলেন ভেস্যালিয়াস।
- উইলিয়াম হার্ভে সর্বপ্রথম মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি পর্যবেক্ষণ করেন।
- সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন লিউয়েনহুক।
- অ্যানথ্রাক্স ও জলাতঙ্কের টীকা এবং পাস্তুরাইজেশন পদ্ধতির প্রবর্তক লুই পাস্তুর।
- বায়োজেনেসিস তত্ত্বের প্রবক্তা হলেন লুই পাস্তুর।
- পেনিসিলিন এর উৎস পেনিসিলিয়াম নোটেটাম নামক একটি ছত্রাক।
- মিউটেশন তত্ত্ব প্রচলন করেন হুগো দ্য ভিস।
- জার্মপ্লাজম তত্ত্বের প্রবর্তক ভাইসম্যান।
- ECG এর পুরো নাম ইলেক্ট্রোকার্ডিওগ্রাম।
- ACTH → অ্যাড্রিনোকটিকোট্রফিক হরমোন।
- MSH → মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন।
- ICZN এর সম্পূর্ণ নাম International Code of Zoological Nomenclature.
- বেনেডিক্ট রথ অ্যাপারেটাসের সাহায্যে মানবদেহের BMR নির্ণয় করা হয়।
- উদ্ভিদের কান্ডের দৈর্ঘ্য বৃদ্ধির হার পরিমাপ করার যন্ত্র হল আর্ক-ইন্ডিকেটর।
- সবচেয়ে ক্ষুদ্র কোশ মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম নামক ব্যাক্টিরিয়াম-এর কোশ। (0.1 µm)
- মানবদেহের ক্ষুদ্রতম কোশ শ্বেতকণিকা।
- উদ্ভিদ কোশ-প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ।
- ইউক্রোমাটিন হল ক্রোমাটিন জালিকার বেশি DNA যুক্ত অঞ্চল।
- মানবদেহের দীর্ঘতম কোশ স্নায়ুকোশ।
- ক্রিস্টি হল মাইটোকনড্রিয়ার অন্ত:পর্দার ভাঁজ।
- কোশের শক্তিঘর বলা হয় মাইটোকনড্রিয়া-কে।
- জ্যান্থোপ্লাস্ট হল হলুদ বর্ণের প্লাস্টিড।
- বর্ণহীন প্লাসটিড হল লিউকোপ্লাস্টিড।
- অ্যামাইলোপ্লাস্ট-এর মধ্যে শ্বেতসার সঞ্চিত থাকে।
- প্রাণিকোশ বিভাজনের সময় বেমতত্ত্ব গঠন করে সেন্ট্রোজোম।
- প্রোক্যারিওটিক কোশের রাইবোজোম 70S প্রকৃতির।
- জনন কোশের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড (n)।
- অ্যাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের সংখ্যা শূন্য। ক্রোমোজোমের আবরণ হল পেলিকল্।
- RNA-তে উপস্থিত পিরিমিডিন বেস হল ইউরাসিল।
- দ্বিতন্ত্রী DNA কুণ্ডলীর একটি সম্পূর্ণ পাকের দূরত্ব 34Å (অ্যাংস্ট্রম)।
- শিমূল গাছের পাতা হল যৌগিক।
- উদ্ভিদের ফুল প্রকৃতপক্ষে পরিবর্তিত বিটপ।
- আতা হল গুচ্ছিত ফল।
- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন গ্যাসের উৎস জল।
- সালোকসংশ্লেষকারী ব্যাক্টেরিয়া রোডোসিউডোমোনাস।
- সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার স্থান ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা।
- সালোকসংশ্লেষে উৎপন্ন প্রতি গ্রাম অণু গ্লুকোজে 686 KCal শক্তি সঞ্চিত হয়।
- হিল বিকারক (NADP+) হাইড্রোজেন গ্রহণ করে।
