ভারতের দীর্ঘতম, উচ্চতম এবং বৃহত্তম স্থানের নাম ও তাদের অবস্থান

ভারতের সর্বোচ্চ, দীর্ঘতম, উচ্চতম এবং বৃহত্তম স্থানের নাম

 আজকের অলোচ্য বিষয় ভারতের সর্বোচ্চ, দীর্ঘতম, উচ্চতম এবং বৃহত্তম স্থানের নাম ও তাদের অবস্থান সম্পর্কে ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে "Names of highest, longest, highest and largest places in India and their locations" সম্পর্কে  আলোচনা করা হল।

বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয়  এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
ভারতের দীর্ঘতম, উচ্চতম, বৃহত্তম বিষয়/নাম
ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন
সর্বোচ্চ সামরিক সমান পরমবীরচক্র
বৃহত্তম নদী-দ্বীপ মাজুলী, ব্ৰহ্মপুত্ৰ নদী, অসম
উচ্চতম বিমানবন্দর লেহ, লাদাখ
সর্বোচ্চ বৃষ্টিপাত যুক্ত স্থান মৌসিনরাম
দীর্ঘতম নদী গঙ্গা
বৃহত্তম রাজ্য রাজস্থান
উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত
উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল সুন্দরবন
বদ্বীপহীন দীর্ঘতম নদী নর্মদা ও তাপ্তী
বৃহত্তম হ্রদ কাশ্মীরের উলার হ্রদ
বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর (জয়পুর)
পৃথিবীর সব থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত হ্রদ গুরুদংমার (সিকিম)
দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু হাওড়া ব্রিজ
দীর্ঘতম নদী-সেতু ভুপেন হাজারিকা সেতু, আসাম
উচ্চতম প্রবেশ পথ ফতেপুর সিক্রি বুলান্দ দরওয়াজা
বৃহত্তম মসজিদ দিল্লী জামা মসজিদ
উচ্চতম সড়ক খরদুংলা রাস্তা (লেহ-মানালি অঞ্চলে)
দীর্ঘতম সড়ক জাতীয় সড়ক ৪৪
দীর্ঘতম স্ট্যাচু স্ট্যাচু অফ ইউনিটি (১৮২ মি), গুজরাট
উচ্চতম বাঁধ তেহরি বাঁধ
দীর্ঘতম বাঁধ হিরাকুঁদ, ওড়িশা
বৃহত্তম মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা
বৃহত্তম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা, কলকাতা
বৃহত্তম গম্বুজ গোল গম্বুজ, বিজাপুর
দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল, রাজস্থান
বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
বৃহত্তম গুরুদ্বার গোল্ডেন টেম্পল, অমৃতসর
উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ
দীর্ঘতম সমুদ্রসৈকত মেরিনা সমুদ্রসৈকত, চেন্নাই
প্রাচীনতম গির্জা সেন্ড টমাস চার্জ, ত্রিশূর, কেরালা
বৃহত্তম গির্জা সেন্ড ক্যাথিড্রাল, গোয়া
বৃহত্তম জেলা কচ্ছ
বৃহত্তম গুহা মন্দির কৈলাস, ইলোরা, মহারাষ্ট্র
দীর্ঘতম টানেল জওহর টানেল (জম্মু ও কাশ্মীর)
দীর্ঘতম প্ল্যাটফর্ম হুবালী, কর্নাটক
দীর্ঘতম রেলওয়ে রুট ডিব্রুগর থেকে কন্যাকুমারী
দীর্ঘতম উপকূল রেখা বিশিষ্ট রাজ্য গুজরাট
দক্ষিণ ভারতের দীর্ঘতম উপকূল রেখা বিশিষ্ট রাজ্য অন্ধপ্রদেশ
বৃহত্তম পশু মেলা সোনপুর, বিহার

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad