আজকের অলোচ্য বিষয়
বিখ্যাত খেলোয়াড়দের নাম এবং তাদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম সম্পর্কে
ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি
প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা
মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে "Names of famous sportsmen and their autobiographical books" সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
আত্মজীবনী | খেলোয়াড়ের নাম |
---|---|
Playing it My Way | শচীন তেন্ডুলকার |
A Century Is Not Enough | সৌরভ গাঙ্গুলী |
Sunny Days | সুনীল গাভাস্কার |
GOAL | ধ্যানচাঁদ |
Unguarded | মিথালী রাজ |
The Race of My Life | মিলখা সিং |
Golden Girl | পি.টি. ঊষা |
Unbreakable | মেরি কম |
Straight from the Heart | কপিল দেব |
Faster Than Lightning | ইউসেন বোল্ট |
The Test of My Life | যুবরাজ সিং |
A Shot at History | অভিনব বিন্দ্ৰা |
281 and Beyond | ভিভিএস লক্ষ্মণ |
Why Soccer Matters | পেলে |
Playing to win | সাইনা নেহয়াল |
Ace against Odds | সানিয়া মির্জা |
Mind Master | বিশ্বনাথন আনন্দ |
Touched by God | দিয়াগো মারাদোনা |
Game Changer | শাহিদ আফ্রিদি |
Born Again on the Mountain | অরুনিমা সিনহা |
Moments | ক্রিশ্চিয়ানো রোনাল্ডো |
Believe - What Life and Cricket Taught me | সুরেশ রায়না |
Serve to Win | নাভাক জোকোভিচ |
My World, My Side | ডেভিড বেখম |
Six Machine | ক্রিস গেইল |
No spin | শেন ওয়ার্ন |
Ponting: At the Close of Play | রিকি পন্টিং |
Shuttling to the Top | পি.ভি. সিন্ধু |
All Round View | ইমরান খান |
Wide Angle | অনিল কুম্বলে |