- জীবকোশের এনার্জি কারেন্সি হল ATP
- সর্বাধিক সালোকসংশ্লেষ সংঘটিত হয় সামুদ্রিক শৈবাল ক্লোরেল্লা-তে।
- শ্বসন হল অপচিতি বিপাক।
- তাম্রঘটিত শ্বাসরঞ্জক হিমোসায়ানিন।
- লৌহঘটিত শ্বাসরঞ্জক হিমোএরিথ্রিন।
- গ্লাইকোলাইসিসকে EMP পথ বলে।
- ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত জৈব বস্তু সাইট্রিক অ্যাসিড।
- শ্বসনে মোট 38 অণু ATP উৎপাদিত হয়।
- অবাত শ্বসন দেখা যায় ডিনাইট্রিফাইং ব্যাক্টিরিয়াতে।
- কোহল সন্ধান ঘটায় ঈস্ট নামক ছত্রাক।
- শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে।
- দেহতল দ্বারা শ্বাসকার্য চালায় হাইড্রা, অ্যামিবা, স্পঞ্জ।
- আরশোলার প্রধান শ্বাসযন্ত্র ট্র্যাকীয়া।
- বই-ফুসফুস মাকড়সার শ্বাসযন্ত্র।
- ইলেকট্রিক রে মাছের দেহে উৎপন্ন বিদ্যুৎ শ্বসন থেকে পাওয়া শক্তির রূপান্তর।
- গৃহীত খাদ্যের শোষণ ঘটে ক্ষুদ্রান্ত্রে।
- ভিটামিন হল দেহ-সংরক্ষক খাদ্য।
- প্রোটিন বাঁচোয়া খাদ্য হল শ্বেতসার।
- পেপটোন একটি লব্ধ প্রোটিন।
- ম্যারাসমাস ঘটে প্রোটিনের অভাবে।
- মেন্ডেলের একসংকর পরীক্ষায় উৎপন্ন উদ্ভিদের জেনোটাইপ অনুপাত 1 (বিশুদ্ধ লম্বা): 2 (সংকর লম্বা): 1(বিশুদ্ধ বেঁটে)।
- মানুষের বংশগত ও প্রচ্ছন্ন জিনগত রোগ হল হিমোফিলিয়া ও বর্ণান্ধতা।
- বিবর্তনের সায়ানোজেন মতবাদের প্রবক্তা বিজ্ঞানী ফুজার।
- মানুষের হাত ও তিমির প্যাডেল হল সমসংস্থ অঙ্গ।
- মেরুদন্ডের শেষপ্রান্তে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ হল কক্সিস।
- লাংফিস মৎস্য ও উভচরের সংযোগরক্ষাকারী প্রাণী।
- পেরিপেটাস হল অঙ্গুরীমাল ও সন্ধিপদের সংযোগরক্ষাকারী প্রাণী।
- রাইনিয়া ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার অন্তর্বর্তী উদ্ভিদ।
- মানুষের জীবাশ্ম অস্ট্রেলোপিথেকাস।
- স্ফেনোেডন হল জীবন্ত জীবাশ্ম।
- রাজকাঁকড়া সন্ধিপদ জীবন্ত জীবাশ্ম।
- ল্যামার্ক রচিত অভিব্যক্তি সংক্রান্ত গ্রন্থ 'ফিলোসফিক জুওলজিক'।
- বিবর্তনের 'প্রাকৃতিক নির্বাচন' তত্ত্বের প্রবত্তা চার্লস ডারউইন।
- ফণিমনসা হল জেরোফাইট উদ্ভিদ।
- পদ্মের কান্ড গ্রন্থিকান্ড।
- ক্যাকটাসের কাঁটা পাতার অভিযোজিত রূপ।
- মটর গাছের রোহিণী অভিযোজন ঘটে।
- উড়ুক্কু মাছ গৌণ খেচর প্রাণী।
- পায়রার অগ্রপদ ডানায় রূপান্তরিত।
- মায়োটোম পেশি মাছের মেরুদণ্ড সঞ্চালনে সহায়তা করে।
- অ্যাজোটোব্যাক্টর মাটিতে নাইট্রেজেন স্থিতিকরণ করে।
- বাস্তুতন্ত্রের অন্তর্গত উদ্ভিদগোষ্ঠী ফ্লোরা ও প্রাণীগোষ্ঠী ফনা।
- স্পঞ্জ হল বেনথস।
- বাজপাখি প্রগৌণ খাদক।
- বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী।
- ভারতের একটি বিলুপ্ত প্রাণী গোলাপী মাথা হাঁস।
