Dear Students,
আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি Online GK Quiz নাম্বার 06, এখানে বাছাই করে গুরুত্বপূর্ণ 10 টি প্রশ্ন -উত্তর নিয়ে মক টেস্ট এর মতো করে আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে। মক টেস্ট দেওয়ার মাধ্যমে আপনার প্রস্তুতি কতোটা হয়েছে তা যাচাই করতে পারবেন এছাড়াও নিজের আত্মবিশ্বাস বহুগুন বৃদ্ধি পাবে।
মক টেস্ট এর নিয়মাবলি
- 10টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্ন ভূলের জন্য 0.5 পয়েন্ট কাটা যাবে।
- প্রতিটি প্রশ্নের মান 2। মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে।
- চারটি অপশনের যে কোন একটি উত্তর ক্লিক করতে হবে।
- সব উত্তর দেওয়ার পর নীচে Submit অপশনে ক্লিক করতে হবে।
- Submit অপশনে ক্লিক করার পর উত্তর পত্র দেখতে পাবেন এবং আপনার রেজাল্ট দেখতে পাবেন।
- Submit অপশন ক্লিক করলে কোন উত্তরটা সঠিক তা জানতে পারবেন।
পরবর্তীকালে প্রশ্নের সংখ্যা বাড়ানো হবে। এই রকম মক টেস্ট দেওয়ার জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন।
⤵️ নীচে পরপর প্রশ্ন দেওয়া আছে। কুইজ চালু করুন 👇
1/10
ফতেপুর সিক্রি স্থাপন করেছিলেন -
2/10
2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি
3/10
স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
4/10
পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে?
5/10
আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
6/10
অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন?
7/10
ইয়ং ইন্ডিয়া পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
8/10
ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন?
9/10
তাসখন্দ চুক্তি ভারত-পাকিস্তান যুদ্ধের পর স্বাক্ষরিত হয় কত সালে?
10/10
খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত?
Result:
Previous Quiz | |
---|---|
কুইজ নাম্বার- 5 | Click Here |
Next Quiz | |
---|---|
কুইজ নাম্বার- 7 | Click Here |