Bengali Modarate level Mock test for Competitive Exams Part- 62 | ssc mts

Top Post Ad

Online Gk mock test in Bengali
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি Free Online Mock Test in Bengali Part- 62. এই অনলাইন প্র্যাকটিস মক টেস্টে নির্বাচন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত করা হয়েছে। এই অনলাইন কুইজ মক টেস্টের প্রশ্নগুলি বেশিরভাগই আগের বছরের পরীক্ষা থেকে নেওয়া হয়। মকটেস্ট এর প্রশ্ন গুলি বেশির ভাগই Advance Level -এর রাখা হয়েছে। তাই সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা কুইজ মক টেস্ট দেওয়ার জন্য wbexams.in হল সেরা ঠিকানা। 
এখানে অনলাইন মক টেস্টে 22টি সেরা Most VVI GK প্রশ্ন যুক্ত করা হয়েছে। বিশেষ করে এই পরীক্ষায় যেমন - WBCS Exam, SSC GK Exam, Railway NTPC & Group D Exam, WBP Constable Exam, KP Constable Exam, WB SI & KP SI GK Exam, KPS GK Exam, WB Group C & D GK Exam, SSC CGL Exam, SSC CHSL GK Exam, MTS GK Exam, PSC Clerkship Exam বিবিধ পরীক্ষায় মক টেস্টটি সমানভাবে উপকারী হবে। এই অনলাইন বাংলা জিকে মক টেস্ট প্রতিটি Competitive Exams -এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বিভিন্ন Competitive exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Govt Exams -এর প্রস্তুতি দেওয়া হয়। দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন।
SUBJECT GK and GS
Mock Test Part- 62
Total Questions 22
Total Marks 22
Total Time 40 Second/Question
Language Bengali
Quiz Application

বিভিন্ন ধরনের Competitive exams -এর প্রস্তুতির জন্য wbexams.in এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Govt Exams -এর প্রস্তুতি দেওয়া হয়। এছাড়াও দৈনিক Poll Mock Test -এ অংশ নিতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

আরও কুইজে অংশ নেওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হোন। এই Mock Test -এ যে প্রশ্নগুলি ইনক্লুড করা হয়েছে তা নিম্নে দেওয়া হল।👇
  • নীচের উপাদানগুলোর মধ্যে কোটি সবচাইতে অপরিবর্তনীয়?
  • জীবাশ্ম (Fossil) সংক্রান্ত আলোচনাকে বলা হয়-
  • পালযুগের অর্থনীতি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল?
  • কোন্ আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়?
  • আকবর কাকে ‘কবিপ্রিয়’ উপাধি দেন?
  • সহস্র বুদ্ধগুহা কোথায় পাওয়া গিয়েছে?
  • পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা রাখে—
  • কাকে গদর পার্টি মারতে চেয়েছিল? 
  • বিখ্যাত ছবি ‘ভারত মাতা’ কে এঁকেছিলেন?
  • বার্নার দিয়ে ফ্লাস্কের জল ফুটানো হচ্ছে। কী করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে?
  • একটি বরফের ঘনক একটি বড় বিকারের জলের মধ্যে ভাসানো আছে। বরফের ঘনকটিতে একটি বড় বায়ুর বুদবুদ আছে। যখন বরফটি সম্পূর্ণ গলে যাবে, তখন বিকারের জলের তলের কী পরিবর্তন হবে?
  • 1940-এ মুসলিম লীগের কোন্ অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় ?
  • একটি গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ?
  • কোন্ গ্যাসের উপস্থিতির ফলে কয়লাখনিতে বিস্ফোরণ হয়?
  • ব্যাকট্রীয় গ্রিকদের তৈরি দ্বিতীয় শতাব্দীর তক্ষশীলা দুর্গ-শহর কারা ধ্বংস করেছিল?
  • ‘লুকাস স্ট্যাণ্ডি’ কথার অর্থ কি?
  • নীচের কোন্ নদীগুলির উৎসস্থল প্রায় একই?
  • নিম্নলিখিত সংস্থার থেকে ঋণ নেওয়ার ফলে ভারতে Structural Adjustment নীতি চালু হয়—
  • রবীন্দ্রনাথের কোন্ উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়?
  • কোন শহরে প্রথম "All India Journalists
  • workshop" আয়োজিত হয়েছিল?
  • সিন্ধু সভ্যতার সবথেকে বেশি নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে?
  • ভারতে ডেমোক্রেটিক র‍্যাডিকাল দল-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.