Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই।
MCQ Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in bengali, Question and Answers Bengali Current Affairs, Competitive Exams Current Affairs
তিনি 50.41 সেকেন্ড সময় নিয়েছিলেন, যা একটি নতুন জাতীয় গেমসের রেকর্ড।
2022 সালের জাতীয় গেমসে ফ্রিস্টাইল সাঁতার ইভেন্টে শ্রীহরি নটরাজের এটি ছিল দ্বিতীয় সোনা।
রেড বুলের ম্যাক্স ভার্স্ট্যাপেন জাপানিজ F1 গ্র্যান্ড প্রিক্স 2022 জিতেছে এবং টানা দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
রেড বুল' সার্জিও পেরেজ এবং ফেরারির চার্লস লেক্লার্ক যথাক্রমে ২য় এবং ৩য় অবস্থানে এসেছেন।
এটি ছিল ভার্স্টাপেনের প্রথম জাপানি জিপি উইন।
4➤ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2022-এ মহিলাদের 45 কেজি বিভাগে ভারতীয় ভারোত্তোলক হর্ষদা গারুড় কোন পদক জিতেছেন?
ⓐ ব্রোঞ্জ ⓑ সোনা ⓒ রুপা ⓓ কোনোটিই না
➤ ব্রোঞ্জ
বাহরাইনের মানামাতে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2022-এ মহিলাদের 45 কেজি বিভাগে ভারতীয় ভারোত্তোলক হর্ষদা গারুড় ব্রোঞ্জ পদক জিতেছেন।
5➤ কোন কেন্দ্রীয় মন্ত্রী লখনউতে ইন্ডিয়ান রোড কংগ্রেসের উদ্বোধন করলেন?
8ই অক্টোবর 2022 তারিখে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি লখনউতে ভারতীয় সড়ক কংগ্রেসের 81 তম বার্ষিক অধিবেশন যৌথভাবে উদ্বোধন করেছিলেন। এই অনুষ্ঠানে, মিঃ গড়করি ঘোষণা করেন যে উত্তর প্রদেশের জন্য আট হাজার কোটি টাকার সড়ক প্রকল্প অনুমোদন করা হয়েছে।
6➤ মুলায়ম সিং যাদব সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?
ⓐ উত্তর প্রদেশ ⓑ মধ্য প্রদেশ ⓒ মহারাষ্ট্র ⓓ গুজরাট
➤ উত্তর প্রদেশ
তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মুলায়ম সিং 1967 সালে প্রথম বিধায়ক হন।
তিনি 10 বার বিধায়ক এবং সাতবার লোকসভা সাংসদ হিসাবে নির্বাচিত হন।
7➤ অক্টোবরে কোন দেশ সন্ত্রাস দমনে UNSC বৈঠকের আয়োজন করবে?
ⓐ রাশিয়া ⓑ ভারত ⓒ আমেরিকা ⓓ চিন
➤ ভারত
ভারত 28-29 অক্টোবর 2022-এ মুম্বাই এবং নয়াদিল্লিতে কাউন্টার-টেরোরিজম কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য অন্যান্য সদস্য রাষ্ট্রগুলির সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) বৈঠকের আয়োজন করবে।
ভারত বর্তমানে 2022 সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাউন্টার-টেররিজম কমিটির চেয়ারম্যান।
8➤ SBI জেনারেল ইন্স্যুরেন্সের MD এবং CEO হিসাবে কে নিযুক্ত হলেন?
SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি কিশোর কুমার পোলুদাসুকে তার নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের ঘোষণা করেছে।
4 অক্টোবর 2022 থেকে তাকে নিয়োগ করা হয়েছে।
এর আগে, তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিঙ্গাপুর অপারেশনের কান্ট্রি হেড হিসাবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।
SBI জেনারেল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠিত: 2009 এবং
সদর দপ্তর: মুম্বাই।
9➤ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ওয়াটার স্পোর্টস সেন্টারের উদ্বোধন করলেন?
ⓐ হিমাচল প্রদেশে ⓑ রাজস্থান ⓒ হরিয়ানা ⓓ পাঞ্জাব
➤ হিমাচল প্রদেশে
এটি রোয়িং, ক্যানোয়িং এবং কায়াকিংয়ের মতো জল ক্রীড়াগুলিতে ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য উত্সর্গীকৃত হবে।
10➤ 90তম ATP শিরোপা কে জিতেছেন?
ⓐ রাফায়েল নাদাল ⓑ নোভাক জোকোভিচ ⓒ প্রকাশ কুমার ⓓ কোনোটাই না
➤ নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচ 10 অক্টোবর 2022-এ কাজাখস্তানে আস্তানা ওপেনের ফাইনালে স্টেফানোস সিটসিপাসের বিরুদ্ধে জয়ের মাধ্যমে তার 90 তম ATP শিরোপা জিতেছেন।
গ্রীক প্রতিপক্ষকে 6-3, 6-4 গেমে হারিয়েছেন 21 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন।
এটি ছিল তার বছরের চতুর্থ শিরোপা।