Daily Current Affairs July 29-07-2022 in bengali | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
AdminJuly 29, 2022
0
28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। 2017 সাল থেকে এই দিবস পালন করা হয়। 2022 এর থিম হল-'Bringing Hepatitis care closer to you'.
ইংল্যান্ডের বার্মিংহামে আয়োজিত Commonwealth Game’s 2022 এ ভারতের পতাকাবাহী হিসেবে মনোনীত হয়েছেন- পিভি সিন্ধু। উদ্বোধনী অনুষ্ঠান 28 জুলাই বার্মিংহামে আলেকজান্ডার স্টেডিয়ামে আয়োজিত হয়েছে।
সম্প্রতি প্রয়াত হলেন আসমীয়া লেখক অতুলানন্দ গোস্বামী। 'Seneh Jorir Ghanthi' উপন্যাসের জন্য 2006 সালে সাহিত্য একাডেমি পুরষ্কারে ভূষিত হয়েছেন।
2022 World Athletics Championship মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থানে এবং সবচেয়ে বেশি পদক পেয়েছে। ভারত 33তম স্থানে রয়েছে।
ICC এর নতুন সদস্য হিসেবে যোগদান করেছে Cambodia, Uzbekistan, Cote D'ivoire. ICC মোট সদস্য সংখ্যা দাড়াল 108.
Central Reserved Police Force (CRPF) 27 জুলাই 2022 84তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। CRPF হল ভারতের বৃহত্তর সশস্ত্র কেন্দ্রীয় পুলিশ বাহিনী। বর্তমানে CRPF এর চেয়ারম্যান হলেন কুলদীপ সিং।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর পুলিশের উপস্থিতি ও কর্মরত অবস্থায় 'রিয়েল টাইম' জানার জন্য 'Smart E-beat' নামে মোবাইল অ্যাপ চালু করেছে।
US-India Strategic Partnership Forum এর দ্বারা সন্মানিত হলেন মনোজ মুকুন্দ নারভানে। এর ফলে ভারত ও আমেরিকার সাথে সম্পর্ক শক্তিশালী হবে।
World Bank এর চিফ ইকোনমিস্ট পদে নিযুক্ত হলেন-ইন্দারমিত গিল। ওয়াল্ড ব্যাঙ্কের সদরদপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে।
টানা দ্বিতীয় বারের জন্য ভারতের সবচেয়ে ধ্বনি মহিলার তকমাটি ধরে রেখেছেন রোশনি নাদার। ইনি বর্তমানে HCL এর চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত আছেন।