- পশ্চিমবঙ্গের গরুমারা একটি রিজার্ভ ফরেস্ট।
- জলদাপাড়া অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয়।
- ফ্যাট জাতীয় খাদ্যের তাপনমূল্য 9.3 KCal।
- লিনোলেয়িক অ্যাসিড একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড।
- মোম হল সরল ফ্যাট।
- সরিষা হল উদ্ভিজ্জ ফ্যাটের উৎস।
- ভিটামিন P হল একটি জলে দ্রবণীয় ভিটামিন।
- ঢেঁকিছাটা চাল ভিটামিন B-Complex-এর উৎস।
- ভিটামিন K-এর উৎস আলফা-আলফা শাক।
- বন্ধ্যাত্ব প্রতিরোধ করে ভিটামিন E।
- ভিটামিন C সঞ্চিত হয় অ্যাড্রিনাল কর্টেক্সে।
- রেটিনায় রড কোশ গঠন করে ভিটামিন A।
- সূর্যালোকের অতিবেগুনী রশ্মির প্রভাবে ত্বকে ভিটামিন D সংশ্লেষিত হয়।
- রাইবোফ্লাভিনের অ্যান্টিভিটামিন গ্যালাক্টোফ্লাভিন।
- ফিনোডার্মা বা টোড-স্কিন রোগ হয় ভিটামিন A-এর অভাবে।
- ভিটামিন D-এর প্রোভিটামিন আর্গাস্টেরল।
- উদ্ভিদদেহে ক্লোরোসিস রোগ হয় ম্যাগনেশিয়ামের অভাবে।
- উদ্ভিদ পুষ্টিতে একটি স্বল্পমাত্রিক মৌল হল মলিবডিনাম।
- অ্যামিবা খাদ্য গ্রহণ করে ক্ষণপদের সাহায্যে।
- পাকস্থলীতে HCI নিঃসরণ করে অক্সিনটিক গ্রন্থি।
- কো-এনজাইম হল উৎসেচকের প্রোটিনবিহীন অংশ।
- রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ 80-120 mg/100 ml।
- ট্র্যাকীড হল জাইলেম বাহিকার অংশ।
- উদ্ভিদ সংবহনের ভাইটালিস্টিক মতবাদের প্রবক্তা জগদীশচন্দ্র বসু।
- মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় শামুকের দেহে।
- তরল যোগকলা হল রক্ত।
- দানাবিহীন শ্বেতকণিকা লিম্ফোসাইট।
- লিউকেমিয়া-তে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে 50000-এর বেশী হয়।
- লোহিত কণিকার উৎসস্থল অস্থিমজ্জা।
- পারনিসিয়াস অ্যানিমিয়া ভিটামিন B₁₂-এর অভাবে ঘটে।
- লোহিত কণিকার গড় আয়ু 120 দিন।
- ফ্যাগোসাইটোসিস হল শ্বেতকণিকা দ্বারা জীবাণু ধ্বংসের কৌশল।
- অ্যান্টিজেন নিঃসৃত অধিবিষকে নষ্ট করে অ্যান্টিবডি।
- রক্তের হেপারিন হল তঞ্চক বিরোধী পদার্থ।
- রক্তের সার্বিক গ্রহীতা AB গ্রুপ।
- কোনো অ্যাগ্লুটিনোজেন উপস্থিত থাকে না O-গ্রুপে।
- এস-এ নোডকে বলা হয় পেসমেকার।
- হৃৎপিণ্ডের আবরণী পেরিকার্ডিয়াম।
- দ্বিপত্রক কপাটিকার অবস্থান বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল।
- ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত বহন করে।
- দেহের সর্ববৃহৎ লসিকাগ্রন্থি প্লীহা।
- ক্ল্যামাইডোমোনাসে সিলিয়ারি চলন দেখা যায়।
- রিওট্যাকটিক চলন ঘটে জলস্রোতের তারতম্যের প্রভাবে।
- প্রকরণ চলন দেখা যায় বনচাঁড়ালের পাতায়।
- অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন দেখা যায় সুন্দরী গাছের শ্বাসমূলে।
