Bengali Current Affairs - 12 October 2022

 

Current affairs in Bengali

Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই।

1➤ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালন করা হয়?

ⓐ 11ই অক্টোবর
ⓑ 12ই অক্টোবর
ⓒ 13ই অক্টোবর
ⓓ 14ই অক্টোবর

2➤ কোন অভিনেতা শীঘ্রই মহাকাশে শুটিং করা প্রথম অভিনেতা হতে চলেছেন?

ⓐ জ্যাকি চাং
ⓑ টম ক্রুজ
ⓒ রক
ⓓ সালমান খান

3➤ সম্প্রতি কে UN World Geospatial International Congresss-এ বক্তৃতা দেবেন?

ⓐ অমিত শাহ
ⓑ নিতিন গডকড়ি
ⓒ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ⓓ কোনোটিই না

4➤ সম্প্রতি কোথায় সাসটেইনেবল মাউন্টেন ডেভেলপমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছে? ?

ⓐ লাদাখের লেহ-তে
ⓑ কোলকাতা
ⓒ মুম্বাইয়ে
ⓓ চেন্নাইতে

5➤ বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি কোথায় চতুর্থ হেলি-ইন্ডিয়া সামিটের উদ্বোধন করেছেন?

ⓐ জয়পুরে
ⓑ মুম্বাইয়ে
ⓒ চেন্নাইতে
ⓓ শ্রীনগরে

6➤ হিমাচল প্রদেশে রাজ্য সরকার কৃষকদের সেচ সুবিধা দেওয়ার জন্য কি নামে একটি নতুন প্রকল্প শুরু করে?

ⓐ HIMCAD
ⓑ HIMACHAL
ⓒ HIMAD
ⓓ কোনোটিই না

7➤ প্রথম কোন ইউরোপীয় মহিলা যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের-এর নেতৃত্ব দিয়েছেন?

ⓐ সামান্থা ক্রিস্টোফোরেটি
ⓑ মারিয়া রেশা
ⓒ অ্যানা ফ্রাংক
ⓓ কোনোটিই না

8➤ কোন রাজ্য 'Football for All' কর্মসূচি চালু করেছে?

ⓐ পশ্চিম বঙ্গ
ⓑ ঝাড়খণ্ড
ⓒ ওড়িশা
ⓓ বিহার

9➤ জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকী কবে পালন করা হয়?

ⓐ 18 অক্টোবর
ⓑ 11 অক্টোবর
ⓒ 16 অক্টোবর
ⓓ 21 অক্টোবর

 

MCQ Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in bengali, Question and Answers Bengali Current Affairs,  Competitive Exams Current Affairs

Also Check >>

Current Affairs – 09 October 2022 (link)

Current Affairs – 10 October 2022 (link)

Current Affairs – 11 October 2022 (link)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad