MCQ Bangla Current Affairs - 08 October 2022 | বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
AdminOctober 08, 2022
0
Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই।
MCQ Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive
Current Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in
bengali, Question and Answers Bengali Current Affairs,Competitive Exams Current Affairs
প্রশান্ত কুমারকে তিন বছরের জন্য ইয়েস ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে।
ইয়েস ব্যাঙ্ক হল একটি ভারতীয় ব্যাঙ্ক যার সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। প্রতিষ্ঠিত -2004
7➤ কোন ব্যাক্তি 2022 সালের জন্য নোবেলে শান্তি পুরস্কার পেতে চলেছেন?
বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ 2022 সালের জন্য নোবেলে শান্তি পুরস্কার পেতে চলেছেন।
বেলারুশের আলেস বিলিয়াতস্কি 1980 সালে দেশে গণতন্ত্র আন্দোলনের অন্যতম সূচনাকারী ছিলেন।
2021 সালের নোবেল পুরস্কারটি সাংবাদিক মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতোভকে দেওয়া হয়েছিল।
8➤ সম্প্রতি RBI উন্নত সুপারভাইজরি মনিটরিং এর জন্য কোন সিস্টেম চালু করেছে?