- লজ্জাবতী লতার পাতায় সিমোন্যাস্টিক চলন দেখা যায়।
- হিপ জয়েন্ট দেখা যায় হাঁটু, কনুই, আঙুলে।
- হেনলীর লুপ থাকে বৃক্কীয় নালিকায়।
- বাওম্যানের ক্যাপসুল থাকে ম্যালপিজিয়ান করপাসলে।
- শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা দেখা যায় সুন্দরবন অঞ্চলে।
- ভাইরাস অ-কোশীয় বস্তু।
- ক্যাপসিড হল ভাইরাসের বহিরাবরণ।
- ব্যাকটিরিওফাজ হল DNA-যুক্ত ভাইরাস।
- TMV এর সম্পূর্ণ নাম টোবাকো মোজেক ভাইরাস।
- HIV: হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।
- AIDS: অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম।
- ব্যাসিলাস হল গ্রাম-নেগেটিভ ব্যাক্টিরিয়া।
- অন্ত্রে ভিটামিন B₁ সংশ্লেষ করে ই.কোলাই ব্যাকটিরিয়া।
- ম্যালেরিয়া সৃষ্টিকারী আদ্যপ্রাণী হল প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স।
- উদরাময় সৃষ্টিকারী ক্ষতিকর প্রোটোজোয়া হল এন্টামিবা হিস্টোলাইটিকা।
- পাকসিনিয়া গ্রামিনিস ভাইরাস গমের মরিচা রোগ সৃষ্টি করে।
- মেনিনজেস হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ।
- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহবরে থাকে সেরিব্রো-স্পাইনাল ফ্লুইড।
- গুরু মস্তিষ্ক হল অগ্র-মস্তিষ্কের অংশ।
- পনস এর অবস্থান মধ্য মস্তিষ্কে।
- ঘ্রাণ অনুভূতি নিয়ন্ত্রণ করে এপিথ্যালামাস।
- করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া এবং সুষুন্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া।
- ভেগাস স্নায়ুটি মিশ্র স্নায়ু।
- অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থল অন্ধবিন্দুতে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না।
- পীত বিন্দুতে কোন কোশের সংখ্যা খুব বেশি।
- মৃদু আলোক সুবেদী রডকোশে রোডপসিন রঞ্জক থাকে।
- বর্ণ সুবেদী কোন কোশে আয়ডপসিন ও সায়নাপসিন রঞ্জক থাকে।
- চক্ষু পেশি সংকুচিত হয় অকূলোমোটর স্নায়ুর দ্বারা।
- অ্যাকুয়াস হিউমার প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে।
- দেহের সবচেয়ে ছোট অস্থি স্টেপিস।
- ইউস্টেচিয়াল নালী বায়ু পূর্ণ থাকে।
- কানের অটোলিথ যন্ত্র দেহের ভারসাম্য রক্ষা করে।
- ঘ্রাণ নিয়ন্ত্রণ করে অলফ্যাক্টরি স্নায়ু।
- লবণাক্ত স্বাদ গ্রহণ করে জিহ্বার মধ্যভাগ।
- ঘর্ম-গ্রন্থির অবস্থান অন্তঃত্বক।
- চর্মের গলগি ম্যাজোনির অঙ্গ তাপ গ্রাহক।
- হরমোন-এর আবিষ্কর্তা বেলিস ও স্টারলিং।
- হরমোন হল প্রাণিদেহের রাসায়নিক সমন্বয়কারী।
- অক্সিন হরমোন সংশ্লেষিত হয় ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে।
- ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড (IPA) হল কৃত্রিম অক্সিন।
