Daily Current Affairs in Bengali 28/07/2022 | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স



1. আন্তর্জাতিক গুরুত্বের কারণে ভারতের 5 টি নতুন  Ramsar Site মনোনিত হয়েছে।

  • কারিকিলি পাখি অভয়ারন্য- তামিলনাড়ু 
  • সখ্য সাগর – মধ্যপ্রদেশ 
  • পাল জ্বলাভূমি- মিজোরাম
  • পিচাভারম ম্যানগ্রোভ – তামিলনাড়ু 
  • পল্লিকরনাই রিসার্ভ ফরেস্ট – তামিলনাড়ু 

2. রাশিয়া 2024 সালের পর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

  • রাশিয়ার রাজধানি- মস্কো, 
  • রাশিয়ার প্রেসিডেন্ট – ভ্লাদিমির পুতিন 

3. World Airport Traffic dataset 2021 অনুযায়ী টপ 20টি বিমান বন্দরের তালিকায় দিল্লি এয়ারপোর্টে এর নাম রয়েছে।


4. TATA advance সিস্টেম দ্বারা সফলভাবে সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরী Quick Reaction Fighting Vehicle ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। 


5. Swiss Open 2022 এর বিজেতা হলেন Casper Ruud. এনি নরওয়ের বাসিন্দা। 

6. A R Rahman আসন্ন 44তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডের জন্য “ভানাক্কাম চেন্নাই” গানটি লঞ্চ করেছেন। 

  • 44th World Chess Olympiad 2022 তামিলনাড়ুর চেন্নাইতে অনুষ্ঠিত হবে। 

7. ICC Woman’s One-day World Cup 2025 আয়োজক দেশ হল ভারত। 


8. সম্প্রতি প্রয়াত হয়েছন পদ্মশ্রী প্রাপক সুশোভন বন্দোপাধ্যায়। ইনি একজন চিকিৎসক ছিলেন।


9. Global Energy Prize 2022 জয়ী হলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রফেসর কৌশিক রাজ শেখর।


10“Dilip Kumar : in the shadow of Legend ” নামে বইটি লিখেছেন – ফায়জল ফারুকী। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad