Bengali Current Affairs - 04 October 2022 | বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

Bengali current affairs

Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams - প্রশ্ন আসবেই এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই

 

➤প্রতি বছর ৪ঠা অক্টোবর বিশ্ব অ্যানিম্যাল দিবস পালিত হয় বিশ্বজুড়ে অ্যানিম্যালদের কল্যাণের মান উন্নত করা এর লক্ষ এই দিনটি প্রথম পালিত হয় 1925 সালে

 

➤সন্দীপ কুমার গুপ্ত সম্প্রতি দেশের বৃহত্তম গ্যাস কোম্পানি GAIL লিমিটেডের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি  আগে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিরেক্টর ছিলেন GAIL এর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক 21টি রাজ্যকে কভার করে

 

➤মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস সম্প্রতি রাজ্যে বন্দে মাতরম উদ্যোগ চালু করেছেন মহাত্মা গান্ধীর 153তম জন্মবার্ষিকীতে এই উদ্যোগ চালু করেছেন এই উদ্যোগ সরকারি কর্মচারীদের হ্যালোর পরিবর্তে 'বন্দে মাতরম' বলতে বাধ্য করা হবে

 

➤ISRO বিজ্ঞানী অনিল কুমার ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমানে অনিল কুমার ISRO-তে সহযোগী পরিচালক হিসাবে কাজ করছেন IAF 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছিল IAF হল বিশ্বের শীর্ষস্থানীয় স্পেস সংস্থা

 

 ➤কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং সম্প্রতি নতুন দিল্লিতে জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কার 2022 এর জন্য ওয়েব পোর্টাল চালু করেছেন স্কিমের উদ্দেশ্য হল গঠনমূলক প্রতিযোগিতা, উদ্ভাবন এবং সর্বোত্তম অনুশীলনের প্রাতিষ্ঠানিকীকরণকে উৎসাহিত করা

 

➤লেখক ডঃ মাধব হাদা তার 2015 সালের সাহিত্য সমালোচনা বই 'পাচরাং চোলা পাহাড় সখী রি'-এর জন্য 32 তম বিহারী পুরস্কারে ভূষিত য়েছেন এতে রয়েছে R2.5 লাখের নগদ পুরস্কার এবং একটি প্রশংসাপত্র 1991 সালে কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা প্রথম এই পুরষ্কার দেওয়া হয়েছিল


➤তেলেঙ্গানা সরকার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি পরিষেবাগুলিতে তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণ 4 শতাংশ বাড়িয়েছে   শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে

 

➤প্রখ্যাত আইনজীবী ললিত ভাসিন ইন্ডিয়ান আমেরিকান চেম্বার্স অফ কমার্স (IACC) এর জাতীয় সভাপতি নিযুক্ত হয়েছেন তিনি এই পদে নির্বাচিত হওয়ার আগে আইএসিসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ছিলেন এর উদ্দেশ্য  ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাণিজ্যকে উন্নীত করা

 

➤অর্থপ্রদান এবং আর্থিক পরিষেবা প্রদানকারী PhonePe সিঙ্গাপুর থেকে ভারতে তার বাসস্থান স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেছে PhonePe 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল

 

➤সিনিয়র আইপিএস অফিসার সুজয় লাল থাওসেন বা সম্প্রতি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের 37 তম মহাপরিচালক (DG) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন 2023 সালের নভেম্বর পর্যন্ত তার মেয়াদ থাকবে এর আগে তিনি সশস্ত্র সীমা বল এর ডিজির পাশাপাশি ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ  প্রধানের অতিরিক্ত দায়িত্বে ছিলেন

 

Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in bengali, Question and Answers Bengali Current Affairs,  Competitive Exams Current Affairs

 

Current Affairs – 03 October 2022 (link)

Current Affairs – 02 October 2022 (link)

Current Affairs - 05 October 2022 (link)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad