Daily Current Affairs July 29-07-2022 in bengali | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


  • 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। 2017 সাল থেকে এই দিবস পালন করা হয়। 2022 এর থিম হল-'Bringing Hepatitis care closer to you'.

  •  ইংল্যান্ডের বার্মিংহামে আয়োজিত Commonwealth Game’s 2022 এ ভারতের পতাকাবাহী হিসেবে মনোনীত হয়েছেন- পিভি সিন্ধু। উদ্বোধনী অনুষ্ঠান 28 জুলাই বার্মিংহামে আলেকজান্ডার স্টেডিয়ামে আয়োজিত হয়েছে।

  • সম্প্রতি প্রয়াত হলেন আসমীয়া লেখক অতুলানন্দ গোস্বামী। 'Seneh Jorir Ghanthi' উপন্যাসের জন্য 2006 সালে সাহিত্য একাডেমি পুরষ্কারে ভূষিত হয়েছেন।

  • 2022 World Athletics Championship মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থানে এবং সবচেয়ে বেশি পদক পেয়েছে। ভারত 33তম স্থানে রয়েছে।

  • ICC এর নতুন সদস্য হিসেবে যোগদান করেছে Cambodia, Uzbekistan, Cote D'ivoire. ICC মোট সদস্য সংখ্যা দাড়াল 108. 
  • Central Reserved Police Force (CRPF) 27 জুলাই 2022 84তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। CRPF হল ভারতের বৃহত্তর সশস্ত্র কেন্দ্রীয় পুলিশ বাহিনী। বর্তমানে CRPF এর চেয়ারম্যান হলেন কুলদীপ সিং।

  • হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর পুলিশের উপস্থিতি ও কর্মরত অবস্থায় 'রিয়েল টাইম' জানার জন্য 'Smart E-beat' নামে মোবাইল অ্যাপ চালু করেছে। 

  • US-India Strategic Partnership Forum এর দ্বারা সন্মানিত হলেন মনোজ মুকুন্দ নারভানে। এর ফলে ভারত ও আমেরিকার সাথে সম্পর্ক শক্তিশালী হবে।

  • World Bank এর চিফ ইকোনমিস্ট পদে নিযুক্ত হলেন-ইন্দারমিত গিল। ওয়াল্ড ব্যাঙ্কের সদরদপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে।

  • টানা দ্বিতীয় বারের জন্য ভারতের সবচেয়ে ধ্বনি মহিলার তকমাটি ধরে রেখেছেন রোশনি নাদার। ইনি বর্তমানে HCL এর চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত আছেন। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad