Current Affairs in Bengali with Extra Details - 07 September 2022 | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs in Bengali
 
Daily Important Current Affairs  in Bengali with extra details

Table of Content (toc)

Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন → TELEGRAM

Subrata  Cup 2022

◾ Subrata  Cup 2022 আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট নতুন দিল্লিতে শুরু হয়েছে।  দিল্লির চারটি ভেন্যু জুড়ে টুর্নামেন্টের 61তম সংস্করণ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে এনসিসি বনাম চণ্ডীগড়ের মধ্যে খেলা হয়। Subrata Cup হল একটি বার্ষিক স্কুল ফুটবল টুর্নামেন্ট যা 1960 সালে প্রথম ভারতীয় বিমান বাহিনী প্রধান, এয়ার মার্শাল সুব্রতো মুখার্জির দ্বারা উদ্বোধন করা হয়েছিল।

International Charity Day 2022

◾প্রতি বছর 5 সেপ্টেম্বর, বিশ্বজুড়ে মানুষ মাদার তেরেসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে International Charity Day পালন করে। দারিদ্র্য ও দুর্ভোগের বিরুদ্ধে লড়াইয়ে তার প্রচেষ্টার জন্য তিনি 1979 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। এই দিনটি 2012 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রথম পালন করা হয়েছিল।

Renamed of Central Vista lawns Rajpath

◾দিল্লির রাজপথ Central Vista lawns এর নাম পরিবর্তন করে রাখা হবে ❝Kartavya Path❞। জাতীয় রাজধানী দিল্লির ঐতিহাসিক রাজপথ এবং Central Vista lawns নাম পরিবর্তন করে 'কর্তব্য পথ' রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি পরিমার্জিত এই রাজপথের উদ্বোধন করবেন। ব্রিটিশ শাসনামলে এই রাজপথ 'কিংসওয়ে' নামে পরিচিত ছিল। 

Reserve Osmosis (RO) Plant

◾আদর্শ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগের অংশ হিসাবে, উত্তরপ্রদেশের বেরেলি জেলার ভরতৌল গ্রাম রাজ্যের প্রথম গ্রামে পরিণত হয়েছে যেখানে প্রতিটি বাড়িতে RO(Reserve Osmosis) জল রয়েছে৷ সকলের জন্য বিশুদ্ধ পানীয় জল উপলব্ধ করার লক্ষ্যে গ্রামে চারটি RO Plant (Reserve Osmosis) স্থাপন করা হয়েছে। এই পদক্ষেপের ফলে মানুষ পানিবাহিত রোগ থেকে রক্ষা পাবে।

Brand Ambassador of Punyakoti Dattu Scheme

◾কর্ণাটক সরকার অভিনেতা Kiccha Sudeep কে তার Punyakoti Dattu যোজনার Brand Ambassador হিসাবে নিযুক্ত করেছে। প্রকল্পের উদ্দেশ্য হল গো-পালনের বিষয়ে সচেতনতা তৈরি করা এবং রাজ্য জুড়ে গোশালা স্থাপন করা। এই স্কিমটি 2022 সালের জুলাই মাসে চালু করা হয়েছিল এবং যে কোনও ব্যক্তি বা সংস্থা এক বছরের জন্য মোট 11,000 টাকা দিয়ে একটি গরু দত্তক নিতে পারে।

Next Prime Minister of Britain

◾ United Kingdom এর পররাষ্ট্রমন্ত্রী Liz Truss ব্রিটেনের পরবর্তী Prime Minister হতে চলেছেন। এই জয়ের মাধ্যমে তিনি থেরেসা মে এবং মার্গারেট থ্যাচারের পর যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হয়েছেন। লিজ তার প্রতিদ্বন্দ্বী এবং প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাককে 20927 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

Nehru Trophy Boat Race 2022

◾সম্প্রতি কেরালায় 68তম Nehru Trophy Boat Race আলাপ্পুঝা জেলার পুন্নমাদা হ্রদে অনুষ্ঠিত হয়েছিল।

Suresh Raina announced his retirement

◾সম্প্রতি ক্রিকেটের সব ফরম্যাট থেকে retirement এর ঘোষণা করেছেন ক্রিকেটার Suresh Raina, 13 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সুরেশ রায়না 18টি টেস্ট, 226টি ওয়ানডে এবং 78টি টি-টোয়েন্টিতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ভারতের হয়ে 226 ওয়ানডেতে 5,615 রান এবং 78 টি-টোয়েন্টিতে 1,604 রান করেছেন। তিনি 2011 সালের বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন। আইপিএলে তিনি 205টি ম্যাচ খেলে 5,528 রান করেছেন।

India’s next high commissioner to Canada

◾সিনিয়র কূটনীতিক Sanjay Kumar Verma কানাডায় ভারতের next high commissioner হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি ভারতীয় ফরেন সার্ভিসের 1988 ব্যাচের একজন কর্মকর্তা এবং বর্তমানে জাপানে ভারতের রাষ্ট্রদূত। তিনি ইতালির মিলানে ভারতের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

C.A- 06 September 2022

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad