Bengali Current Affairs - 06 October 2022 | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Bengali current affairs


Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams- প্রশ্ন আসবেই এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই

 

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন ☞

 Telegram (link)

 

➤ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 6 তম সংস্করণ সম্প্রতি নয়াদিল্লিতে সম্পন্ন হয়েছে এই ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা 5G পরিষেবা চালু করেছেন নয়াদিল্লির প্রগতি ময়দানে এর আয়োজন করা য়েছিল

 

➤সৌদি আরব Riyadh International Book Fair 2022 Award চালু করেছে রিয়াদ আন্তর্জাতিক বইমেলা 2022 থিম - "সাংস্কৃতিক অধ্যায়" 32টি দেশের প্রতিনিধিত্বকারী প্রায় 1,200টি প্রকাশনা সংস্থা প্রদর্শনীতে অংশগ্রহণ করছে

 

➤'ভ্যালি অফ ওয়ার্ডস' বই পুরস্কার 2022 এর বিজয়ীদের ঘোষণা করা হয়েছেআনিস সেলিম রচিত 'দ্য অড বুক অফ বেবি নেমস' সেরা ইংরেজি কথাসাহিত্যের পুরস্কার জিতেছে

 

➤প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল 2022 সালের জাতিসংঘের শরণার্থী সংস্থার মর্যাদাপূর্ণ ন্যানসেন পুরস্কার জিতেছেন 2015 এবং 2016 সালে জার্মানিতে 1.2 মিলিয়নেরও বেশি শরণার্থীদেরকে স্বাগত জানানোর জন্য তিনি পুরস্কৃত হয়েছেন 1954 সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয়েছিল

 

➤পুনে ভিত্তিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির বিজ্ঞানী রক্সি ম্যাথিউ কোল 2022 দেবেন্দ্র লাল মেমোরিয়াল মেডেল পেয়েছেন পৃথিবী মহাকাশ বিজ্ঞানে তাঁর অসামান্য গবেষণার জন্য কোলকে নির্বাচিত করা হয়েছিল

 

➤Yunging Tang  কে 2022 সালের জন্য SASTRA রামানুজন পুরস্কার প্রদান করা হবে ইনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া -এর সহকারী অধ্যাপক32 বছর বা তার কম বয়সী ব্যক্তি যাদের গণিতের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন, তাদের এই পুরস্কার প্রদান করা হয়

 

➤প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি উত্তর প্রদেশের ফৈজাবাদ সেনানিবাসের নাম পরিবর্তন করে অযোধ্যা সেনানিবাস রেছেন সেনানিবাস হল একটি সামরিক বা পুলিশ কোয়ার্টার

 

➤আন্তর্জাতিক শিক্ষক দিবস প্রতি বছর অক্টোবর পালিত হয় 1994 সালে UNESCO কর্তৃক 5 অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয় ভারতে প্রতি বছর 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়

 

➤USA চীনকে হারিয়ে FIBA ​​মহিলা বাস্কেটবল বিশ্বকাপ 2022 জিতেছে আমেরিকানরা তাদের টানা চতুর্থবার এবং মোট 11 তম শিরোপা হয়েছেন

 

➤রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সৌরাষ্ট্রকে আট উইকেটে পরাজিত করে রেস্ট অফ ইন্ডিয়া(ROI) 29তম ইরানি কাপ 2022 শিরোপা হয়েছেনইরানি কাপ ভারতের একটি টেস্ট ম্যাচ ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট

 

Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in bengali, Question and Answers Bengali Current Affairs,  Competitive Exams Current Affairs

 

Current Affairs – 5 October 2022 (link)

Current Affairs – 4 October 2022 (link)

Current Affairs - 7 October 2022 (link)

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad