Daily Current Affairs in bengali 26-07-2022 | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

সাম্প্রতিক ঘটনাবলি

  • Kargil Vijay Divas পালন করা হয় 26 শে জুলাই।


  • 68th National Film Award 2022 এর

সেরা ফিচার ফিল্ম 'সুররাই পোত্রু'।


  • Godrej consumer project এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন শাহরুখ খান।


  • সম্প্রতি ৭৬ বছর বয়সে মারা গেল মারাঠি লেখক অনন্ত যশবন্ত খারে।


  • Tata project এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন বিনায়ক পাই।


  • জাতীয় আয়কর দিবস পালন করা হয় 24 শে জুলাই।


  • UAE দ্বারা গোল্ডেন ভিসা দেওয়া হল তামিল সিনেমার অভিনেতা কামাল হাসানকে।


  • Vodafone Idea এর CEO হিসাবে নিযুক্ত হলেন অক্ষয় মুন্দ্রা।


  • প্রথম খেলো ইন্ডিয়া ফেন্সিং উইমেনস লিগ শুরু হবে 25 জুলাই 2022। নয়াদিল্লির তালকাটোরা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হবে।


  • নীরজ চোপড়া World Championship এ জ্যাভলিনে রৌপ্য পদক জিতেছেন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad