68 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022
- সেরা ফিচার ফিল্ম:- সুররাই পোত্রু
- সেরা পরিচালক:- সচিদানন্দন কে.আর (আয়াপ্পানুম কোশিয়ুম)
- বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র:- তানহাজি
- সেরা অভিনেতা:- সুরিয়া (সুরারাই পোত্রুর) এবং অজয় দেবগন (তানহাজি)
- সেরা অভিনেত্রী:- অপর্ণা বালামুরালি (সোরারাই পোত্রু)
- সেরা পার্শ্ব অভিনেতা:- বিজু মেনন (আয়াপ্পানুম কোশিয়াম)
- সেরা সহ-অভিনেত্রী:- লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলি (শিভারঞ্জনিয়ুম ইন্নাম সিলা পেঙ্গালুম)
- সেরা কোরিওগ্রাফি:- নাট্যম
- সেরা পুরুষ প্লেব্যাক গায়ক:- মি বসন্তরাও-এর জন্য রাহুল দেশপান্ডে এবং তক্তকের জন্য অনীশ মঙ্গেশ গোসাভি
- সেরা মহিলা প্লেব্যাক গায়িকা:- নানচাম্মা (আয়াপ্পানুম কোশিয়াম)
- সেরা সঙ্গীত পরিচালনা:- আলা বৈকুন্ঠপুররামুলু, এস থামন
- সেরা কস্টিউম ডিজাইন:- তানহাজি
- সেরা প্রোডাকশন ডিজাইন:- কাপেলা
- সেরা মেক আপ:- নাট্যম
নন-ফিচার ফিল্ম:
- পারিবারিক মূল্যবোধের উপর শ্রেষ্ঠ চলচ্চিত্র:- কুমকুমারচান (অভিজিৎ অরবিন্দ দলভি)
- সেরা পরিচালনা:- ওহ দ্যাটস ভানু (আরভি রামানি)
- সেরা সঙ্গীত পরিচালনা:- 1232 কিমি - মারাঙ্গে তো ওয়াহিন জাকার (বিশাল ভরদ্বাজ)
- সেরা সিনেমাটোগ্রাফি:- সাবদিকুন্না কালাপ্পা (নিখিল এস প্রবীণ)
বিশেষ জুরি পুরস্কার:-
- হিন্দিতে সেরা ফিচার ফিল্ম: টুলসিদাস জুনিয়র
- কন্নড়ের সেরা ফিচার ফিল্ম:- ডল্লু
- মালায়ালামের সেরা ফিচার ফিল্ম:- থিঙ্কলাজচা নিশ্চয়াম
- তামিলের সেরা ফিচার ফিল্ম:- সিভারঞ্জিনিয়াম ইনুম সিলা পেঙ্গালুম
- তেলেগুতে সেরা ফিচার ফিল্ম:- রঙিন ছবি
ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড:-
- সেরা বাংলা চলচ্চিত্র: অভিযাত্রিক
- সেরা হিন্দি ছবি: টুলসিদাস জুনিয়র
- সেরা মালায়ালাম চলচ্চিত্র:- থিঙ্কলাজচা নিশ্চয়াম
- সেরা তেলেগু চলচ্চিত্র:- রঙিন ছবি
- সেরা অসমীয়া চলচ্চিত্র:- সেতু
Good 👍
ReplyDelete