Daily current affairs 27-07-2022 in Bengali | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | One liner

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  • French Grand Prix 2022 জয়লাভ করলেন Max Verstappen

  • প্রথম বাংলাদেশী মহিলা Wasifa Nazrin K2 পর্বতশৃঙ্গ জয় করলেন। K2 হল মাউন্ট এভারেস্টের পর দ্বিতীয় সর্বচ্চ পর্বতশ্রেণী। 

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে International Financial Services Centre Authority (IFSCA) এর জন্য Headquarter উদ্বোধন করবেন 29 জুলাই। 

  • সম্প্রতি নেপালে ভূমিকম্প ঘটে গেল। ভূমিকম্পের মাত্রা ছিল 4.7। 

  • ভারতের 15তম রাষ্ট্রপতি হলেন দ্রোপদী মুরমু। ভারতের মুখ্য বিচারপতির কাছে শপথ বাক্য পাঠ করলেন।
  • চীন তার মহাকাশ স্টেশন সম্পূর্ণ করার জন্য 2nd মডিউল 'Wentian' চালু করেছে।

  • পর্যটনের উন্নতির জন্য নেতাজী সুভাষ চন্দ্র বসু দ্বীপকে আন্দামান নিকোবর প্রসাসনের কাছে হস্তন্তর করা হল। 

  • Albania দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন বজরাম বেগাজ।

  • ভারতের প্রথম "হার ঘর জল'' সার্টিফায়েড জেলা হল মধ্যপ্রদেশের বুরহানপুর। 

  • সম্প্রতি SBI ব্যাংক WhatsApp banking services লঞ্চ করলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad