WBP SI 2018 Preliminary Question Papers PDF


◼️ বন্ধুরা, তোমাদের পরীক্ষার প্রস্তুতি যাতে আরও অনেক বেশি বেটার হয়, সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি WBP SI 2018 Prelims Question Paper PDF ।

◼️ যার মাধ্যমে আপনারা কোন টাইপের প্রশ্ন আসে তার একটা সঠিক ধারণা পাবেন। WBP SI Prelims-এ মোট 200 নাম্বারের 100 টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। Competitive Exams এর প্রস্তুতির জন্য এই সাইটে ভিজিট করুন এবং নতুন নতুন পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হন।

নীচে Question Paper Download এর লিংক দেওয়া হল। Dowland অপশানে ক্লিক করার পারে 15 সেকেন্ড ওয়েট করুন, তার পরে Download করার লিংকটি পেয়ে যাবেন।

পেপারের কিছু প্রশ্ন এখানে উল্লেখ করা হল--

➡"The Argumentative Indian" কার লেখা?

➡পুলিৎজার পুরস্কার, 2018 পেয়েছিল কে?

➡নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া 'Varuna, 2018'-তে অংশগ্রহণ করেছিল?

➡65-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2018 তে 'সেরা অভিনেতা' কে নির্বাচিত হয়েছেন?

➡নিম্নের কার জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল?

➡ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল?

➡হিরোসিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি?

➡একটি সেলাই মেশিনের ক্রয়মূল্য 800 টাকা। দোকানদার পর পর 15% এবং 10% ছাড় দেন। সেলাই মেশিনটির বিক্রয়মূল্য কত?

➡একটি কাজ A 10 দিনে, B 12 দিনে এবং C 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে A ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে C চলে যায়। কাজটি শেষ হতে কতদিন লেগেছিল?

➡নীচের কোন ব্যক্তিত্ব 'গ্লোবাল ওমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ 2018-তে পুরস্কৃত হয়েছেন?

➡মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?

➡'বন্ধন এক্সপ্রেস'- একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে-

(A) কোলকাতা থেকে খুলনা

(B) হাওড়া থেকে নিউ দিল্লি

(C) শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি

(D) কোলকাতা থেকে রায়গঞ্জ

বাকি প্রশ্নগুলির জন্য পিডিএফ টি সংগ্রহ করুন। নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে—

File Name - WBP SI 2018 Prelims Question Paper PDF

File Size – 5.2MB

More Question Paper PDF
WBP SI 2022 Question Paper PDF Click Here
WB SSC 2016 Group-C,D Question Paper PDF Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad