Ads Area

ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কার্যকলাপ: অ্যানি বেসান্ত, ভগত সিং, সরোজিনী নাইডু, ভিকাজি রুস্তাম কামা, অরুণা আসফ আলি

Indian freedom fighters in Bengali

এখানে আলোচনা করা হয়েছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ পাঁচজন সংগ্রামী – অ্যানি বেসান্ত, ভগত সিং, সরোজিনী নাইডু, ভিকাজি রুস্তম কামা ও অরুণা আসফ আলির জীবন ও তাঁদের অপরিসীম অবদান। প্রতিটি নেতার জীবন, আদর্শ ও স্বাধীনতা সংগ্রামে তাঁদের ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে যা প্রতিযোগিতামূলক পরীক্ষার (WBCS, UPSC, SSC, KP/WBP Constable, SI) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তাঁদের রাজনৈতিক কার্যকলাপ, আন্দোলনে অংশগ্রহণ এবং ভারতের স্বাধীনতার পথ প্রশস্ত করার ইতিহাস এখানে বিশদভাবে তুলে ধরা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ধাপ ও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা জানতে পড়ুন এই পোস্টটি। এখানে আপনি যেগুলি নতুন কিছু শিখতে পারবেন -

  • ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কার্যকলাপ
  • অ্যানি বেসান্তের অবদান
  • ভগত সিং এর বিপ্লবী কর্মকাণ্ড
  • সরোজিনী নাইডুর ভূমিকা
  • ভিকাজি রুস্তম কামার অবদান
  • অরুণা আসফ আলির স্বাধীনতা সংগ্রাম
  • স্বাধীনতা আন্দোলনের নারী নেত্রী
  • বিপ্লবী আন্দোলনের ইতিহাস
  • ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস

অ্যানি বেসান্ত (১৮৪৭-১৯৩৩)

  • থিওসফিকাল সোসাইটি প্রতিষ্ঠা করেন।
  • ভারতীয় হোমরুল লিগের প্রতিষ্ঠাতা।
  • ১৯১৭ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি হন।
  • 'New India' এবং 'Common Wealth' এই দুই পত্রিকার সম্পাদনা করেন।

ফজলুল হক (১৮৭৩-১৯৬২)

  • সর্বভারতীয় মুসলিমলিগের প্রতিষ্ঠাতা।
  • ১৯১৬-২১ খ্রিস্টাব্দ পর্যন্ত লিগের সদস্য ছিলেন।
  • তিনি ১৯৩৭ খ্রিস্টাব্দে 'কৃষক প্রজা পার্টি' প্রতিষ্ঠা করেন।

মাদাম ভিকাজি রুস্তাম কামা (১৮৬১-১৯৩৬)

  • এই পার্সি মহিলা ভারতীয় তরুণদের সংঘবদ্ধ করার উদ্দেশ্যে লন্ডনে 'Free India Society' এবং 'বন্দেমাতরম্' নামক দুটি সংঘ প্রতিষ্ঠা করেন।
  • বিদেশ থেকে ভারতীয়দের অস্ত্র পাঠানো ও ভারতীয় বিপ্লবীদের অস্ত্রচালনা শিক্ষা দেওয়ায় রত ছিলেন।
  • ১৯০৭ খ্রিস্টাব্দে জার্মানিতে আন্তর্জাতিক সমাজবাদী কংগ্রেসে যোগদান করেন।
  • তাঁকে 'ভারতীয় বিপ্লব্বাদের জননী' বলা হয়।

সরোজিনী নাইডু (১৮৭৯-১৯৪৯)

  • 'Nightangles of India' নামে অধিক পরিচিত।
  • গান্ধীজির ডান্ডি অভিযানে তিনি অংশগ্রহণ করেন এবং ১৯২৫ খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব করেন।
  • উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর।
  • উত্তরপ্রদেশের মানুষ, একজন জাতীয়তাবাদী ও কবি।
  • তাঁর বিখ্যাত কবিতাগুলি হল- 'The Golden Threshold', The Feather of the Dawn', 'The Bird of Time', 'The Broken Wing' 

অরুণা আসফ আলি (১৯০৯-১৯৯৬)

  • অসহযোগ আন্দোলনের সময় কারারুদ্ধ হন (১৯৩০, ১৯৩২ খ্রিস্টাব্দে)।
  • ইনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহে যোগদান করেন।
  • ১৯৪২ খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন, ভারত ছাড় আন্দোলনে যোগ দেন।
  • ১৯৫৮ খ্রিস্টাব্দে দিল্লির প্রথম মেয়র পদে নির্বাচিত হন।
  • 'Link' এবং 'Patriot' এই দুই পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন।

ভগত সিং (১৯০৭-১৯৩১)

  • Hindustan Socialist Republican Army-র সদস্য ছিলেন।
  • ১৯২৬ খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাবে 'নব জওয়ান ভারত সভা'-র প্রতিষ্ঠা করেন।
  • ১৯২৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ অফিসার স্যান্ডার্সকে হত্যা করেন।
  • লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন।
  • লালা লাজপত রাই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মিঃ স্যান্ডার্সকে হত্যা করেন।
  • চন্দ্রশেখর আজাদ-এর নেতৃত্বে তিনি Hindustan Republic Association পুনঃপ্রতিষ্ঠিত করেন। নাম পরিবর্তন করে রাখেন Hindustan Socialist Republican Association.
  • বিখ্যাত পুস্তিকা Why I am Atheist-এর লেখক।
  • বটুকেশ্বর দত্তের সঙ্গে মিলিত হয়ে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় দুটি বোম নিক্ষেপ করেন। পাবলিক সেফটি বিল এবং ট্রেড।
  • ডিসপিউটস বিলের প্রতিবাদের বিরুদ্ধে।
  • ১৯৩১ খ্রিস্টাব্দে ২৩ মার্চ রাজগুরু এবং সুখদেবের সঙ্গে তাঁকে লাহোর জেলে ফাঁসি দেওয়া হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad