ভারতের গুরুত্বপূর্ণ নদী এবং তাদের সঙ্গমস্থল | Important rivers of India and their confluences

নদীর সংগমস্থল

বন্ধুরা, তোমাদের পরীক্ষার প্রস্তুতি যাতে আরও অনেক বেশি বেটার হয়, সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি ভারতের গুরুত্বপূর্ণ নদী এবং তাদের সঙ্গমস্থল, এই টপিক থেকে যে কোন প্রতিযোগিতার মূলক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। আজকের আলোচ্য বিষয় টি ছকের সাহায্যে দেখানো হল-  
নদী সঙ্গমস্থল
অলকানন্দা এবং ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগ (উত্তরাখণ্ড)
অলকানন্দা এবং নন্দাকিনী নন্দাপ্রয়াগ (উত্তরাখণ্ড)
অলকানন্দা এবং পিন্ডার কর্নপ্রয়াগ (উত্তরখণ্ড)
অলকানন্দা এবং মন্দাকিনী রুদ্রপ্রয়াগ (উত্তরখণ্ড)
অলকানন্দা এবং ভাগিরথী দেবপ্রয়াগ (উত্তরখণ্ড)
গঙ্গা এবং কোশী কুরুসেলা (বিহারের কাটিহার )
গঙ্গা এবং যমুনা এলাহাবাদ (উত্তরপ্রদেশ)
যমুনা, চম্বল, পাহুজ,সিন্দ এবং কুয়ারি পঞ্চনদ (উত্তর প্রদেশের ওটাওহা )
যমুনা এবং বেতওয়া হামিরপুর (উত্তরপ্রদেশ)
গোদাবরী এবং ইন্দ্রাবতী ভদ্রকালী (ছত্তিশগড়ের বিজাপুর)
গঙ্গা এবং গণ্ডক হাজিপুর (বিহার)
কাবেরী, ভবানী ও আমুধা এরোডের ত্রিবেণীসঙ্গম (তামিলনাড়ু)
কালিয়ার, থোডুপুঝায়ার, কথায়ার মুভাট্টপুঝা (কেরল)
শতদ্রু এবং বিয়াস হারিকা জলাভূমি (পাঞ্জাব)
কৃষ্ণা এবং তুঙ্গাভদ্রা আলমপুর (তেলেঙ্গনার মেহেবুবনগর)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad