Daily Important current affairs in Bengali - 23 August 2022 | বাংলায় দৈনিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স


◼️ Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।

➡ ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্ধ 2022 সালের আগস্টে FTX Crypto Cup 2022-এ টানা তিনটি গেম জিতে, পাঁচবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে ইতিহাস তৈরি করেছেন। প্রজ্ঞানন্ধ 2016 সালে 10 বছর বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক গ্র‍্যান্ডমাস্টার হয়েছিলেন।

➡ বিমসটেক এর মহাসচিব তেনজিন লেকফেল সম্প্রতি ভারতে সফরে  এসেছে। BIMSTEC এর পুরো নাম Bay of Bengal Initiative Multi Sectorial Technical and Economic Co-operation, ভারত ছাড়াও শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল এবং ভুটান নিয়ে BIMSTEC গঠিত।

➡ উত্তরপ্রদেশ সরকার ভারতের প্রথম শিক্ষার শহর (education township) গড়ে তুলছে। এটি যুবকদের উচ্চ মানের শিক্ষা প্রদান করবে এবং তাদেরকে একক জায়গায় বিভিন্ন ধরনের পেশাগত দক্ষতায় সজ্জিত করবে। এটি 'সিঙ্গেল এন্ট্রি', 'মাল্টিপল এক্সিট' ধারণার ভিত্তিতে তৈরি করা হবে।

➡ প্রবীণ চলচিত্র নির্মাতা আবদুল গফফার নাদিয়াদওয়ালা সম্প্রতি প্রয়াত হয়েছেন। আবদুল গফ্ফার নাদিয়াদওয়ালা 1965 সালের ছবি "মহাভারত" এবং 2000 এর দশকে "হেরা ফেরি" এবং "ওয়েলকাম" এর মতো হিট কমেডি সহ 50 টিরও বেশি হিন্দি চলচিত্র প্রযোজনা করেছেন।

➡ 23rd Central Zonal Council Meeting সভা ভোপালে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 22 আগস্ট 2022-এ ভোপালে 23 তম কেন্দ্রীয় জোনাল কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেছিলেন।তিনি জাতীয় ফরেনসিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভোপাল ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

➡ প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর অন্তিম পাঙ্গল অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন৷17-বছর বয়সী কুস্তিগীর, অন্তিম পাঙ্গল বুলগেরিয়ার সোফিয়াতে অনূর্ধ্ব-20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। অন্তিম পাঙ্গল হরিয়ানার হিসার জেলার বাসিন্দা।2022-এ U-20 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ 45তম সংস্করণ।

➡ কেন্দ্রীয় সরকার মিথিলা মাখানাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন(GI) ট্যাগ দিয়েছে।এই পদক্ষেপের মাধ্যমে, বিহারের মিথিলা অঞ্চলের পাঁচ লাখের বেশি কৃষক উপকৃত হবে।

➡ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ফুয়েল সেল বাস পুনেতে চালু করেছেন। বাসটি তৈরি করেছে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল এবং বেসরকারি সংস্থা কেপিআইটি লিমিটেড।

➡ ভারতীয় para shuttlers প্রমোদ ভগত এবং সুকান্ত কদম 2022 থাইল্যান্ড প্যারা-ব্যাডমিন্টন আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছেন।তারা পুরুষদের ডাবলসের ফাইনালে ইন্দোনেশিয়ান জুটি ডিউইয়োকো এবং ফ্রেডি সেতিয়াওয়ানকে পরাজিত করেছে।

➡ ভারতের প্রথম কমার্সিয়াল মহাকাশ, পরিস্থিতিগত সচেতনতা পর্যবেক্ষণ কেন্দ্র উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলে স্থাপন করা হবে। এটি পৃথিবীকে প্রদক্ষিণ করে 10 সেন্টিমিটার আকারের ছোট বস্তুগুলিকে ট্র্যাক করবে। এই অঞ্চলে ঘোরাফেরা করা সামরিক স্যাটেলাইট সহ মহাকাশে যে কোনও কার্যকলাপ ট্র্যাক করতে সহায়তা করবে।

পূর্ববর্তী কারেন্ট অ্যাফেয়ার্স
22-08-2022 Click Here
পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স
24-08-2022 Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad