Current Affairs হল
এমন একটা টপিক যেখান
থেকে প্রতিটি
Competitive Exams -এ প্রশ্ন আসবেই।
এই টপিক আপনি
কখোনই এড়িয়ে যেতে পারবেন
না। জ্ঞ্যান
অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায়
কি হচ্ছে তা
জানতে পারবেন, অর্থাৎ সময়ের
সাথে সাথে নিজেকে আপডেট
রাখতে পারবেন। তাই
আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি
সংগ্রহ করে, খুব ভালো
ভাবে উপস্থাপন করার চেস্টা
করি। চলুন
তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই।
◾সৌদি আরবে, বাদশাহ সালমান
বিন আবদুল আজিজ তার
ছেলে এবং উত্তরাধিকারী ক্রাউন
প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী
নিয়োগ করেছেন। মোহাম্মদ
বিন সালমান এর আগে
সৌদি সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
◾ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চণ্ডীগড়
আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে
শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক
বিমানবন্দর রেখেছেন। এটি
ভগত সিংয়ের 115 তম জন্মবার্ষিকী উপলক্ষে
করা হয়েছিল।
◾কেন্দ্রীয় কৃষি ও কৃষক
কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং
তোমর 27 সেপ্টেম্বর 2022-এ G-20 শীর্ষ সম্মেলনে
অংশ নিতে ইন্দোনেশিয়ায় তিন
দিনের সফরে গিয়েছেন। ইন্দোনেশিয়া
বর্তমানে G20 এর প্রেসিডেন্সি অধিষ্ঠিত।
◾প্রাক্তন কংগ্রেস নেতা
গুলাম নবী আজাদ তার
নতুন রাজনৈতিক দল 'ডেমোক্রেটিক
আজাদ পার্টি' ঘোষণা করেছেন
এবং তার দলের পতাকাও
প্রকাশ করেছেন। জম্মু
ও কাশ্মীরের প্রাক্তন
মুখ্যমন্ত্রী কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন
করার এক মাস পরে
এই পার্টি বিকাশ ঘটে।
তিনি 2005 থেকে 2008 সাল পর্যন্ত জম্মু
ও কাশ্মীরের পূর্ববর্তী
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন
করেছেন।
◾ 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস
দিবস পালন করা হয়।
কীভাবে এটি প্রতিরোধ করা
যায় সে সম্পর্কে সচেতনতা
বাড়াতে প্রতি বছর 28 সেপ্টেম্বর
বিশ্ব জলাতঙ্ক দিবস পালন
করা হয়। এটি
ফরাসি জীববিজ্ঞানী এবং রসায়নবিদ লুই
পাস্তুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষেও পালন করা
হয়, যিনি প্রথম জলাতঙ্কের
ভ্যাকসিন তৈরি করেছিলেন।
28 সেপ্টেম্বর, 2007 এ প্রথমবারের
মতো এই দিবসটি পালিত
হয়।
◾ DRDO ওড়িশার
উপকূলে চন্ডিপুরে অত্যন্ত স্বল্প পরিসরের
এয়ার ডিফেন্স সিস্টেম VSHORADS ক্ষেপণাস্ত্রের
সফলভাবে ফ্লাইট পরীক্ষা করেছে।
◾ 24 সেপ্টেম্বর 2022 এ ঝুলন গোস্বামী ODI
ক্রিকেটকে
বিদায় জানিয়েছেন। গোস্বামী
2002 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার ওডিআই
অভিষেক হয়েছিল। মহিলাদের
ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক সংখ্যক
উইকেট নেওয়ার রেকর্ড তার
দখলে। তিনি
2007 সালে আইসিসি বর্ষসেরা মহিলা
খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।
◾রাজেন্দ্র
কুমারকে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের
(ESIC) মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে। ESIC হল
শ্রম ও কর্মসংস্থান
মন্ত্রকের মালিকানাধীন বিধিবদ্ধ সামাজিক নিরাপত্তা
সংস্থা৷
◾সামাজিক ন্যায়বিচার ও
ক্ষমতায়ন মন্ত্রনালয়
‘সাইন লার্ন’ নামে একটি
ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ
অভিধান মোবাইল অ্যাপ্লিকেশন চালু
করেছে। এটি
ভারতীয় সাংকেতিক ভাষা গবেষণা
ও প্রশিক্ষণ কেন্দ্রের
ভারতীয় সাংকেতিক ভাষার অভিধানের
উপর ভিত্তি করে তৈরি
করা হয়েছে।
◾যোগী আদিত্যনাথ প্রয়াত লতা মঙ্গেশকর
93 তম জন্মবার্ষিকী উপলক্ষে অযোধ্যায় লতা
মঙ্গেশকর চক উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যার
বিখ্যাত নয়া ঘাট ক্রসিংয়ের
নাম পরিবর্তন করে লতা
মঙ্গেশকর ক্রসিং রেখেছেন।
Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in bengali, Question and Answers Bengali Current Affairs, Competitive Exams Current Affairs
Current Affairs – 29 September 2022 (link)