- বীজবিহীন ফল উৎপাদনে অক্সিন প্রয়োগ করা হয়।
- খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় জিব্বেরেলিন।
- কাইনিন হরমোনে পিউরিন নামক নাইট্রোজেনঘটিত ক্ষারীয় পদার্থ থাকে।
- ডাবের জলে প্রাপ্ত হরমোন হল কাইনিন।
- পিটুইটারিকে প্রভূগ্রন্থি বলা হয়।
- গ্লুকাগন ও ইনসুলিন ক্ষরিত হয় অগ্ন্যাশয়ের আইলেট্স অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থেকে।
- MSH হরমোন ক্ষরিত হয় পিটুইটারির মধ্যভাগ থেকে।
- থাইরক্সিন হরমোন ক্ষরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে।
- HCG হরমোন ক্ষরিত হয় অমরা বা প্লাসেন্টা থেকে।
- বৃক্কীয় নালীর পুনঃশোষণে সহায়তা করে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন।
- প্রোল্যাকটিন বা লিউটোট্রফিক হরমোন মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণে সহায়তা করে।
- অ্যাড্রিনালিনকে জরুরীকালীন হরমোন বলা হয়।
- ব্যাকটিরিয়ার দেহে অ্যামাইটোসিস কোশ বিভাজন ঘটে।
- ইন্টারফেজ দশা দেখা যায় মাইটোসিস কোশ বিভাজনে।
- মাইটোসিসে উৎপন্ন অপত্য কোশের সংখ্যা ২টি।
- মায়োসিস কোশ বিভাজন ঘটে জনন মাতৃকোশে।
- মাইটোসিসে নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে মেটাফেজ দশায়।
- মায়োসিস কোশ বিভাজনে ক্রসিং-ওভার ঘটে প্যাকাইটিন দশায়।
- সমসংস্থ ক্রোমোজোম জোড়কে বাইভ্যালেন্ট বলে।
- সস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 3n।
- প্রাণীদেহের বৃদ্ধির হার প্রকাশক লেখচিত্রকে সিগ্লয়েড কার্ড বলে।
- প্রাণীদেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে সোমাটোট্রফিক হরমোন।
- উদ্ভিদের বয়স নির্ণয় করা যায় বৃদ্ধি-বলয়ের সাহায্যে।
- লার্ভা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় মেটামরফোসিসের মাধ্যমে।
- প্রতিকূল রূপান্তর দেখা যায় অ্যাসিডিয়ার দেহে।
- মানবদেহের মুখ্য বৃদ্ধিকাল 14-18 বছর বয়স পর্যন্ত।
- পুরুষদেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায় টেস্টোস্টেরন হরমোনের ক্রিয়ায়।
- নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোশ হল জাইগোট।
- অ্যাগারিকাসের দেহে অযৌন জনন ঘটে।
- অপুংজনি দেখা যায় মৌমাছির দেহে।
- পত্রাশ্রয়ী মুকুল দেখা যায় পাথরকুচি গাছে।
- কাক্ষিক মুকুল দেখা যায় আলুতে।
- গোলাপ গাছের কান্ডজ মুকুল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়।
- গুটিকলম করা হয় আম গাছে।
- হাইড্রা কোরকোদ্গমের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে।
- উন্নত শ্রেণির উদ্ভিদ ও প্রাণীর যৌন জনন পদ্ধতি হল উদ্যামী।