Bangla Current Affairs MCQ - 10 October 2022

Bangla current affairs today

Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই।

MCQ Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in bengali, Question and Answers Bengali Current Affairs,  Competitive Exams Current Affairs

Also Check >> 

Current Affairs – 9 October 2022 (link)

Current Affairs – 8 October 2022 (link)

Current Affairs - 11 October 2022 (link)





1➤ অর্থনীতিতে 2022 সালের নোবেল পুরস্কার কে বা কারা পেয়েছেন?

ⓐ রাবার্ট ফিলিপ
ⓑ মারিয়া শাতজাকি
ⓒ হার্বার্ট ফ্রাঙ্ক
ⓓ বেন এস বার্নাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিবভিগ

2➤ 36তম জাতীয় গেমসে পুরুষদের 100 মিটার ফ্রিস্টাইল সাঁতার ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন?

ⓐ শ্রীহরি নটরাজ
ⓑ মন্টু মিস্ত্রি
ⓒ রাজেশ কুমার
ⓓ শ্রীহরি দাশ

3➤ 2022-এ জাপানিজ F1 গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে?

ⓐ লুইস হ্যামিলটন
ⓑ সার্জিও পেরেজ
ⓒ ম্যাক্স ভার্স্ট্যাপেন
ⓓ কোনোটিই না

4➤ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2022-এ মহিলাদের 45 কেজি বিভাগে ভারতীয় ভারোত্তোলক হর্ষদা গারুড় কোন পদক জিতেছেন?

ⓐ ব্রোঞ্জ
ⓑ সোনা
ⓒ রুপা
ⓓ কোনোটিই না

5➤ কোন কেন্দ্রীয় মন্ত্রী লখনউতে ইন্ডিয়ান রোড কংগ্রেসের উদ্বোধন করলেন?

ⓐ এস জয়শঙ্কর
ⓑ নীতিন গড়করি
ⓒ অনুরাগ ঠাকুর
ⓓ কোনোটিই না

6➤ মুলায়ম সিং যাদব সম্প্রতি প্র‍য়াত হয়েছেন, তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?

ⓐ উত্তর প্রদেশ
ⓑ মধ্য প্রদেশ
ⓒ মহারাষ্ট্র
ⓓ গুজরাট

7➤ অক্টোবরে কোন দেশ সন্ত্রাস দমনে UNSC বৈঠকের আয়োজন করবে?

ⓐ রাশিয়া
ⓑ ভারত
ⓒ আমেরিকা
ⓓ চিন

8➤ SBI জেনারেল ইন্স্যুরেন্সের MD এবং CEO হিসাবে কে নিযুক্ত হলেন?

ⓐ কিশোর পোলুদাসু
ⓑ সোমা মন্ডল
ⓒ প্রশান্ত কুমার
ⓓ কোনোটিই না

9➤ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ওয়াটার স্পোর্টস সেন্টারের উদ্বোধন করলেন?

ⓐ হিমাচল প্রদেশে
ⓑ রাজস্থান
ⓒ হরিয়ানা
ⓓ পাঞ্জাব

10➤ 90তম ATP শিরোপা কে জিতেছেন?

ⓐ রাফায়েল নাদাল
ⓑ নোভাক জোকোভিচ
ⓒ প্রকাশ কুমার
ⓓ কোনোটাই না

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad